Homeখবরদেশআরজি কর কাণ্ডে চাই সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট, চিকিৎসকদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠনের...

আরজি কর কাণ্ডে চাই সিবিআইয়ের স্টেটাস রিপোর্ট, চিকিৎসকদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রকাশিত

আরজি কর কাণ্ডে আগামী বৃহস্পতিবারের মধ্যে সিবিআই-কে মামলার তদন্তের স্টেটাস রিপোর্ট জমা করতে হবে সুপ্রিম কোর্টে। পাশাপাশি ডাক্তারদের নিরাপত্তায় গড়তে হবে জাতীয় টাস্ক ফোর্স। মঙ্গলবার আরজি কর মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দিল প্রধান বিচারপতির বেঞ্চ।

আরজি কর কাণ্ডে গত ১৮ আগস্ট স্বতঃপ্রণোদিত ভাবে মামলা গ্রহণ করে। এ দিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “এটা পরিষ্কার যে খুন করা হয়েছে। প্রথম এফআইআরে কি খুনের কথা উল্লেখ ছিল”। একই সঙ্গে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আরজি কর কাণ্ডের আবহে উঠে এসেছে একের পর এক অভিযোগ। প্রথমে কলকাতা পুলিশ তদন্তে নেমেছিল, মামলা চলছে হাই কোর্টেও। এখন ঘটনার তদন্ত করছে সিবিআই। এ দিন বেঞ্চ বৃহস্পতিবারের মধ্যে সিবিআইয়ের কাছে স্টেটাস রিপোর্ট তলব করল।

চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সাত জনের জাতীয় টাস্ক ফোর্স গঠনেরও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। দেশের বিভিন্ন রাজ্যের চিকিৎসকদের নিয়ে গঠিত হবে এই টাস্ক ফোর্স। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, আরজি করের ঘটনা বিচ্ছিন্ন নয়। এটা চিকিৎসকদের নিরাপত্তা এবং নারী নিরাপত্তার বিষয়। সেই নিরাপত্তা নিশ্চিত করতে টাস্ক ফোর্স গঠন করতে হবে। প্রধান বিচারপতি বলেন, “দেশ আবার একটি ধর্ষণ আর খুনের জন্য অপেক্ষা করবে না, যে তার পর পরিবর্তন হবে।”

এ দিন আরজি কর মামলার শুনানি করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। সুপ্রিম কোর্টে এই মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ২২ আগস্ট।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাষ্ট্রপুঞ্জের সদর দফতরের বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ, সংখ্যালঘু নিপীড়নের অভিযোগ

রাষ্ট্রপুঞ্জে বক্তৃতার সময় বাইরে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের একাংশের অভিযোগ, তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে।

এশিয়া কাপ: পথুম নিসঙ্কের শতরান, অবিশ্বাস্য লড়াই শ্রীলঙ্কার, সুপার ওভারে জিতল ভারত

ভারত: ২০২-৫ (অভিষেক শর্মা ৬১, তিলক বর্মা ৪৯। সঞ্জু স্যামুসন ৩৯, চরিত অসলঙ্কা ১-১৮) শ্রীলঙ্কা:...

পুজোর আগে ডেঙ্গির থাবা, শহরের একাধিক বেসরকারি হাসপাতালে ভরতি রোগী

পুজোর আগে শহরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। একাধিক বেসরকারি হাসপাতালে একসঙ্গে ১০ থেকে ২০ জন রোগী ভরতি। প্লেটলেট কমে যাওয়া থেকে শুরু করে রক্তক্ষরণ পর্যন্ত গুরুতর উপসর্গ ধরা পড়ছে।

নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ, হাওড়া ফ্র্যাঞ্চাইজির কোচ হচ্ছেন ব্যারেটো

আগামী নভেম্বরে শুরু হচ্ছে বেঙ্গল সুপার লিগ। ৮ দলের লড়াইয়ে কোচ হিসেবে দেখা যেতে পারে ব্যারেটোকে। সহকারী হতে পারেন দীপক মণ্ডল, মেন্টর শিশির ঘোষ। বিদেশি ফুটবলারের উপস্থিতি ও ঝকঝকে সম্প্রচার পরিকল্পনায় জমজমাট টুর্নামেন্টের প্রস্তুতি।

আরও পড়ুন

প্রদীপ সাংওয়ানের চন্দ্রতাল সাফাই অভিযান, ১৪,০০০ ফুট উচ্চতায় উদ্ধার ১৫৯ কেজি মদের বোতল

চন্দ্রতাল হ্রদের সৌন্দর্য নষ্ট করছে মদের বোতল ও প্লাস্টিক বর্জ্য। ১৪,১০০ ফুট উচ্চতায় হিলিং হিমালয়াস দলের অভিযান, উদ্ধার ১৫৯ কেজি বর্জ্য। প্রদীপ সাংওয়ান বললেন, এটি শুধু নোংরামি নয়, এক গভীর সংকট।

লাদাখে অশান্তির জের, জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার সমাজকর্মী সোনম ওয়াংচুক

লাদাখে অশান্তি এবং প্রাণহানির ঘটনার তিন দিনের মাথায় গ্রেফতার হলেন বিশিষ্ট সমাজকর্মী, প্রকৌশলী ও...

কী কারণে অশান্ত লাদাখ? বিক্ষোভ নিয়ে কী অবস্থান রাজনৈতিক দলগুলির?

কেন উত্তপ্ত লাদাখ? এই অঞ্চলে অস্থিরতার পেছনের রাজনৈতিক ও সামাজিক কারণগুলো কী? পড়ুন লাদাখের মানুষের মূল দাবি, যেমন পূর্ণ রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ।