Homeখবরদেশ'দেশের নিরাপত্তাকে উপেক্ষা করা যায় না', ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে প্রতিক্রিয়া বিদেশমন্ত্রীর

‘দেশের নিরাপত্তাকে উপেক্ষা করা যায় না’, ভারত-চিন সীমান্ত বিরোধ নিয়ে প্রতিক্রিয়া বিদেশমন্ত্রীর

প্রকাশিত

নয়াদিল্লি: ভারতের সঙ্গে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) চিনের বাহিনী মোতায়েনকে অস্বাভাবিক বলে বর্ণনা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, দেশের নিরাপত্তাকে উপেক্ষা করা উচিত নয়। মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে বিদেশমন্ত্রী জয়শঙ্কর এই মন্তব্য করেন।

হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুসারে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “১৯৬২ সালের যুদ্ধের পরে, ১৯৮৮ সালে চিন সফর করেছিলেন রাজীব গান্ধী, যা ছিল চিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি পরিষ্কার বোঝাপড়া ছিল যে আমরা আমাদের সীমান্তের পার্থক্য নিয়ে আলোচনা করব, তবে আমরা সীমান্তে শান্তি বজায় রাখব। আমাদের সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জয়শঙ্কর বলেন, “এখন নতুন করে যা পরিবর্তন হয়েছে, তা ২০২০ সালে হয়েছিল। চিন একাধিক চুক্তি লঙ্ঘন করে আমাদের সীমান্তে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে এবং তারা এমন একটি সময়ে করেছে যখন আমরা করোনার সময় লকডাউনের মধ্যে ছিলাম। যাইহোক, ভারত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে প্রতিশোধ নিয়েছে এবং এখন গালওয়ানে স্বাভাবিক ঘাঁটি অবস্থানের আগে সেনা মোতায়েন করা হয়েছে।”

বিদেশমন্ত্রীর মতে, “এলএসি-তে চিনের সেনা মোতায়েন খুবই অস্বাভাবিক। একজন ভারতীয় নাগরিক হিসাবে, দুই দেশের মধ্যে যে উত্তেজনা রয়েছে, আমাদের কারও দেশের নিরাপত্তাকে উপেক্ষা করা উচিত নয়, এটি আজ একটি চ্যালেঞ্জ।”

দু’দেশের ভবিষ্যৎ সম্পর্কেও সদর্থক মনোভাব পোষণ করেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, চিনের সঙ্গে অবশিষ্ট সমস্যার সমাধান নির্ভর করে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সীমান্তে শান্তির প্রত্যাবর্তনের ওপর।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৫ জুন রাতে লাদাখে ভারত ও চিনের মধ্যে অচলাবস্থার মধ্যে একটি বড় ঘটনা ঘটে যায়। গালওয়ান এলাকায় চিনা সৈন্যর সঙ্গে হিংসাত্মক সংঘর্ষ বাঁধে ভারতীয় সেনার। একজন কমান্ডিং অফিসার এবং ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান প্রাণ হারিয়েছিলেন। পূর্ব লাদাখে ১৯৭৫ সালের পর বিতর্কিত সীমান্তে এটিই প্রথম যুদ্ধের মৃত্যু। সংঘর্ষে মোট ২০ জন ভারতীয় সেনা শহিদ হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী চিনা সেনাবাহিনীকে উপযুক্ত জবাব দিয়েছিল এবং বিভিন্ন ভারতীয় মিডিয়ার প্রতিবেদন অনুসারে, পরবর্তী সংঘর্ষে চিনা সেনাবাহিনী উল্লেখযোগ্য সংখ্যক সৈন্য প্রাণ হারায়।

আরও পড়ুন: নাসা জানিয়েছে আর-একটি সৌরঝড় তৈরি হয়েছে, ফের দেখা যেতে পারে মেরুজ্যোতি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।