Homeখবরদেশ'সনাতন ধর্ম ডেঙ্গু, ম্যালেরিয়ার মতোই', তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন পুত্রের মন্তব্যে জোর বিতর্ক

‘সনাতন ধর্ম ডেঙ্গু, ম্যালেরিয়ার মতোই’, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন পুত্রের মন্তব্যে জোর বিতর্ক

প্রকাশিত

নয়াদিল্লি: সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিনের মন্তব্য ঘিরে জোর বিতর্ক। শনিবার তিনি বলেন, সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচারের ধারণার বিরুদ্ধে এবং অবশ্যই “নির্মূল” করা উচিত।
এমনকী, সনাতন ধর্মকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গে তুলনা করেছেন স্টালিন-পুত্রের এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করছেন বিজেপি নেতারা।

সংবাদ সংস্থা এএনআই উদয়নিধির মন্তব্য উদ্ধৃত করে বলেছে, “সনাতন ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো এবং তাই এটাকে নির্মূল করা উচিত। এ নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত নয়”। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই মন্তব্য। অনেকে তামিলনাড়ুর মন্ত্রীর বিরুদ্ধে মামলা করার দাবিও তুলেছেন।

বিজেপি নেতা অমিত মালব্য এক্স (আগের টুইটার)-এর একটি পোস্ট লেখেন, “রাহুল গান্ধী ‘মহব্বত কি দুকান’-এর কথা বলেন কিন্তু কংগ্রেসের বন্ধু ডিএমকে-এর উত্তরসূরি সনাতন ধর্মকে নির্মূল করার কথা বলেন। কংগ্রেসের নীরবতা এই গণহত্যার আহ্বানকে সমর্থনই জানাচ্ছে। ইন্ডিয়া জোটকে এক বার সুযোগ দিলে ভারতবর্ষের সহস্রাব্দের পুরনো সভ্যতাকে ধ্বংস করে দেবে”।

ঘটনায় প্রকাশ, লেখকদের একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন উদয়নিধি। সনাতন ধর্ম সম্পর্কে তাঁর এহেন মূল্যায়নের কারণ হিসেবে তিনি বলেন, এই ধারণা সভ্যতাকে পিছনের দিকে ঠেলে দেয়। জাতি ও লিঙ্গের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে এবং এটি মৌলিকভাবে সাম্য ও সামাজিক ন্যায়বিচারের বিরোধী।

মালব্যের মন্তব্যের জবাবে তিনি লেখেন, “আমি কখনোই সনাতন ধর্মের অনুসারী লোকদের গণহত্যার ডাক দিইনি। সনাতন ধর্ম এমন একটি নীতি যা জাতি ও ধর্মের নামে মানুষকে বিভক্ত করে। সনাতন ধর্মকে উৎখাত করা মানবতা ও মানবিক সমতাকে সমুন্নত করে। আমার বলা কোনো কথা থেকেই আমি নড়ছি না। আমি নির্যাতিত ও প্রান্তিকদের পক্ষে কথা বলেছি, যারা সনাতন ধর্মের কারণে ভুগছেন”।

তিনি আরও বলেন, “আমি পেরিয়ার এবং অম্বেডকরের বিস্তৃত লেখাগুলি তুলে ধরতে তৈরি। তাঁরা সনাতন ধর্ম এবং সমাজের উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে গভীর গবেষণা করেছিলেন। আমাকে আমার বক্তৃতার গুরুত্বপূর্ণ দিকটি দেখুন। আমার মনে হয়, সনাতন ধর্মের বিস্তার কোভিড-১৯, ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগের বিস্তারের মোই। যে সনাতন ধর্ম অনেক সামাজিক মন্দের জন্য দায়ী”।

আরও পড়ুন: এশিয়া কাপ: ভারতের ইনিংসের পর বৃষ্টির জন্য খেলা বাতিল, পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।