Homeখবরদেশলক্ষাধিক ভক্তের ভিড়ে হুড়োহুড়ি! লায়রাই যাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ৬ জনের,...

লক্ষাধিক ভক্তের ভিড়ে হুড়োহুড়ি! লায়রাই যাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যু অন্তত ৬ জনের, প্রশাসনের ‘হালকা মনোভাব’ নিয়ে উঠছে প্রশ্ন

প্রকাশিত

ধর্মীয় আবেগের ঢেউ যখন লক্ষাধিক মানুষের ভিড়ে পরিণত হয়, তখন তার সঠিক নিয়ন্ত্রণ না থাকলে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়। গোয়ার শিরগাঁওয়ে শনিবার ঠিক এমনটাই ঘটল। লায়রাই দেবীর যাত্রায় ভোররাতে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের, আহত হয়েছেন ৩০ জনেরও বেশি। গুরুতর অবস্থায় ৮ জনকে চিকিৎসাধীন রাখা হয়েছে, যাঁদের মধ্যে ২ জনকে গোয়া মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পিছনে প্রশাসনিক গাফিলতিরই অভিযোগ উঠছে। 

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবারের মতো এবারও গোয়া, মহারাষ্ট্র ও কর্ণাটক থেকে হাজার হাজার ভক্ত জমায়েত হয়েছিলেন এই ঐতিহ্যবাহী উৎসবে। অথচ, এত বড় জমায়েতের জন্য আগে থেকেই কোনও পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা, জরুরি পরিষেবা বা রুট ম্যানেজমেন্টের ছাপ ছিল না বলে অভিযোগ স্থানীয়দের।

দুর্ঘটনার পর গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত ও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রানে দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে ছুটে যান। আহতদের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী জানান, “ঘটনায় আমি শোকাহত। হাসপাতালে এসে আহতদের পাশে দাঁড়িয়েছি। সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মুখ্যমন্ত্রী সাওয়ন্তের সঙ্গে ফোনে কথা বলেন ও গোটা পরিস্থিতির খোঁজ নেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ঘটনার পর জরুরি পরিষেবা চালু করা হয়েছে। ১০৮ অ্যাম্বুল্যান্স পরিষেবার মাধ্যমে ৫টি অ্যাম্বুল্যান্স দুর্ঘটনাস্থলে পৌঁছয় ও আরও ৩টি রাখা হয় জেলা হাসপাতালে। চিকিৎসার জন্য আইসিইউ, ভেন্টিলেটরসহ সমস্ত ব্যবস্থাই নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।

তবে ঘটনার গভীরে গিয়ে দেখা যাচ্ছে, এত বড় উৎসব আয়োজনের আগে প্রশাসনের তরফে যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতির ঘাটতি ছিল। বরাবরের মতো এবারে তীর্থযাত্রার নিরাপত্তা ব্যবস্থাপনায় ‘হালকা’ মনোভাবই বিপদের কারণ হয়ে দাঁড়াল কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন।

স্থানীয় সূত্রে দাবি, ভিড় নিয়ন্ত্রণের জন্য না ছিল পর্যাপ্ত ব্যারিকেড, না ছিল কার্যকর রুট ম্যাপ বা পর্যাপ্ত স্বেচ্ছাসেবক। তাছাড়া, পুলিশ ও সিভিল ডিফেন্সের উপস্থিতিও ছিল প্রশ্নবিদ্ধ।

ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। কিন্তু, এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল— ধর্মীয় বা সামাজিক উৎসবে ভিড় নিয়ন্ত্রণে প্রশাসনিক উদাসীনতা কতটা বিপজ্জনক হতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?

LIC পলিসি নেবেন না হেলথ ইন্স্যুরেন্স? জীবন বিমা পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়, আর হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য খরচ কভার করে। কোনটা আপনার জন্য সঠিক, জেনে নিন তুলনামূলক বিশ্লেষণে।

কেন্দ্রীয় হারে ডিএ দেয় না ১২ রাজ্য! সুপ্রিম কোর্ট তালিকা দিয়ে জানাল রাজ্য, বেশিরভাগ বিজেপি শাসিত

সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে জানাল পশ্চিমবঙ্গ, দেশের অন্তত ১২টি রাজ্য কেন্দ্রীয় হারে ডিএ দেয় না। রাজ্যের দাবি, ডিএ কোনও মৌলিক অধিকার নয়, তা নির্ভর করে আর্থিক সামর্থ্য ও নীতির উপর। মামলাকারীরা পাল্টা জবাব দেবেন শীঘ্রই।

পুজোর মুখে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, উত্তাল হতে পারে সমুদ্র

পুজো ঘনিয়ে আসতেই দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। ২৫ সেপ্টেম্বর থেকে উত্তাল হতে পারে সমুদ্র, মৎস্যজীবীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। উত্তরবঙ্গে বৃষ্টি কমছে।

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

আরও পড়ুন

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

‘পারিবারিক বিপর্যয় ঘটতে পারে’, H1-B ভিসায় আমেরিকার নতুন নিয়মের প্রতিক্রিয়ায় বলল ভারত

আমেরিকার নতুন H1-B ভিসা সংক্রান্ত সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানাল ভারত সরকার। শনিবার বিদেশ মন্ত্রক জানায়,...

রেল যাত্রীদের স্বস্তি, কমল ‘রেল নিড়’ জলের দাম

রেলযাত্রীদের জন্য সুখবর। ২২ সেপ্টেম্বর থেকে ‘রেল নিড়’-এর দাম এক লিটার বোতলে ১৫ টাকা থেকে ১৪ টাকা, আর অর্ধলিটার বোতলে ১০ টাকা থেকে ৯ টাকা করা হল। অন্য ব্র্যান্ডের বোতল জলের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই সিদ্ধান্ত।