Homeখবরদেশঘূর্ণিঝড় 'বিপর্যয়' নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী, ঝড়ের গতি পৌঁছাতে পারে ১৫০...

ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী, ঝড়ের গতি পৌঁছাতে পারে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়

প্রকাশিত

নয়াদিল্লি: “অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়”-এ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে সোমবার একটি পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার বিকেলে গুজরাতের কচ্ছ এবং পাকিস্তানের করাচির মধ্যে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়।

ক্রমেই আরব সাাগরে দাপট বাড়াতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আরও শক্তিশালী ঘুর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে ‘বিপর্যয়’। ঘূর্ণিঝড়ের তাণ্ডব মোকাবিলায় এখনও পর্যন্ত কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, বৈঠকে সেসব কথাই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন সরকারি আধিকারিকরা। ঘূর্ণিঝড়ে প্রভাবিত হতে পারে এমন ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত সম্ভাব্য ব্যবস্থা গ্রহণের জন্য আধিকারিকদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

ঘূর্ণিঝড়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতির ক্ষেত্রে দ্রুত উদ্ধার কাজের জন্য প্রস্তুতির সঙ্গে সমস্ত প্রয়োজনীয় পরিষেবাগুলির চালু রাখার ব্যাপারে নিশ্চিত করতে বলেছেন মোদী। বিশেষত স্বাস্থ্য, পানীয় জল, টেলিকমিউনিকেশনের দিক থেকে যেন কোনও ব্যবস্থাপনায় ত্রুটি না থাকে, তার বন্দোবস্ত করতেও বলা হয়। পাশাপাশি তিনি বলেন, পশুদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে।

গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। জাতীয় আবহাওয়া বিভাগ (IMD) বলেছে, “সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে এবং সমুদ্রের অবস্থা সম্ভবত বুধবার পর্যন্ত “রুক্ষ থেকে খুব রুক্ষ” এবং বৃহস্পতিবার অত্যধিক রুক্ষ থেকে উচ্চতর থাকবে”।

হাওয়া অফিসের বিবৃতিতে আরও বলা হয়েছে, “কচ্ছ, জামনগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর, এবং দেবভূমি দ্বারকা জেলাগুলিতে ১৩-১৫ জুনের মধ্যে ভারী বৃষ্টিপাত এবং প্রবল বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ঘূর্ণিঝড়ে তাণ্ডব চালাতে পারে। ঝড়ের গতি পৌঁছাতে পারে ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।”

আরও পড়ুন: রাজ্যে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি, একই সঙ্গে বৃষ্টি এবং তাপপ্রবাহের পূর্বাভাস

সাম্প্রতিকতম

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

থমকে আছে শীতের আমেজ, পথের কাঁটা ঘূর্ণিঝড় পরিস্থিতি

কলকাতা: শীত পড়ার মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের...

যুদ্ধবিরতি শেষ হতে না হতেই গাজায় ভারী বোমাবর্ষণ শুরু ইজরায়েলের!

ইজরায়েল-হামাস যুদ্ধে আবারও শুরু বোমাবর্ষণ। শুক্রবার উভয়ের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হয়েছে। মধ্যস্থতাকারী কাতার...

দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল: টেস্টে রোহিত, একদিনের ম্যাচে রাহুল, টি২০-তে সূর্যকুমার অধিনায়ক

মুম্বই: দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের পুরুষ ক্রিকেট দল ঘোষণা করল ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড...

আরও পড়ুন

রাজস্থানে বুক ধুকপুক গহলৌতের, তেলঙ্গানায় সিংহাসন টলমল কেসিআরের, প্রকাশিত ৫ রাজ্যের বুথফেরত সমীক্ষা

নয়াদিল্লি: পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের শেষ দিনে এ বার চর্চায় বুথফেরত সমীক্ষা। মধ্যপ্রদেশ, রাজস্থান,...

উদ্ধার হওয়া শ্রমিকরা সুস্থ, যে কোনো সময়ে বাড়ি ফিরে যেতে পারেন, জানাল এইমস  

হৃষীকেশ: সিলকিয়ারার সুড়ঙ্গ থেকে উদ্ধার হওয়া ৪১ জন শ্রমিক সবাই সুস্থ আছেন। তাঁরা যে...

তেলঙ্গানায় ভোটপর্ব মোটামুটি নির্বিঘ্ন,বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়ল ৫১.৮৯ শতাংশ

হায়দরাবাদ: ইভিএম মেশিনে গোলযোগ-সহ ছোটোখাটো দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ পর্ব শান্তিতেই...