Homeখবরদেশলক্ষ্য ১০ লক্ষ! 'রোজগার মেলা'য় ৭০ হাজার নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

লক্ষ্য ১০ লক্ষ! ‘রোজগার মেলা’য় ৭০ হাজার নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

প্রকাশিত

নয়াদিল্লি: গত বছরের অক্টোবরে রোজগার মেলা (Rozgar Mela)-র সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর লক্ষ্য দেশে ধাপে ধাপে ১০ লক্ষ কর্মসংস্থান। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭০ হাজার নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী।

রোজগার মেলার সূচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, আগামী মাসগুলিতে সময় মতো কয়েক লক্ষ যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। সেই মতোই বেশ কয়েকটি পর্যায়ে নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ চলছে। বিভিন্ন সরকারি দফতর ও প্রতিষ্ঠানে এই নিয়োগ হয়েছে।

প্রধানমন্ত্রী এ দিন বলেন, “স্বাধীনতার অমৃত মহোৎসবে যখন দেশ উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে, তখন সরকারি চাকরিতে যোগ দেওয়া আপনার জন্য বড়ো সুযোগ। এটা আপনার পরিশ্রমের ফল”।

একই সঙ্গে তিনি বলেন, “যুবক-যুবতীরা নিয়োগপত্র পাচ্ছেন। এটা তাঁদের জন্য একটি স্মরণীয় দিন। কিন্তু একই সঙ্গে এটি দেশের জন্য একটি অত্যন্ত ঐতিহাসিক দিন। কারণ ১৯৪৭ সালের এই দিনে (২২ জুলাই) বর্তমান আকারের ত্রিবর্ণ পতাকাটি গণপরিষদে গৃহীত হয়েছিল”।

মোদী আরও বলেন, “মাত্র ৯ বছরে বিশ্বের দশমতম অর্থনীতি থেকে পঞ্চমতম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। আজ প্রত্যেক বিশেষজ্ঞ বলছেন যে কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের শীর্ষ তিন অর্থনীতিতে অন্তর্ভুক্ত হবে। এটা ভারতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য। অর্থাৎ প্রতিটি খাতে কর্মসংস্থান বাড়বে এবং প্রতিটি মানুষের আয়ও বাড়বে”।

অর্থনীতিতে ব্যাঙ্কিং সেক্টরের ভূমিকা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আজ ভারত সেই দেশগুলির মধ্যে একটি যেখানে ব্যাঙ্কিং সেক্টরকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়। কিন্তু ৯ বছর আগেও এমন ছিল না। ক্ষমতার স্বার্থপরতা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিলে যে ধরনের অপচয় হয়, তার অনেক উদাহরণ এ দেশে রয়েছে”।

আরও পড়ুন: কোহলির সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষ ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৩৫২ রানে

সাম্প্রতিকতম

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ টিভি অ্যাপ আনল বিএসএনএল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই...

আরও পড়ুন

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?