আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার দ্বিতীয় দফা। সোমবার এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
দ্বিতীয় দফার এই ভোটার তালিকা সংশোধন হবে মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরল। এই পর্যায়ে মোট ৫১ কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করে সংশোধন প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে কমিশন।
দ্বিতীয় দফার এসআইআর হবে যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে
- আন্দামান ও নিকোবর
- ছত্তিশগড়
- গোয়া
- গুজরাত
- কেরল
- লক্ষদ্বীপ
- মধ্যপ্রদেশ
- পুদুচেরি
- রাজস্থান
- তামিলনাড়ু
- উত্তরপ্রদেশ
- পশ্চিমবঙ্গ
সময়সূচি অনুযায়ী কার্যক্রম
নির্বাচন কমিশন জানিয়েছে —
- ২৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত: এনুমেরেশন ফর্ম মুদ্রণ ও বিএলওদের প্রশিক্ষণ
- ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত: বাড়ি বাড়ি গিয়ে এনুমেরেশন ফর্ম বিতরণ
- ৯ ডিসেম্বর: খসড়া ভোটার তালিকা প্রকাশ
- ৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি: অভিযোগ গ্রহণের সময়সীমা
- ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি: অভিযোগ যাচাই ও শুনানি
- ৭ ফেব্রুয়ারি: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য
জ্ঞানেশ কুমার বলেন, “আইন অনুযায়ী, প্রত্যেক নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন প্রয়োজন। গত ২১ বছরে প্রথমবার আবার সারা দেশে এসআইআর করা হচ্ছে।”
তিনি আরও জানান, “২০০২-০৪ সালের পর এই প্রথম বিশেষ নিবিড় সংশোধন হচ্ছে। দেশের জনসংখ্যা, অভ্যন্তরীণ অভিবাসন, এবং ভোটার তালিকায় পুনরাবৃত্তি বা ভুল অন্তর্ভুক্তি সংশোধনের জন্যই এই উদ্যোগ।”
এর আগে বিহারে প্রথম দফার এসআইআর জুন-জুলাইয়ে সম্পন্ন হয়, যেখানে ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছিল চূড়ান্ত তালিকা। মুখ্য নির্বাচন কমিশনার কথায়, “বিহারে একটিও আপিল জমা পড়েনি। জনগণের সহযোগিতায় প্রক্রিয়াটি সফল হয়েছে।”
অনলাইন সুবিধা
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, যারা রাজ্যের বাইরে থাকেন বা বিদেশে কর্মরত, তারাও অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন।
যে রাজ্যগুলিতে এসআইআর হবে, সেখানকার বর্তমান ভোটার তালিকা সোমবার রাত ১২টা থেকে ‘ফ্রিজ’ করা হয়েছে। সেই তালিকায় নাম থাকা প্রতিটি ভোটারকেই এনুমেরেশন ফর্ম প্রদান করা হবে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

