Homeখবরদেশভারতে তীব্র তাপপ্রবাহে ২৪,৮৪৯ হিট স্ট্রোক, ৫৬ মৃত্যু, বলছে এনসিডিসি রিপোর্ট

ভারতে তীব্র তাপপ্রবাহে ২৪,৮৪৯ হিট স্ট্রোক, ৫৬ মৃত্যু, বলছে এনসিডিসি রিপোর্ট

প্রকাশিত

ভারতে চলতি বছরে তীব্র তাপপ্রবাহের প্রভাবে ২৪,৮৪৯ জনের হিট স্ট্রোক এবং ৫৬ জনের মৃত্যু হয়েছে। এই তথ্য ন্যাশনাল সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) এর একটি সমীক্ষা রিপোর্ট থেকে জানা গিয়েছে। এনসিডিসি’র ন্যাশনাল হিট-রিলেটেড ইলনেস অ্যান্ড ডেথ সার্ভেইল্যান্স প্রোগ্রামের মাধ্যমে এই পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে, যা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনে পরিচালিত হয়।

মে মাস সবচেয়ে বিপজ্জনক প্রমাণিত হয়েছে, এই মাসে ৪৬টি তাপজনিত কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে, মে মাসে সর্বাধিক ১৯,১৮৯ টি হিট স্ট্রোকের ঘটনা রিপোর্ট করা হয়েছে।

ভারতের উত্তর, উত্তর-পূর্ব এবং পশ্চিম অঞ্চলে তীব্র তাপপ্রবাহের ফলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এনসিডিসি’র পরিসংখ্যান অনুযায়ী, মধ্যপ্রদেশে সর্বাধিক ১৪জনের মৃত্যু হয়েছে, তারপরে রয়েছে মহারাষ্ট্র। সে রাজ্যে তাপপ্রবাহে ১১ জনের মৃত্যু হয়েছে। তেলেঙ্গানা, রাজস্থান এবং ওড়িশায় প্রতিটি রাজ্যে ৫টি করে হিট স্ট্রোকের মৃত্যু রিপোর্ট করা হয়েছে।

উত্তর প্রদেশ, যা সবচেয়ে জনবহুল রাজ্য, সেখানে ১,৪৩৩ জন হিট স্ট্রোকে ঘটনা আক্রান্ত  হয়েছে, তবে কোনও মৃত্যু ঘটেনি সেখানে। এই পরিসংখ্যান ইঙ্গিত করে যে, সেখানে তাপজনিত মৃত্যুর সংখ্যা কম হলেও সতর্কতার প্রয়োজনীয়তা রয়েছে।

২০১৫ সাল থেকে, এনসিডিসি’র ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইল্যান্স প্রোগ্রাম তাপজনিত অসুস্থতা এবং মৃত্যুর তথ্য সংগ্রহ করে আসছে। স্বাস্থ্য মন্ত্রকের এক কর্তা বলেন, “এই সংখ্যা পরিবর্তনশীল এবং এনসিডিসি প্রতিদিন রাজ্যগুলির শেয়ার করা পরিসংখ্যানের ভিত্তিতে আপডেট হচ্ছে। এই সংখ্যা আগামী কয়েক সপ্তাহে বাড়তে পারে।”

দেশের বিভিন্ন অঞ্চলে এই তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনগণকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। পর্যাপ্ত জল পান করা, ছায়ায় থাকা এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

৪৫ ঘণ্টার ধ্যান শেষে বিবেকানন্দ রক থেকে বেরোলেন মোদী

ইন্ডিয়া জোট ২৯৫টি আসন পাচ্ছেই, দাবি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের

সপ্তম দফায় বিকেল ৫টা পর্যন্ত বাংলায় সর্বোচ্চ ভোটদান, বিহারে সবচেয়ে কম

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাবুবাগানের পুজোয় রাজপ্রাসাদে বাংলার লোকসংস্কৃতির মিলনমেলা

দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বাবুবাগানের দুর্গাপুজোয় এবছর থিম বাংলার লোকসংস্কৃতি। বিশালাকার রাজপ্রাসাদের আদলে গড়ে উঠছে মণ্ডপ, যেখানে বিভিন্ন লোকশিল্পী নৃত্য-গানে মুখরিত করবেন পরিবেশ।

মহালয়া থেকে দেবীপক্ষের প্রথম দু’দিন: দক্ষিণবঙ্গে টুকটাক বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা

দেবীপক্ষের শুরুতে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা। ২৩ সেপ্টেম্বরের পর নিম্নচাপের গতিপথেই নির্ভর করবে পুজোর আবহাওয়া।

বৃহস্পতিবার থেকে শহরের বাজারে বাংলাদেশের ইলিশ, দাম শুনেই চোখ কপালে উঠবে

বিশ্বকর্মা পুজোর ছুটিতে সামান্য দেরি হলেও মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত প্রায় ৫০ টন ইলিশ ঢুকল পেট্রাপোলে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার পাইকারি ও খুচরো বাজারে বিক্রি শুরু হবে।

বিদ্যাসাগর সেন্ট্রালের পুজোয় অভিনব থিম: ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন দুর্গোৎসবে এবছরের থিম ‘জীবনের মূল রঙ — এক বিন্দু জল’। শিল্পী বিভাস মুখোপাধ্যায়ের সৃজনে মণ্ডপসজ্জায় উঠে আসছে জল সংরক্ষণের বার্তা।

আরও পড়ুন

ওয়াকফ সংশোধিত আইন নিয়ে সুপ্রিম কোর্ট: কী স্থগিত, কী বহাল

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইন ২০২৫-এর কয়েকটি ধারায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল। জেলা কালেক্টরের ক্ষমতা, পাঁচ বছরের ইসলাম চর্চার শর্ত ও বোর্ডে অ-মুসলিম সদস্যের সংখ্যা সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

১ অক্টোবর থেকে বদল আসছে অনলাইন টিকিট বুকিং নিয়মে, প্রথম ১৫ মিনিট বরাদ্দ শুধুই আধার-লিঙ্কড ব্যবহারকারীদের জন্য

১ অক্টোবর থেকে আইআরসিটিসি-র নতুন নিয়মে সাধারণ রিজার্ভেশন খোলার পর প্রথম ১৫ মিনিট আধার সংযুক্ত ব্যবহারকারীরাই টিকিট বুক করতে পারবেন। এজেন্টরা প্রথম ১০ মিনিট বুকিং করতে পারবেন না।

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।