Homeখবরদেশবিদ্যালয়ের খাবার খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া, কেরলের ঘটনায় চাঞ্চল্য

বিদ্যালয়ের খাবার খেয়ে অসুস্থ একাধিক পড়ুয়া, কেরলের ঘটনায় চাঞ্চল্য

প্রকাশিত

কেরল : বিদ্যালয়ের খাবার খেয়ে অসুস্থ আবাসিকের পড়ুয়ারা। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৬০ জন পড়ুয়া। ঘটনা উত্তর কেরলের জওহর নবোদয় বিদ্যালয়ের। চিকিৎসকদের অনুমান, ফুড পয়জনিং-এর জেরে অসুস্থ হয়ে পড়েছে একাধিক পড়ুয়া। শনিবার থেকে দেখা দিয়েছে এই সমস্যা। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে অসুস্থ পড়ুয়াদের সংখ্যা।

সূত্র মারফত জানা যাচ্ছে, এই আবাসিক স্কুলে রয়েছে মোট ৪৮৬ জন পড়ুয়া। ছাত্র-ছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনার পরেই খতিয়ে দেখা হয়েছে স্কুলের রান্নাঘর। যদিও জানা যাচ্ছে রান্না ঘরে পাওয়া যায়নি পচা কোনও খাবার।

ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে জেলা ফুড সেফটি দফতরের এক আধিকারিক জানান,’আবাসিক স্কুলের খাবার খেয়ে যদি ঘটনাটি ঘটতো তাহলে আরও পড়ুয়া অসুস্থ হয়ে পড়তো। চিকিৎসকদের কথা অনুযায়ী অনেকের শরীরে রয়েছে জল শূন্যতা’।

গত মাসে খাবারে বিষক্রিয়ার একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছিল। খবরের শিরোনামে উঠে এসেছিল কেরলের নাম। এমনকি এই ঘটনার ফেরে মৃত্যু হয়েছিল একজনের। আর এবার আবাসিকে থাকা পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে। ঘটনায় স্বাভাবিকভাবে উদ্বেগ ছড়িয়েছে ছাত্র এবং অভিভাবকদের মধ্যে।

যদিও হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে অনেক পড়ুয়াই সুস্থ হয়ে উঠেছে। বেশ কিছু পড়ুয়ার চিকিৎসা চলছে। তবে কিভাবে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ল তা তদন্ত করে দেখছেন খাদ্য সেফটি দফতরের আধিকারিকরা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।