Homeবিজ্ঞাননাসা জানিয়েছে আর-একটি সৌরঝড় তৈরি হয়েছে, ফের দেখা যেতে পারে মেরুজ্যোতি

নাসা জানিয়েছে আর-একটি সৌরঝড় তৈরি হয়েছে, ফের দেখা যেতে পারে মেরুজ্যোতি

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: আজকালের মধ্যে ফের সৌরঝড় আঘাত হানতে পারে পৃথিবীতে। এই সৌরঝড়ের জেরেই গত শুক্রবার থেকে দফায় দফায় পৃথিবীর বিভিন্ন জায়গায় মেরুজ্যোতি দেখা যায়। বাদ যায়নি ভারতের লাদাখও। আবার মেরুজ্যোতি দেখার সম্ভাবনার কথা জানাল মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওওএ)। সৌরঝড় তৈরির কথা জানিয়েছে নাসাও।

এনওওএ জানিয়েছে, আর-একটি সৌরঝড়ের পৃথিবীর বুকে আছড়ে পড়ার ৬০ শতাংশ সম্ভাবনা রয়েছে। এবং তা ঘটলে আজকালের মধ্যে ঘটবে। এর ফলে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আবার মেরুজ্যোতি দেখা যাবে।

নাসার সোশ্যাল মিডিয়া পেজে সূর্য সংক্রান্ত নানা ক্রিয়াকলাপ অনুসরণ করা হয়। তারাও জানিয়েছে, ১৩ মে আর-একটি সৌরঝড় সৃষ্টি হয়েছে এবং সেই সৌরঝড়ের ক্ষমতা রয়েছে পৃথিবীকে আঘাত করার।

মার্কিন মহাকাশ সংস্থা নাসা ‘এক্স’ হ্যান্ডেলে বলেছে, “আবার একটা! ১৩ মে সোমবার এম ৬.৬ শ্রেণির সৌর উদ্‌গিরণ হয়েছে। (গত সপ্তাহে যে ক’টা উদ্‌গিরণ সেগুলোর মতো শক্তিশালী নয় বটে, তবে যথেষ্ট জোরদার)। এই সপ্তাহে আমরা সৌরঝড় এবং পৃথিবীতে তার প্রভাব নিয়ে নানা প্রশ্নের জবাব দিচ্ছি। দেখতে থাকুন!”

মেরুজ্যোতি তথা ‘অরোরা’ স্বাভাবিক আলোকে সম্মোহিত করে দেয়। তার ফলে আকাশে সৃষ্টি হয় উজ্জ্বল আলোর অসংখ্য ফিতে। নানা রঙের আলো। এই আলোর ছটা সাধারণত মেরু অঞ্চলে দৃশ্যমান হয়। বিশ্বের অন্য স্থান থেকে এই মেরুজ্যোতি দেখা যাবে কি না তা নির্ভর করে সৌরঝড়ের তীব্রতার উপরে। গত সপ্তাহে ভারতের লাদাখ থেকেও মেরুজ্যোতি দেখা গিয়েছিল কারণ সৌরঝড়ের তীব্রতা ছিল খুব বেশি।

সৌরঝড়ের তীব্রতা মাপা হয় ‘জি স্কেলে’ অর্থাৎ জিওম্যাগনেটিক স্টর্ম স্কেলে। এর পাল্লা জি১ থেকে জি৫ পর্যন্ত। প্রতিটি স্তরে ভিন্ন ভিন্ন ভূচুম্বকীয় ক্রিয়াকলাপ দেখা যায়। জি১ মাপের সৌরঝড় পাওয়ার গ্রিডে ছোটোখাটো প্রভাব ফেলতে পারে। কিন্তু সৌরঝড়ের তীব্রতা যদি জি৫ হয়, তা হলে তা বিদ্যুৎ পরিষেবা এবং উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় বড়ো রকম বিঘ্ন সৃষ্টি করতে পারে।

গত শুক্রবার যে সৌরঝড় পৃথিবীতে আঘাত হেনেছিল তার তীব্রতা ছিল জি৫। দু’ দশক পরে এত তীব্র সৌরঝড় পৃথিবীতে আঘাত হানল। সৌরঝড় এত তীব্র ছিল বলেই তা ভারতের লাদাখ থেকে দেখা গিয়েছিল।

আরও পড়ুন

রঙিন আলোয় উজ্জ্বল রাতের আকাশ, ভারতের লাদাখ থেকেও দেখা গেল মেরুজ্যোতি

সাম্প্রতিকতম

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

আরও পড়ুন

বিমানের আয়তনের গ্রহাণু ধেয়ে আসছে, পৃথিবীর সবচেয়ে কাছে আসছে মঙ্গলবার, নাসার সতর্কতা  

খবর অনলাইন ডেস্ক: সতর্কতা জারি করল নাসা। পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি। এর নাম...

টেক ইন্ডাস্ট্রিতে ব্যাপক ছাঁটাই, কী কারণে? জানাচ্ছেন সংস্থাগুলির সিইওরা 

২০২৩ সালে শুরু হওয়া টেক ইন্ডাস্ট্রিতে ছাঁটাই থামছে না। গুগল, মাইক্রোসফট, ফেসবুকের মূল প্রতিষ্ঠান...

চন্দ্রযান-৩: চাঁদের দক্ষিণ মেরুতে এক নতুন আবিষ্কার রোভার প্রজ্ঞানের

নয়াদিল্লি: আবার খবরে চন্দ্রযান-৩। ভারতের চন্দ্রযান-৩ মিশন চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রপৃষ্ঠ সম্পর্কে উল্লেখযোগ্য আবিষ্কার...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?