Homeখবরদেশসোনভদ্রে পাথরখনি ধস: ১৫ জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা, চলছে উদ্ধার অভিযান

সোনভদ্রে পাথরখনি ধস: ১৫ জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা, চলছে উদ্ধার অভিযান

উদ্ধারকাজে আরও গতি আনতে ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানো এবং ভিতরে প্রবেশের পথ প্রশস্ত করার প্রচেষ্টা চলছে।

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: উত্তরপ্রদেশের সোনভদ্রে পাথর খনিতে ভয়াবহ ধসের ঘটনায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। শনিবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রায় ১৫ জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে তিন জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার পরেই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) ও উত্তরপ্রদেশের দুর্যোগ মোকাবিলা বাহিনীর (SDRF) দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ভারী যন্ত্রপাতি ও বিশেষজ্ঞদল টানা কাজ করে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চালাচ্ছে।

বিভাগীয় কমিশনার রাজেশ প্রকাশ বলেন, “এখনও পর্যন্ত মৃত বা আটকে পড়া শ্রমিকের কোনো নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়। এনডিআরএফ এবং এসডিআরএফ-এর দল-সহ সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং দ্রুত উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।”

নিখোঁজ শ্রমিকদের পরিবারও উদ্বেগে দিন কাটাচ্ছে। সোমনাথ নামে এক শ্রমিকের বাবার কথায়, “আমার দুই ছেলে এখনও ভেতরে আটকে আছে। তিন জনই এখানে কাজ করত। এক জন ট্র্যাক্টর চালাত, আরেক জন কম্প্রেসার, আর ছোট ছেলে নীচের দিকে ছিল—সে বেঁচে গেছে। গত চব্বিশ ঘণ্টায় দু’জনের কোনো খবর পাইনি। মাথা কিছুই কাজ করছে না।”

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ADG) পীযূষ মরদিয়া জানান, “১৫ নভেম্বর সোনভদ্রে পাথর খনি ধসের ঘটনা রিপোর্ট করা হয়। বহু শ্রমিক আটকে আছেন বলে ধারণা। এনডিআরএফ, এসডিআরএফ, সিআইএসএফ, পুলিশ ও দমকলের দল উদ্ধারকাজ চালাচ্ছে।”

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজে আরও গতি আনতে ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানো এবং ভিতরে প্রবেশের পথ প্রশস্ত করার প্রচেষ্টা চলছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।