Homeবিজ্ঞাননাসা জানিয়েছে আর-একটি সৌরঝড় তৈরি হয়েছে, ফের দেখা যেতে পারে মেরুজ্যোতি

নাসা জানিয়েছে আর-একটি সৌরঝড় তৈরি হয়েছে, ফের দেখা যেতে পারে মেরুজ্যোতি

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: আজকালের মধ্যে ফের সৌরঝড় আঘাত হানতে পারে পৃথিবীতে। এই সৌরঝড়ের জেরেই গত শুক্রবার থেকে দফায় দফায় পৃথিবীর বিভিন্ন জায়গায় মেরুজ্যোতি দেখা যায়। বাদ যায়নি ভারতের লাদাখও। আবার মেরুজ্যোতি দেখার সম্ভাবনার কথা জানাল মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওওএ)। সৌরঝড় তৈরির কথা জানিয়েছে নাসাও।

এনওওএ জানিয়েছে, আর-একটি সৌরঝড়ের পৃথিবীর বুকে আছড়ে পড়ার ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে। এবং তা ঘটলে আজকালের মধ্যে ঘটবে। এর ফলে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আবার মেরুজ্যোতি দেখা যাবে।

নাসার সোশ্যাল মিডিয়া পেজে সূর্য সংক্রান্ত নানা ক্রিয়াকলাপ অনুসরণ করা হয়। তারাও জানিয়েছে, ১৩ মে আর-একটি সৌরঝড় সৃষ্টি হয়েছে এবং সেই সৌরঝড়ের ক্ষমতা রয়েছে পৃথিবীকে আঘাত করার।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা ‘এক্স’ হ্যান্ডেলে বলেছে, “আবার একটা! ১৩ মে সোমবার এম ৬.৬ শ্রেণির সৌর উদ্‌গিরণ হয়েছে। (গত সপ্তাহে যে ক’টা উদ্‌গিরণ সেগুলোর মতো শক্তিশালী নয় বটে, তবে যথেষ্ট জোরদার)। এই সপ্তাহে আমরা সৌরঝড় এবং পৃথিবীতে তার প্রভাব নিয়ে নানা প্রশ্নের জবাব দিচ্ছি। দেখতে থাকুন!”

মেরুজ্যোতি তথা ‘অরোরা’ স্বাভাবিক আলোকে সম্মোহিত করে দেয়। তার ফলে আকাশে সৃষ্টি হয় উজ্জ্বল আলোর অসংখ্য ফিতে। নানা রঙের আলো। এই আলোর ছটা সাধারণত মেরু অঞ্চলে দৃশ্যমান হয়। বিশ্বের অন্য স্থান থেকে এই মেরুজ্যোতি দেখা যাবে কি না তা নির্ভর করে সৌরঝড়ের তীব্রতার উপরে। গত সপ্তাহে ভারতের লাদাখ থেকেও মেরুজ্যোতি দেখা গিয়েছিল কারণ সৌরঝড়ের তীব্রতা ছিল খুব বেশি।

সৌরঝড়ের তীব্রতা মাপা হয় ‘জি স্কেলে’ অর্থাৎ জিওম্যাগনেটিক স্টর্ম স্কেলে। এর পাল্লা জি১ থেকে জি৫ পর্যন্ত। প্রতিটি স্তরে ভিন্ন ভিন্ন ভূচুম্বকীয় ক্রিয়াকলাপ দেখা যায়। জি১ মাপের সৌরঝড় পাওয়ার গ্রিডে ছোটোখাটো প্রভাব ফেলতে পারে। কিন্তু সৌরঝড়ের তীব্রতা যদি জি৫ হয়, তা হলে তা বিদ্যুৎ পরিষেবা এবং উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় বড়ো রকম বিঘ্ন সৃষ্টি করতে পারে।

গত শুক্রবার যে সৌরঝড় পৃথিবীতে আঘাত হেনেছিল তার তীব্রতা ছিল জি৫। দু’ দশক পরে এত তীব্র সৌরঝড় পৃথিবীতে আঘাত হানল। সৌরঝড় এত তীব্র ছিল বলেই তা ভারতের লাদাখ থেকে দেখা গিয়েছিল।

আরও পড়ুন

রঙিন আলোয় উজ্জ্বল রাতের আকাশ, ভারতের লাদাখ থেকেও দেখা গেল মেরুজ্যোতি

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

সাউথ আফ্রিকা-ভারত টি২০: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ৫ উইকেট বরুণ চক্রবর্তীর, তবু হার সূর্যকুমারদের

ভারত: ১২৪-৬ (হার্দিক পাণ্ড্য ৩৯ নট আউট, আইডেন মার্করাম ১-৪) সাউথ আফ্রিকা: ১২৮-৭ (ট্রিস্টান স্টাবস...

খুব কষে কোমরে পোশাকের দড়ি বাঁধছেন? মারণ রোগকে ডেকে আনছেন না তো?

অনেকেরই অভ্যাস থাকে সায়া, সালওয়ার বা পাজামার দড়ি খুব টাইট করে বা কষে কোমরে...

অভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেই ইউপিআই পেমেন্ট, একই পরিবারের সদস্যদের জন্য এই সুবিধা  

এ বার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই ব্যবহার করা যাবে অনলাইন ইউপিআই পরিষেবা। দেশের বহু...

নির্মাণ কাজের জন্য সংক্ষিপ্ত হল গ্রিন লাইন ২-এর মেট্রো চলাচল, যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

কলকাতা মেট্রোর গ্রিন লাইন ২-র রুট নির্মাণ কাজের কারণে হাওড়া ময়দান থেকে মহাকরণ পর্যন্ত সীমিত করা হয়েছে। এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো বন্ধ থাকায় যাত্রীদের অসুবিধার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

কী কাজ করবে ইসরোর ‘হ্যাব-১’ মহাকাশ মিশন?

মহাকাশ বিজ্ঞান চর্চায় একের পর এক সাফল্যের জেরে এর মধ্যেই বিশ্বের প্রথম কয়েকটি দেশের...

ডিসেম্বরে ইসরোর সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হবে, কী করতে চলেছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র

ফের ইসরোর (ISRO) সাফল্যের মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। ডিসেম্বরে ইতিহাস গড়তে চলেছে ভারতীয়...

সূর্যের বহির্বায়ুমণ্ডল ও হাওয়ার গতিপ্রকৃতি বুঝতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাচ্ছে সোলার করোনাগ্রাফ

অপার রহস্যে ঢাকা সূর্য। সূর্য ছাড়া গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড অচল। সূর্যের বহির্বায়ুমণ্ডলের চরিত্র আজও...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে