Homeখবরদেশবিহার ভোটের ফল প্রকাশের পর লালুর পরিবারে ভাঙন, কীভাবে চরমে পৌঁছল?

বিহার ভোটের ফল প্রকাশের পর লালুর পরিবারে ভাঙন, কীভাবে চরমে পৌঁছল?

প্রকাশিত

বিহার নির্বাচনে খারাপ ফলাফলের পর রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) অভ্যন্তরীণ দ্বন্দ্ব যে চরমে পৌঁছেছে, তার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে সামনে এসেছে রোহিনী আচার্যের বিস্ফোরক সিদ্ধান্ত। লালু প্রসাদ যাদবের মেয়ে রোহিনী আচার্য ঘোষণা করেছেন যে তিনি শুধু রাজনীতি নয়, পরিবারের সঙ্গে সম্পর্কও ত্যাগ করেছন। ভোটের ফল প্রকাশের পর দলের পর্যালোচনা বৈঠকে তেজস্বী যাদবের সঙ্গে তীব্র বিরোধই তাঁর এই সিদ্ধান্তের মূল কারণ বলে আরজেডি সূত্রের দাবি।

ফল ঘোষণার পরদিনই দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। সেখানেই তেজস্বী ও রোহিনীর মধ্যে তিক্ত বিতর্ক বাধে। রোহিনী জানান, আরজেডি কর্মীদের সঞ্জয় যাদবের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে—এ বিষয়ে পদক্ষেপ করা উচিত। এই বক্তব্য তেজস্বীর পছন্দ হয়নি, বরং তিনি উত্তেজিত হয়ে বলেন, “তোমার কারণেই নির্বাচন হেরেছি। তুমি আমাদের অভিশাপ।” শুধু কথার লড়াই নয়, সূত্রের দাবি, তেজস্বী নাকি রাগের মাথায় তাঁর দিদির দিকে স্যান্ডেল ছুঁড়ে মারেন এবং তাকে অপমানজনক ভাষায় কথাও বলেন।

শনিবার রোহিনী আচার্য প্রকাশ্যে সঞ্জয় যাদব ও তেজস্বীর ক্রিকেটার বন্ধু রমিজ নেমত খানের নাম নিয়ে অভিযোগ করেন—এই দু’জনই তাঁকে দল ও পরিবার থেকে দূরে ঠেলে দিয়েছেন। কিডনি দান করে বাবাকে বাঁচানো সেই রোহিনী বলেন, “এটাই সঞ্জয় যাদব আমাকে করতে বলেছিল।”

নির্বাচনের আগেই তেজস্বী যাদব তাঁকে সিঙ্গাপুর থেকে দেশে ডেকে পাঠিয়েছিলেন প্রচারে যোগ দেওয়ার জন্য। রাঘোপরের প্রচারে তাঁকে সামনে আনা হয়েছিল, যা নিয়ে তেজ প্রতাপ যাদবও অসন্তুষ্ট ছিলেন। রোহিনী চেয়েছিলেন শুধু শরন জেলার বিধানসভায় প্রচার করতে, কিন্তু তাঁকে শুধু রাঘোপরেই সীমাবদ্ধ রাখা হয়।

দলের ভেতরের দ্বন্দ্ব নতুন নয়। ২০২৩ সালে তেজস্বী তাঁকে শরন থেকে লোকসভা ভোটে দাঁড়াতে বলেন। রোহিনী প্রথমে পাটলিপুত্র চাইলে মিশা ভাটিয়াই আপত্তি জানান। শেষপর্যন্ত তিনি শরন থেকেই দাঁড়ান এবং বিজেপির রাজীব প্রতাপ রুডির কাছে পরাজিত হন। দলীয় সূত্রের মতে, তখন থেকেই তেজস্বীর ঘনিষ্ঠ সঞ্জয় যাদব বলে আসছিলেন যে রোহিনী ভবিষ্যতে তেজস্বীর জন্য ‘হুমকি’ হয়ে উঠতে পারেন। সঞ্জয় যাদব তাঁকে বহুবার অপমান করেছেন এবং সিঙ্গাপুরে ফিরে যেতে বলেছেন বলে অভিযোগ রোহিনীর ঘনিষ্ঠদের।

এছাড়া অভিযোগ উঠেছে—শরন প্রচারকে দুর্বল করার জন্য দলের ভেতরেরই একাংশ পরিকল্পিতভাবে বাধা তৈরি করেছিল। ওই ‘ষড়যন্ত্রকারীদের’ একজন শরন থেকে নিজেই প্রার্থী হতে চাইতেন এবং তিনি যাদব পরিবারে খুব ঘনিষ্ঠ বলেও জানানো হয়েছে। আরও ক্ষোভ বাড়ে যখন রোহিনীর হার নিয়ে কটাক্ষ করা দুই বিধায়ককে এই নির্বাচনে টিকিট দেওয়া হয়।

রোহিনী যাঁর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, সেই রমিজ নেমত খান তেজস্বীর বহুদিনের বন্ধু, ক্রিকেট মাঠ থেকে রাজনীতি পর্যন্ত তিনি তেজস্বীর ‘কোর টিম’-এর অংশ। দলের সোশ্যাল মিডিয়া ও প্রচার-অভিযানের দেখভালও করেন তিনি।

বিহারের ফলের ক্ষোভ, দলের ভিতরের অন্তর্দ্বন্দ্ব, সঞ্জয় যাদব–রমিজ খানের ক্রমবর্ধমান প্রভাব—সব মিলিয়ে বহুদিনের জমে থাকা ক্ষোভই শেষ পর্যন্ত বিস্ফোরিত হয়েছে রোহিনী আচার্যের মুখে। একসময় যে পরিবার সমর্থন ও ঐক্যের প্রতীক ছিল, আজ সেই পরিবারই রাজনৈতিক ঝড়ে প্রবলভাবে নড়বড়ে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

হজম থেকে হরমোন—গবেষণায় উঠে এল মৌরীর বহুগুণ

খাওয়ার পর অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা কমাতে কার্যকর মৌরী। নতুন গবেষণায় দেখা গেছে, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ মৌরী বিপাকক্রিয়া বাড়ায়, হরমোন নিয়ন্ত্রণ ও ঘুমেরও উন্নতি করে।

‘ভুল ব্যাখ্যা করেছিলাম’, রামমোহনকে‘ব্রিটিশ এজেন্ট’বলার ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী

রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশ এজেন্ট’ বলায় চাপে পড়ে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ইন্দর সিংহ পারমার। ভিডিও বার্তায় বললেন—তিনি ভুল ব্যাখ্যা করেছিলেন। কংগ্রেস ও তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া।

ইডেনের ঘূর্ণিতে লণ্ডভণ্ড ভারত: বাভুমার লড়াই, হারমারের জাদুতে ১২৪ রানও তুলতে পারল না গম্ভীরের দল

ইডেন গার্ডেন্সে চতুর্থ ইনিংসে মাত্র ১২৪ রান তাড়াতে নেমে ভেঙে পড়ল ভারত। টেম্বা বাভুমার লড়াই এবং সাইমন হারমারের স্পিনে ব্যর্থ হল রাহুল-পন্থরা। সিরিজ় জয়ের সুযোগ শেষ।

দিল্লি বিস্ফোরণ: অবৈধ উপায়ে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন অভিযুক্ত উমর মহম্মদ, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে পার্কিং এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের মৃত্যু ও ২০...

আরও পড়ুন

‘ভুল ব্যাখ্যা করেছিলাম’, রামমোহনকে‘ব্রিটিশ এজেন্ট’বলার ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী

রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশ এজেন্ট’ বলায় চাপে পড়ে ক্ষমা চাইলেন মধ্যপ্রদেশের মন্ত্রী ইন্দর সিংহ পারমার। ভিডিও বার্তায় বললেন—তিনি ভুল ব্যাখ্যা করেছিলেন। কংগ্রেস ও তৃণমূলের তীব্র প্রতিক্রিয়া।

দিল্লি বিস্ফোরণ: অবৈধ উপায়ে ২০ লক্ষ টাকা পেয়েছিলেন অভিযুক্ত উমর মহম্মদ, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এফআইআর

খবর অনলাইন ডেস্ক: লালকেল্লার কাছে পার্কিং এলাকায় বিস্ফোরণে কমপক্ষে ১৩ জনের মৃত্যু ও ২০...

তিন দশক ধরে ভোটে না লড়েও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, শেষ কবে বিধায়ক হয়েছিলেন

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ১৯৮৫-এর পর আর MLA হননি। ৩০ বছর ধরে লেজিসলেটিভ কাউন্সিলের মাধ্যমে সক্রিয় রাজনীতি। লোকসভায়ও ছ’বার নির্বাচিত নীতীশের রাজনৈতিক যাত্রাপথ নিয়ে প্রতিবেদন।