খবর অনলাইন ডেস্ক: উত্তরপ্রদেশের সোনভদ্রে পাথর খনিতে ভয়াবহ ধসের ঘটনায় আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। শনিবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রায় ১৫ জন শ্রমিক ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে তিন জন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার পরেই জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) ও উত্তরপ্রদেশের দুর্যোগ মোকাবিলা বাহিনীর (SDRF) দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ভারী যন্ত্রপাতি ও বিশেষজ্ঞদল টানা কাজ করে ধ্বংসস্তূপ সরানোর চেষ্টা চালাচ্ছে।
বিভাগীয় কমিশনার রাজেশ প্রকাশ বলেন, “এখনও পর্যন্ত মৃত বা আটকে পড়া শ্রমিকের কোনো নির্দিষ্ট সংখ্যা বলা সম্ভব নয়। এনডিআরএফ এবং এসডিআরএফ-এর দল-সহ সিনিয়র কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন এবং দ্রুত উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।”
নিখোঁজ শ্রমিকদের পরিবারও উদ্বেগে দিন কাটাচ্ছে। সোমনাথ নামে এক শ্রমিকের বাবার কথায়, “আমার দুই ছেলে এখনও ভেতরে আটকে আছে। তিন জনই এখানে কাজ করত। এক জন ট্র্যাক্টর চালাত, আরেক জন কম্প্রেসার, আর ছোট ছেলে নীচের দিকে ছিল—সে বেঁচে গেছে। গত চব্বিশ ঘণ্টায় দু’জনের কোনো খবর পাইনি। মাথা কিছুই কাজ করছে না।”
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ADG) পীযূষ মরদিয়া জানান, “১৫ নভেম্বর সোনভদ্রে পাথর খনি ধসের ঘটনা রিপোর্ট করা হয়। বহু শ্রমিক আটকে আছেন বলে ধারণা। এনডিআরএফ, এসডিআরএফ, সিআইএসএফ, পুলিশ ও দমকলের দল উদ্ধারকাজ চালাচ্ছে।”
কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজে আরও গতি আনতে ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানো এবং ভিতরে প্রবেশের পথ প্রশস্ত করার প্রচেষ্টা চলছে।


