Homeখবরদেশগৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

গৌরী লঙ্কেশ হত্যা মামলার অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর জালনা পুরসভার কাউন্সিলর নির্বাচিত

প্রকাশিত

মহারাষ্ট্র: সাংবাদিক-সমাজকর্মী গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে অভিযুক্ত শ্রীকান্ত পাঙ্গারকর মহারাষ্ট্রের জালনা পুরনিগমে কাউন্সিলর হিসেবে জয়ী হলেন। শুক্রবার (১৬ জানুয়ারি, ২০২৬) ভোটগণনার ফল প্রকাশিত হলে দেখা যায়, জালনা পুরনিগমের ১৩ নম্বর ওয়ার্ড থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় ছিনিয়ে নিয়েছেন তিনি।

ভোটগণনা সূত্রে জানা গিয়েছে, শ্রীকান্ত পাঙ্গারকর পেয়েছেন ২,৬৬১টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাওসাহেব ধোবলে পেয়েছেন ২,৪৭৭টি ভোট। মাত্র ১৮৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন পাঙ্গারকর। শিবসেনা ছাড়া প্রায় সব বড় রাজনৈতিক দলই তাঁর বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়েছিল।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে গুলি করে খুন করা হয় গৌরী লঙ্কেশকে। এই ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়। তদন্তের পর ২০১৮ সালের অগস্টে মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা (এটিএস) শ্রীকান্ত পাঙ্গারকরকে বিস্ফোরক আইন, বিস্ফোরক দ্রব্য আইন এবং ইউএপিএ-র ধারায় গ্রেফতার করে। পরে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কর্ণাটক হাই কোর্ট তাঁর জামিন মঞ্জুর করে।

রাজনৈতিক জীবনে পাঙ্গারকর নতুন নন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি জালনা পুরসভার সদস্য ছিলেন, তখন শিবসেনা অবিভক্ত ছিল। ২০১১ সালে শিবসেনার টিকিট না পাওয়ার পরে তিনি ডানপন্থী সংগঠন হিন্দু জনজাগৃতি সমিতিতে যোগ দেন। নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়েন তিনি।

এদিকে, সামগ্রিকভাবে জালনা পুরনিগমে নিয়ন্ত্রণ দখলের দিকে এগোচ্ছে বিজেপি বলেই ভোটগণনার প্রবণতায় ইঙ্গিত মিলেছে।  বিএমসি বা বৃহন্মুম্বইয়ে বিজেপি এবং শিণ্ডে সেনা জোটের জয়জয়কার। মহারাষ্ট্রের ২৯টি পুরসভায় ভোট গণনা এখনও চলছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় ফের অগ্নিকাণ্ড, তপসিয়ার সোফা কারখানায় আগুন; ১১টি ইঞ্জিনে লড়াই দমকলের

কলকাতার তপসিয়ায় একটি সোফা কারখানায় ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১১টি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

উত্তরবঙ্গকে টেক্কা দিল দক্ষিণবঙ্গের দাপুটে শীত, কলকাতায় পারদ ১২.৫; কী বলছে পূর্বাভাস?

দক্ষিণবঙ্গেই শীতের দাপট। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রিতে। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা জারি। আগামী দিনে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

এসআইআর তালিকায় সংশোধনে আরও সময় বাড়ল কমিশন, কতদিন পর্যন্ত করা যাবে আবেদন?

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ভোটার তালিকার খসড়ায় ভুল সংশোধনের সময়সীমা আরও চার দিন বাড়াল নির্বাচন কমিশন। আবেদন করা যাবে ১৯ জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশ ১৪ ফেব্রুয়ারি।

আই-প্যাক তল্লাশিতে বাধার অভিযোগ: মমতা বন্দ্যোপাধ্যায় ও শীর্ষ পুলিশকর্তাদের নোটিশ সুপ্রিম কোর্টের, ইডি-র বিরুদ্ধে এফআইআর স্থগিত

খবর অনলাইন ডেস্ক: রাজ্যের রাজনৈতিক নেতৃত্ব ও কেন্দ্রীয় তদন্ত সংস্থার সংঘাতকে কেন্দ্র করে গুরুতর...

আরও পড়ুন

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

২০২৫ সালে জে-১০সিই যুদ্ধবিমানের প্রথম যুদ্ধসাফল্যের আনুষ্ঠানিক দাবি চিনের, পাকিস্তানকে রপ্তানি করা হয়েছিল বিমানগুলি

পাকিস্তানে রপ্তানি করা চীনা জে-১০ সিই যুদ্ধবিমানের যুদ্ধসাফল্যের দাবি বেইজিংয়ের। এর মধ্যেই বিজেপির সঙ্গে বৈঠক ও সীমান্ত ইস্যুতে চীন–ভারতের নতুন টানাপোড়েন।