Homeখবরদেশলক্ষ্য ১০ লক্ষ! 'রোজগার মেলা'য় ৭০ হাজার নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

লক্ষ্য ১০ লক্ষ! ‘রোজগার মেলা’য় ৭০ হাজার নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

প্রকাশিত

নয়াদিল্লি: গত বছরের অক্টোবরে রোজগার মেলা (Rozgar Mela)-র সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এর লক্ষ্য দেশে ধাপে ধাপে ১০ লক্ষ কর্মসংস্থান। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭০ হাজার নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী।

রোজগার মেলার সূচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, আগামী মাসগুলিতে সময় মতো কয়েক লক্ষ যুবকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। সেই মতোই বেশ কয়েকটি পর্যায়ে নিয়োগপত্র তুলে দেওয়ার কাজ চলছে। বিভিন্ন সরকারি দফতর ও প্রতিষ্ঠানে এই নিয়োগ হয়েছে।

প্রধানমন্ত্রী এ দিন বলেন, “স্বাধীনতার অমৃত মহোৎসবে যখন দেশ উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে, তখন সরকারি চাকরিতে যোগ দেওয়া আপনার জন্য বড়ো সুযোগ। এটা আপনার পরিশ্রমের ফল”।

একই সঙ্গে তিনি বলেন, “যুবক-যুবতীরা নিয়োগপত্র পাচ্ছেন। এটা তাঁদের জন্য একটি স্মরণীয় দিন। কিন্তু একই সঙ্গে এটি দেশের জন্য একটি অত্যন্ত ঐতিহাসিক দিন। কারণ ১৯৪৭ সালের এই দিনে (২২ জুলাই) বর্তমান আকারের ত্রিবর্ণ পতাকাটি গণপরিষদে গৃহীত হয়েছিল”।

মোদী আরও বলেন, “মাত্র ৯ বছরে বিশ্বের দশমতম অর্থনীতি থেকে পঞ্চমতম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। আজ প্রত্যেক বিশেষজ্ঞ বলছেন যে কয়েক বছরের মধ্যে ভারত বিশ্বের শীর্ষ তিন অর্থনীতিতে অন্তর্ভুক্ত হবে। এটা ভারতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাফল্য। অর্থাৎ প্রতিটি খাতে কর্মসংস্থান বাড়বে এবং প্রতিটি মানুষের আয়ও বাড়বে”।

অর্থনীতিতে ব্যাঙ্কিং সেক্টরের ভূমিকা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আজ ভারত সেই দেশগুলির মধ্যে একটি যেখানে ব্যাঙ্কিং সেক্টরকে সবচেয়ে শক্তিশালী বলে মনে করা হয়। কিন্তু ৯ বছর আগেও এমন ছিল না। ক্ষমতার স্বার্থপরতা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিলে যে ধরনের অপচয় হয়, তার অনেক উদাহরণ এ দেশে রয়েছে”।

আরও পড়ুন: কোহলির সেঞ্চুরি, দ্বিতীয় দিনের শেষ ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ৩৫২ রানে

সাম্প্রতিকতম

মমতাকে নিয়ে গিরিরাজের মন্তব্য ইস্যুতে উত্তাল বিধানসভা, ওয়াক আউট বিজেপির

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সলমন-সোনাক্ষীদের সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গিয়েছিল...

শপথ নিয়ে প্রথম প্রতিশ্রুতি রাখলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি

হায়দরাবাদ: তিনি বলেছিলেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তা হলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে যে...

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

আরও পড়ুন

শপথ নিয়ে প্রথম প্রতিশ্রুতি রাখলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি

হায়দরাবাদ: তিনি বলেছিলেন, কংগ্রেস যদি ক্ষমতায় আসে তা হলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে যে...

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...