আচমকা খবরের শিরোনামে ২০০৭ সালের এমএস ধোনির টি-২০ বিশ্বকাপজয়ী দলের নক্ষত্র ক্রিকেটার। ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা। অভিযোগ, তিনি কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (EPF) সংক্রান্ত প্রতারণায় জড়িত এবং কর্মীদের অ্যাকাউন্টে ২৪ লক্ষ টাকা বকেয়া জমা দেননি।
মিডিয়া রিপোর্টে প্রকাশ, বেঙ্গালুরুর কেআর পুরমের রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার (২) এবং রিকভারি অফিসার শাদাক্ষরা গোপাল রেড্ডি এই পরোয়ানা জারি করেছেন। তবে, উথাপ্পা যদি ২৭ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ করেন, তবে এই আদেশ বাতিল হবে।
সেন্টোরাস লাইফস্টাইল ব্র্যান্ডস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রবিন উথাপ্পা। কর্মীদের বেতনের অংশ কেটে নেওয়ার পরেও তাঁদের পিএফ অ্যাকাউন্টে তা জমা না দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে
প্রসঙ্গত, ভারতের হয়ে ২০০৬ সালের ১৫ এপ্রিল ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল উথাপ্পার। প্রথম ম্যাচেই ৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ২০০৭ সালের ওডিআই এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ছিলেন। ৪৬টি ওডিআই এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচে ভারতের হয়ে খেলেছেন।
আইপিএলে তিনি ছয়টি দলের হয়ে ২০৫ ম্যাচে ৪৯৫২ রান সংগ্রহ করেছেন, যার মধ্যে ২৭টি অর্ধশতক রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন উইকেটরক্ষক-ব্য়াটার ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্য়কার হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। পাশাপাশি তিনি ব্যবসাও শুরু করেছেন।
আরও পড়ুন: পাঁচ দিনে শেয়ার বাজার থেকে গায়েব ১৮.৪৩ লক্ষ কোটি টাকারও বেশি! কেন এমন অস্বাভাবিক পতন