Homeখবরদেশ'সনাতন ধর্ম ডেঙ্গু, ম্যালেরিয়ার মতোই', তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন পুত্রের মন্তব্যে জোর বিতর্ক

‘সনাতন ধর্ম ডেঙ্গু, ম্যালেরিয়ার মতোই’, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন পুত্রের মন্তব্যে জোর বিতর্ক

প্রকাশিত

নয়াদিল্লি: সনাতন ধর্ম নিয়ে তামিলনাড়ুর মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের ছেলে উদয়নিধি স্টালিনের মন্তব্য ঘিরে জোর বিতর্ক। শনিবার তিনি বলেন, সনাতন ধর্ম সামাজিক ন্যায়বিচারের ধারণার বিরুদ্ধে এবং অবশ্যই “নির্মূল” করা উচিত।
এমনকী, সনাতন ধর্মকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগের সঙ্গে তুলনা করেছেন স্টালিন-পুত্রের এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করছেন বিজেপি নেতারা।

সংবাদ সংস্থা এএনআই উদয়নিধির মন্তব্য উদ্ধৃত করে বলেছে, “সনাতন ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো এবং তাই এটাকে নির্মূল করা উচিত। এ নিয়ে কোনো দ্বিমত থাকা উচিত নয়”। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এই মন্তব্য। অনেকে তামিলনাড়ুর মন্ত্রীর বিরুদ্ধে মামলা করার দাবিও তুলেছেন।

বিজেপি নেতা অমিত মালব্য এক্স (আগের টুইটার)-এর একটি পোস্ট লেখেন, “রাহুল গান্ধী ‘মহব্বত কি দুকান’-এর কথা বলেন কিন্তু কংগ্রেসের বন্ধু ডিএমকে-এর উত্তরসূরি সনাতন ধর্মকে নির্মূল করার কথা বলেন। কংগ্রেসের নীরবতা এই গণহত্যার আহ্বানকে সমর্থনই জানাচ্ছে। ইন্ডিয়া জোটকে এক বার সুযোগ দিলে ভারতবর্ষের সহস্রাব্দের পুরনো সভ্যতাকে ধ্বংস করে দেবে”।

ঘটনায় প্রকাশ, লেখকদের একটি সম্মেলনে যোগ দিয়েছিলেন উদয়নিধি। সনাতন ধর্ম সম্পর্কে তাঁর এহেন মূল্যায়নের কারণ হিসেবে তিনি বলেন, এই ধারণা সভ্যতাকে পিছনের দিকে ঠেলে দেয়। জাতি ও লিঙ্গের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে এবং এটি মৌলিকভাবে সাম্য ও সামাজিক ন্যায়বিচারের বিরোধী।

মালব্যের মন্তব্যের জবাবে তিনি লেখেন, “আমি কখনোই সনাতন ধর্মের অনুসারী লোকদের গণহত্যার ডাক দিইনি। সনাতন ধর্ম এমন একটি নীতি যা জাতি ও ধর্মের নামে মানুষকে বিভক্ত করে। সনাতন ধর্মকে উৎখাত করা মানবতা ও মানবিক সমতাকে সমুন্নত করে। আমার বলা কোনো কথা থেকেই আমি নড়ছি না। আমি নির্যাতিত ও প্রান্তিকদের পক্ষে কথা বলেছি, যারা সনাতন ধর্মের কারণে ভুগছেন”।

তিনি আরও বলেন, “আমি পেরিয়ার এবং অম্বেডকরের বিস্তৃত লেখাগুলি তুলে ধরতে তৈরি। তাঁরা সনাতন ধর্ম এবং সমাজের উপর এর নেতিবাচক প্রভাব নিয়ে গভীর গবেষণা করেছিলেন। আমাকে আমার বক্তৃতার গুরুত্বপূর্ণ দিকটি দেখুন। আমার মনে হয়, সনাতন ধর্মের বিস্তার কোভিড-১৯, ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগের বিস্তারের মোই। যে সনাতন ধর্ম অনেক সামাজিক মন্দের জন্য দায়ী”।

আরও পড়ুন: এশিয়া কাপ: ভারতের ইনিংসের পর বৃষ্টির জন্য খেলা বাতিল, পাকিস্তানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।