কেরল : বিদ্যালয়ের খাবার খেয়ে অসুস্থ আবাসিকের পড়ুয়ারা। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় ৬০ জন পড়ুয়া। ঘটনা উত্তর কেরলের জওহর নবোদয় বিদ্যালয়ের। চিকিৎসকদের অনুমান, ফুড পয়জনিং-এর জেরে অসুস্থ হয়ে পড়েছে একাধিক পড়ুয়া। শনিবার থেকে দেখা দিয়েছে এই সমস্যা। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে অসুস্থ পড়ুয়াদের সংখ্যা।
সূত্র মারফত জানা যাচ্ছে, এই আবাসিক স্কুলে রয়েছে মোট ৪৮৬ জন পড়ুয়া। ছাত্র-ছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনার পরেই খতিয়ে দেখা হয়েছে স্কুলের রান্নাঘর। যদিও জানা যাচ্ছে রান্না ঘরে পাওয়া যায়নি পচা কোনও খাবার।
ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে জেলা ফুড সেফটি দফতরের এক আধিকারিক জানান,’আবাসিক স্কুলের খাবার খেয়ে যদি ঘটনাটি ঘটতো তাহলে আরও পড়ুয়া অসুস্থ হয়ে পড়তো। চিকিৎসকদের কথা অনুযায়ী অনেকের শরীরে রয়েছে জল শূন্যতা’।
গত মাসে খাবারে বিষক্রিয়ার একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছিল। খবরের শিরোনামে উঠে এসেছিল কেরলের নাম। এমনকি এই ঘটনার ফেরে মৃত্যু হয়েছিল একজনের। আর এবার আবাসিকে থাকা পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ছে। ঘটনায় স্বাভাবিকভাবে উদ্বেগ ছড়িয়েছে ছাত্র এবং অভিভাবকদের মধ্যে।
যদিও হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, বর্তমানে অনেক পড়ুয়াই সুস্থ হয়ে উঠেছে। বেশ কিছু পড়ুয়ার চিকিৎসা চলছে। তবে কিভাবে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ল তা তদন্ত করে দেখছেন খাদ্য সেফটি দফতরের আধিকারিকরা।