Homeখবরদেশরামায়ণ নিয়ে ব্যঙ্গ নাটক! লক্ষাধিক টাকা জরিমানা বম্বে আইআইটির আট পড়ুয়াকে

রামায়ণ নিয়ে ব্যঙ্গ নাটক! লক্ষাধিক টাকা জরিমানা বম্বে আইআইটির আট পড়ুয়াকে

প্রকাশিত

আইআইটি বম্বের আট পড়ুয়া রামায়ণের প্যারোডি নাটক মঞ্চস্থ করার অভিযোগে শাস্তির মুখে পড়েছেন। গত ৩১ মার্চ, আইআইটি বম্বের ‘পারফর্মিং আর্ট ফেস্টিভ্যাল (পিএএফ)’ এ ‘রাহোভান’ নামে একটি নাটক মঞ্চস্থ করেন অভিযুক্ত পড়ুয়ারা, যা হিন্দু মহাকাব্য রামায়ণের প্যারোডি হিসাবে বিবেচিত হয়েছে। এই নাটকটির মাধ্যমে হিন্দুদের বিশ্বাস এবং দেবতাদের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় আইআইটি বম্বের কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিয়েছেন। চার পড়ুয়াকে এক লক্ষ ২০ হাজার টাকা করে এবং অন্য চার জনকে ৪০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়াও, কয়েক জন পড়ুয়ার হস্টেল ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অভিযোগকারী পড়ুয়াদের দাবি ছিল, রামায়ণের প্যারোডি নাটকটি হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং নারীবাদী প্রচারের আড়ালে প্রধান চরিত্রগুলিকে নিয়ে মজা করে সাংস্কৃতিক মূল্যবোধকেও উপহাস করা হয়েছে। যদিও অন্য এক পক্ষের মতে, নারীর দৃষ্টিভঙ্গিতে আদিবাসী সমাজের চিত্র তুলে ধরা হয়েছিল এই নাটকে। কাউকে অবমাননা করা হয়নি।

এই অভিযোগের ভিত্তিতে গত ৮ মে শৃঙ্খলা কমিটির বৈঠক হয় এবং ৪ জুন অভিযুক্ত পড়ুয়াদের শাস্তি ঘোষণা করা হয়। নির্দেশ দেওয়া হয়, ২০ জুলাইয়ের মধ্যে ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের অফিসে জরিমানার টাকা জমা দিতে হবে।

বিষয়টি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেকেই ওই আট পড়ুয়ার রুচি নিয়ে প্রশ্ন তুলে তাঁদের বিরুদ্ধে সমালোচনা করেছেন, আবার অনেকেই তাঁদের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন।

এই ঘটনাটি আইআইটি বম্বের মতো প্রতিষ্ঠানের জন্য একটি বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে এবং দেশের শিক্ষাঙ্গনে ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নাটক মঞ্চস্থ করার জন্য জরিমানার বহর নিয়েও প্রশ্ন উঠছে। 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

আরও পড়ুন

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...