Homeখবরদেশনিউজক্লিক তদন্তে কেন সীতারাম ইয়েচুরির বাড়িতে দিল্লি পুলিশ, কী বলছেন সিপিএম নেতা

নিউজক্লিক তদন্তে কেন সীতারাম ইয়েচুরির বাড়িতে দিল্লি পুলিশ, কী বলছেন সিপিএম নেতা

প্রকাশিত

নয়াদিল্লি: নিউজক্লিক (NewsClick) কাণ্ডে এ বার নয়া মোড়! সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতে হানা দিল্লি পুলিশের। জানা যায়, ওই বাসভবনে থাকেন এক ব্যক্তি। তাঁর ছেলে নিউজক্লিক-এর সঙ্গে যুক্ত।

মঙ্গলবার সকালে সীতারাম ইয়েচুরির সরকারি বাসভবনে পৌঁছোয় দিল্লি পুলিশ। অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিক-এর সঙ্গে যুক্ত সংস্থা এবং সাংবাদিকদের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসাবেই এই পদক্ষেপ বলে জানা যায়। ইয়েচুরি বলেছেন, পুলিশের এই অভিযান সিপিএম-কে নিশানা করে নয়। পার্টি অফিসের কর্মচারীর ছেলেকে খুঁজছে পুলিশ। যিনি নিউজক্লিক-এ একজন গ্রাফিক্স আর্টিস্ট হিসাবে কাজ করেন।

ঘটনায় প্রকাশ, ইয়েচুরির জন্য বরাদ্দ ৩৬ নম্বর পণ্ডিত রবিশঙ্কর শুক্ল লেনের ওই বাড়ি সাধারণত কৃষকসভা এবং এসএফআইয়ের কর্মীদের থাকার জন্যও ব্যবহার করা হয়। ওই বাড়িতে থাকেন শ্রীনারায়ণ নামে এক ব্যক্তি। যিনি সিপিএমের কেন্দ্রীয় কমিটির দফতরে কাজ করেন। সেই সুবাদে তাঁর ছেলেও ওই বাড়িতে থাকেন। যিনি নিউজক্লিক-এর একজন সাংবাদিক।

ইয়েচুরির কথায়, “পুলিশ আমার বাসভবনে এসেছিল। এই বাড়িতে বসবাসকারী আমার এক সঙ্গীর ছেলে নিউজক্লিকে কাজ করে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। তাঁর ল্যাপটপ এবং ফোন নিয়ে গেছে পুলিশ। তারা যে কী তদন্ত করছে, কেউ জানে না। এই সব করে মিডিয়ার কণ্ঠরোধ করার চেষ্টা চলছে। এর পিছনে কী কারণ রয়েছে, সরকারের উচিত তা দেশের মানুষকে জানানো।”

বলে রাখা ভালো, নিউজক্লিকের সঙ্গে সম্পর্কিত ৩০টি জায়গায় এবং এর সাংবাদিকদের বাড়িতে অভিযান চালায় দিল্লি পুলিশ। নিউজক্লিক-এর এডিটর প্রবীর পুরকায়স্থ এবং লেখক পরঞ্জয় গুহ ঠাকুরতা এবং উর্মিলেশ-সহ কয়েকজন সাংবাদিককে লোধি রোড স্পেশাল সেল অফিসে আনা হয়েছিল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, নিউজক্লিক-এর বর্তমান এবং প্রাক্তন সাংবাদিক, কর্মী এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত অনেকের বাড়িতে তল্লাশি চালানো হয়। অনুরাধা রমন, সত্যম তিওয়ারি, অদিতি নিগম, সুমেধা পাল-সহ আরও অনেকের বাড়িতেই চলে তল্লাশি। দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশের নয়ডা এবং গাজিয়াবাদেও তল্লাশি চলে।

সূত্রের খবর, নিউজক্লিক নিয়ে সোমবার (২অক্টোবর) দিল্লি পুলিশের স্পেশাল সেলের ঊর্ধ্বতন আধিকারিকদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। মামলাটি কী ভাবে এগিয়ে নেওয়া যাওয়া হবে, সেসব বিষয় নিয়েই আলোচনা হয় সেখানে। আজ সকাল হতেই, ৬টা নাগাদ অভিযান শুরু হয়। দিল্লি পুলিশের বিশেষ সেলের সমস্ত রেঞ্জের প্রায় ৫০০ পুলিশ মোতায়েন ছিল এই অভিযানে।

আরও পড়ুন: দিনপনেরো পরেই মহাষষ্ঠী, পুজোর মুখে কেমন আছে কলকাতা  

সাম্প্রতিকতম

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলায় বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

‘জনগণের রায়ে হবে অগ্নিপরীক্ষা,’ দুদিন কাজ চালিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দলীয় বৈঠকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। নির্বাচনের আগে নতুন মুখ্যমন্ত্রীর নিয়োগের প্রস্তুতি চলছে। কেজরিওয়াল বলেন, “মানুষের রায়ই আসল ন্যায়বিচার।”

ক্ষমতায় এলে বিহারে মদে নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার, প্রতিশ্রুতি প্রশান্ত কিশোরের

জন সুরাজ প্রধান প্রশান্ত কিশোর ঘোষণা করলেন, ক্ষমতায় এলে বিহারে মদ নিষেধাজ্ঞা এক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করবেন। তিনি তেজস্বী যাদবের শিক্ষাগত যোগ্যতা ও নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেন।

প্রতি ৮ মিনিটে একজন তরুণ ভারতীয় আত্মহত্যার পথ বেছে নেন, ল্যানসেট জার্নালের চাঞ্চল্যকর তথ্য

প্রতিবছর ১০ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়। কিন্তু বাস্তবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?