Homeখবরদেশ২৩ বার ব্যর্থ, অবশেষে তিনি পারলেন, প্রমাণ করলেন চেষ্টা করলে সবই হয়

২৩ বার ব্যর্থ, অবশেষে তিনি পারলেন, প্রমাণ করলেন চেষ্টা করলে সবই হয়

প্রকাশিত

জবলপুর (মধ্যপ্রদেশ): শেষ পর্যন্ত তিনি পারলেন। তাঁর বাড়ি নেই, পরিবার নেই, সঞ্চয় নেই, বাঁধা কোনো চাকরি নেই। কিন্তু এখন তিনি গর্ব করে বলতে পারেন, “মেরে পাস ডিগ্রি হ্যায়”। তিনি রাজকরণ বরউয়া। ২৫ বছরের চেষ্টায় হলেন অঙ্কে এমএসসি।

৫৬ বছরের রাজকরণ জীবনের প্রায় অর্ধেকটা কাটিয়ে দিলেন তাঁর স্বপ্নপূরণের জন্য। ২৩ বার তিনি ব্যর্থ হয়েছেন এমএসসি পরীক্ষায়। কিন্তু হাল ছাড়েননি। এরই মাঝে সিকিউরিটি গার্ড হিসাবে ডাবল শিফ্‌টে ডিউটি করে গিয়েছেন, করেছেন নানা রকম সব কাজ। তবু তিনি ভালোবাসাটা বাঁচিয়ে রেখেছিলেন এবং অবশেষে ২০২১ পেলেন তাঁর কাঙ্ক্ষিত ডিগ্রি – অঙ্কে এমএসসি।

“কিন্তু স্বপ্নপূরণের এই আনন্দটা আমি ঘরে বসেই উদযাপন করলাম। লাফিয়ে উঠেছি, নিজেকেই বাহবা দিয়েছি। কিন্তু ঘরের বাইরে যেতে পারিনি, কাউকে বলতেও পারিনি। বললেই আমার চাকুরিদাতারা আমার দৃষ্টান্ত দিয়ে নিজেদের সন্তানদের বিদ্রূপ করবেন। তাঁরা আমাকে দেখিয়ে বলবেন, দেখো এই বয়সেই পড়ে চলেছে। আমি ওঁদের বিব্রত করতে চাইনি। তাই নিজে নিজেই এই সাফল্য উদযাপন করেছি আর নিজের মধ্যেই সব কিছু রেখে দিয়েছি”, এ কথা বলেন রাজকরণ।

রাজকরণ স্পষ্ট জানিয়ে দেন, “এখন আমি চাকরি ছেড়ে দিয়েছি। এ বার আমি সবাইকে বলে বেড়াতে পারি।”

এরই মাঝে এই রাজকরণকে নিয়ে ২০১৫ সালে ‘দ্য টাইমস অভ ইন্ডিয়া’য় একটা রিপোর্ট বেরিয়েছিল। সেই রিপোর্ট রাজকরণকে এগিয়ে যেতে আরও উদ্বুদ্ধ করেছিল। “সেটা ছিল আমার ১৮ বার চেষ্টার বছর। মানসিক ভাবে খুব ভেঙে পড়েছিলাম। তার পরই রিপোর্টটা বেরোল। দেখলাম মানুষ আমাকে অন্য চোখে দেখছে। আমার খোঁজে টিভি চ্যানেলগুলো এল। এই ব্যাপারটা আমাকে ব্যাপক উৎসাহ জুগিয়েছিল”, বলছিলেন রাজকরণ।

মাসিক ৫০০০ টাকা বেতনে রাজকরণ রাত্রে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। দিনের বেলায় বসে থাকতেন না। থাকা, খাওয়া এবং মাসিক দেড় হাজার বিনিময়ে একটা বাংলোবাড়ির দেখভাল করতেন। “কোনো রকমে পেট চালাতাম। কিন্তু গত ২৫ বছরে বই কেনা, পরীক্ষার ফি দেওয়া, এমএসসি ডিগ্রি পাওয়ার জন্য আর যা যা খরচ করা, সব মিলিয়ে আমার মনে হয় ২ লক্ষ টাকারও বেশি খরচ হয়েছে”, বলেন রাজকরণ। তাঁর কথায়, “আমি শুধু চেয়েছিলাম পরীক্ষাটায় পাশ করতে। আমাকে যেন বলা হয় ম্যাথামেটিক্সে পোস্ট গ্র্যাজুয়েট।”

কিন্তু বিয়ে করলেন না কেন? – রাজকরণ হতবাক, “বিয়ে? আমাকে কে বিয়ে করবে? তা ছাড়া আমার তো বিয়ে হয়ে গেছে। আমি তো আমার স্বপ্নকে বিয়ে করেছি।”

কিন্তু অঙ্কে স্নাতকোত্তর পাওয়ার জন্য এত উতলা কেন? – “১৯৯৬-তে এমএ করার পর আমি একটি স্কুলের সঙ্গে যুক্ত হই। এবং সেখানকার ছাত্রদের সঙ্গে আমার কথা হত। আমি বাচ্চাদের যে ভাবে অঙ্ক শেখাই তাতে আমার সহকর্মীরা আমার প্রশংসা করতেন। তখনই ভাবলাম, আচ্ছা অঙ্কে এমএসসি করলে কেমন হয়। সেই দিনগুলোতে ইলেকটিভ সাবজেক্টেও পোস্ট গ্র্যাজুয়েশন করা যেত। আমি জবলপুরের রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে অঙ্কে এমএসসি কোর্সে ভরতি হওয়ার আবেদন করি। এবং সেই আবেদন গ্রাহ্য হয়”, জানান রাজকরণ।

রাজকরণ বুঝতে পারেননি কতটা শক্ত হবে এই কোর্স। আসলে তখন জানতেনও না, ‘২৫ বছরের তপস্যা’ শুরু হল। “আমি যে এতটাই দৃঢ়প্রতিজ্ঞ ছেলে সেটা তখন বুঝতে পারিনি”, হাসতে হাসতে বললেন রাজকরণ।

“১৯৯৭-এ এমএসসি ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিলাম। পাশ করতে পারলাম না। পরবর্তী দশ বছরে অঙ্ক বিষয়ক পাঁচটি পত্রের মাত্র একটিতে আমি পাশ করি। কিন্তু কখনও হাল ছাড়িনি। লোকে কী বলছে তা নিয়ে আমার মাথাব্যথা ছিল না। আমার মন ছিল আমার স্বপ্নের দিকে। এর পর আমি দুটো পত্রে পাশ করলাম। শেষ পর্যন্ত ২০২০-এ কোভিড অতিমারির সময়ে আমি এমএসসি ফার্স্ট ইয়ারের পরীক্ষা পাশ করি। আর ২০২১-এই সেকেন্ড তথা ফাইনাল ইয়ারের পরীক্ষায় পাশ করি। নিজেকে নিয়ে আমি গর্ব অনুভব করি”, বললেন রাজকরণ।

তাহলে রাজকরণ কী শিখেছেন এত দিনে? “চেষ্টা আর ধৈর্য্য। চেষ্টা আর ধৈর্য্য আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে”, নিজের কাহিনি শুনিয়ে স্পষ্ট বললেন রাজকরণ।

তথ্যসূত্র: দ্য টাইমস অভ ইন্ডিয়া

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

আরও পড়ুন

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।