Homeখবরদেশপ্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ায় ছাড় ফেরানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রবীণ নাগরিকদের ট্রেন ভাড়ায় ছাড় ফেরানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রকাশিত

নয়াদিল্লি: করোনাকালে প্রবীণ নাগরিকদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল ট্রেন ভাড়ার ছাড়। তা আর চালু করতে চায় না ভারতীয় রেল। শুক্রবার ট্রেন ভাড়ায় ছাড় ফেরানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট।

এমকে বালাকৃষ্ণানের দায়ের করা একটি আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এস কে কৌল এবং আহসানউদ্দিন আমানুল্লাহের বেঞ্চ জানায়, এটা (ট্রেন ভাড়ায় ছাড়) নীতিগত বিষয় এবং এর জন্য আদালত সরকারকে নির্দেশ দিতে পারে না।

সুপ্রিম কোর্ট নিজের পর্যবেক্ষণে বলেছে, “সংবিধানের ৩২ অনুচ্ছেদের আওতায় একটি পিটিশনে আদেশের রিট জারি করা এই আদালতের পক্ষে সঠিক হবে না। আর্থিক প্রভাব বিবেচনা করে এবং প্রবীণ নাগরিক এবং নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেয় সরকার।” আবেদনকারীর দাবি ফিরিয়ে বেঞ্চ বলেছে বয়স্কদের ছাড় দেওয়া রাষ্ট্রের ‘দায়বদ্ধতা’।

এর আগে, একটি সংসদীয় স্থায়ী কমিটি প্রবীণ নাগরিকদের দেওয়া ছাড়গুলি পুনরায় চালু করার সুপারিশ করেছিল। বিজেপি সাংসদ রাধামোহন সিংয়ের নেতৃত্বে রেলপথ মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টে এ কথা বলা হয়েছে।

তবে প্রবীণ নাগরিকরা মহামারির আগে ট্রেনের টিকিটে যে ছাড় পেতেন, তা আর পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে গত বছরেই জানিয়ে দিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মন্ত্রীর কথায়, বিভিন্ন ধরনের ভর্তুকি এবং বেতন বিলের কারণে উচ্চ ব্যয়ে ভুগছে রেল। যে কারণে, বর্তমান “পরিস্থিতি” বিবেচনায় রেখে প্রবীণদের জন্য সেই ছাড় এখনই ফিরছে না।

প্রসঙ্গত রেল মোট ৫৩ রকম ছাড় দিয়ে থাকে। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পরে ২০২০ সালের ২২ মার্চ অধিকাংশ ছাড় দেওয়া স্থগিত রাখা হয়। প্রতিবন্ধী, রোগী এবং ছাত্রছাত্রীদের জন্য ১৫ রকমের ছাড় চালু থাকে। এখনও সেই ব্যবস্থাই চলছে।

রেলের নিয়ম অনুযায়ী মহিলাদের ক্ষেত্রে ৫৮ বছর ও পুরুষের ক্ষেত্রে ৬০ বছরের বেশি বয়স হলেই এই ছাড়া দেওয়া হতো। মহিলাদের ক্ষেত্রে ভাড়ার ৫০ শতাংশ এবং পুরুষের ক্ষেত্রে ৪০ শতাংশ ছাড় পাওয়া যেত। যা করোনার সময় থেকে বন্ধ রয়েছে।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মামলা শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বড়ো নির্দেশ সুপ্রিম কোর্টের

সাম্প্রতিকতম

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

সফরে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটি সামাল দিতে দেশজুড়ে ৬,৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত রেলের

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর রেল সফরেও যান্ত্রিক বিভ্রাটের আশঙ্কা। আতঙ্ক দূর করতে ৬৩৭৪ প্রযুক্তিবিদ নিয়োগে চূড়ান্ত সিদ্ধান্ত নিল রেলবোর্ড। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে RRB।

Samsung-এর Z-আকৃতির Tri-Fold স্মার্টফোন! খুললেই ট্যাবলেট

স্যামসাং নিয়ে আসছে প্রথম Triple-Fold স্মার্টফোন। Z-আকৃতির ডিজাইন, খুললেই বড় ট্যাবলেট স্ক্রিন! ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে বাজারে আসতে পারে। দাম হতে পারে ২.৫–৩ লক্ষ টাকা।

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দিঘায় হোটেল ভাড়া বাড়তি, মুখ্যমন্ত্রীর নির্দেশে লাগাম টানতে কড়া পদক্ষেপ

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ও পরিবহণ ভাড়ায় ব্যাপক বৃদ্ধি। পর্যটকদের অভিযোগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন, ডিসপ্লে বোর্ডে হোটেল ভাড়ার তালিকা বাধ্যতামূলক।

আরও পড়ুন

লোকালে ১৬-২০ বগি! রেলমন্ত্রীর ঘোষণা, বাড়বে কামরা, কমবে বাদুড়ঝোলা ভিড়

১২ কোচের ট্রেনেও কমছে না ভিড়। এবার ১৬ ও ২০ বগির লোকাল ট্রেন আনছে রেলমন্ত্রক, জানালেন অশ্বিনী বৈষ্ণব। উপকৃত হবেন কলকাতা-সহ দেশের কোটি নিত্যযাত্রী।

জনগণনা এবার নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ, নিজেই তথ্য আপলোড করতে পারবেন পোর্টাল বা অ্যাপে

২০২৭ সালের মার্চে হবে ভারতের অষ্টম জনগণনা। শুরু হল হাউজ লিস্টিং প্রক্রিয়া। এবার ঘরে বসেই আপলোড করা যাবে তথ্য। তবে জাতিগণনা নিয়ে সরকারি নীরবতা ঘিরে প্রশ্ন কংগ্রেসের।

‘ওয়েটিং লিস্টে’ লাগাম! এবার নির্দিষ্ট সংখ্যায় মিলবে টিকিট, আধার বাধ্যতামূলক তৎকাল বুকিংয়ে

রেলযাত্রীদের জন্য বড় সিদ্ধান্ত! এবার ‘ওয়েটিং লিস্টে’ টিকিট কাটার ক্ষেত্রেও লাগু হচ্ছে সীমা। পাশাপাশি...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে