Homeখবরদেশনেতাজি বামপন্থী, বিজেপি-আরএসএসের মতাদর্শের সঙ্গে বিস্তর ফারাক, বললেন কন্যা অনিতা বসু পাফ

নেতাজি বামপন্থী, বিজেপি-আরএসএসের মতাদর্শের সঙ্গে বিস্তর ফারাক, বললেন কন্যা অনিতা বসু পাফ

প্রকাশিত

নেতাজি-আরএসএস-এর মধ্যে মতাদর্শগত ব্যবধান বিস্তর। সংবাদ সংস্থা পিটিআইকে ফোনে এক সাক্ষাৎকারে জানালেন নেতাজি-কন্যা অনিতা বসু পাফ। তাঁর মতে নেতাজি ছিলেন বামপন্থী আর আরএসএস দক্ষিণপন্থী।

২৩ জানুয়ারি কলকাতায় নেতাজির জন্মদিন পালনের আয়োজন করছে আরএসএস। ওই দিন শহিদ মিনারে এক সভায় ভাষণ দেবেন সরসঙ্ঘ প্রধান মোহন ভাগবত। তাঁর আগে অনিতা বসু পাফের এই মন্তব্য অস্বস্তিতে ফেলল হিন্দুত্ববাদী সংগঠনটিকে। সুভাষ কন্যা সরাসরি জানিয়ে দিয়েছেন, নেতাজি সব সম্প্রদায়কে সম্মান জানানোতে বিশ্বাসী। কিন্তু আরএসএস বিজেপি কেউ তা বিশ্বাস করে না।

পিটিআইকে তিনি বলেন, ‘আরএসএস ও বিজেপির মধ্যে সব সম্প্রদায়কে সম্মান জানানোর ভাব দেখতে পাই না। যদি খুব সহজ ভাবে বলি তাহলে বলতে হয়, নেতাজি ছিলেন বামপন্থী। আর ওরা দক্ষিণপন্থী।’

তিনি আরও বলেন, ‘আরএসএসের মতাদর্শ সম্পর্কে যা শুনতে পাই, তা থেকে বলতে পারি যে, নেতাজির মতাদর্শ সম্পূর্ণ ভিন্ন মেরুর। এই দুই মতাদর্শ কখনওই এক সঙ্গে যায় না। বহু গোষ্ঠী নিজেদের মতো করে নেতাজির জন্মদিন পালন করতে চায়। তার বেশির ভাগের সঙ্গেই নেতাজির মতাদর্শগত মিল রয়েছে।’

এ প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হয় নেতাজি কি আরএসএসের সমালোচক ছিলেন? এর জবাবে অনিতা বসু পাফ বলেন, ‘ এ নিয়ে নেতাজির কোনও কথা আমি বলতে পারব না। তিনি আরএসএস সদস্যদের নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেও থাকতে পারেন। আমি এটা জানি নেতাজির মতাদর্শ কী ছিল আরএসএস কী চায়। দুই মূল্যবোধ কখনও একসঙ্গে যায় না।’

অনিতাকে প্রশ্ন করা হয়, নেতাজির মতাদর্শের কাছাকাছি রয়েছে ভারতের কোন রাজনৈতিক দল? তিনি বলেন, ‘নেতাজির সঙ্গে কংগ্রেসের মতাদর্শের অনেক কিছু মেলে।’

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...