Homeখবরদেশ‘১০ বার রাষ্ট্রপতি শাসন জারি করেছিল কংগ্রেস,’ বিরোধীশূন্য রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদীর মণিপুর...

‘১০ বার রাষ্ট্রপতি শাসন জারি করেছিল কংগ্রেস,’ বিরোধীশূন্য রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদীর মণিপুর তোপ

প্রকাশিত

অবশেষে মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাজ্যসভায় দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “মণিপুর নিয়ে যাঁরা আগুনে ঘি ঢালছেন, তাঁরা জেনে রাখুন, মণিপুরই একদিন তাঁদের প্রত্যাখ্যান করবে।” তিনি জানান, কেন্দ্র এবং রাজ্য সরকার একসঙ্গে মণিপুরের পরিস্থিতি শোধরানোর জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই চেষ্টার ফলে ধীরে ধীরে মণিপুরে স্বাভাবিকতা ফিরে আসছে।

বুধবার ছিল মোদীর নতুন সরকার গঠনের পর রাজ্যসভায় প্রথম ভাষণ। বিরোধীদের মণিপুর নিয়ে তোলা প্রশ্নের জবাব দিতে গিয়ে মোদীর বক্তব্যের সময় রাজ্যসভায় “ঝুট-ঝুট” (মিথ্যা মিথ্যা) স্লোগান ওঠে। বিরোধীরা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেকে বলতে দেওয়ার দাবি জানিয়ে সরব হন এবং সেই দাবি না মানায় রাজ্যসভা থেকে ওয়াক আউটও করেন। বিরোধীশূন্য রাজ্যসভায় প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে বিরোধীদের প্রশ্নের জবাব দেন এবং তাদের কটাক্ষ করে বলেন, “এঁরা যে প্রশ্ন করেছেন, তার জবাব শোনার মতো ধৈর্যও নেই এঁদের।”

মোদীর মণিপুর নিয়ে ভাষণের পর বিরোধীরা পাল্টা বলেন, মণিপুর নিয়ে মোদীকে মুখ খুলতে বাধ্য করা আসলে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সাফল্য। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে বলেন, “এক বছর পরে অবশেষে মোদী মণিপুর নিয়ে কথা বললেন। যদিও যা বলেছেন, তার সবটাই অসত্যভাষণ।” তিনি আরও বলেন, “গত বছর মণিপুর নিয়ে মোদীর বক্তব্যের দাবিতে সাংসদদের সাসপেন্ড হতে হয়েছিল। কিন্তু এ বছর সংখ্যাগরিষ্ঠতা হারানো মোদী আর তাঁর ‘ইগো’র জোর খাটাতে পারেননি।”

বুধবারের ভাষণে মোদী বিরোধীদের বলেন, “গত ১০ বছর যা যা করেছি, তা স্রেফ ‘অ্যাপেটাইজার’, মেনকোর্স এখনও বাকি।” সাকেত মোদীর এই কথার জবাবে বলেন, “সংসদের প্রথম অধিবেশনেই মণিপুর নিয়ে মুখ খুলতে বাধ্য হলেন মোদী। গত ২৪ ঘণ্টায় ‘ইন্ডিয়া’র এটাই কৃতিত্ব। তবে এ তো শুধু অ্যাপেটাইজার প্রধানমন্ত্রী মোদী! আপনার জন্য মেন কোর্স এখনও অপেক্ষা করছে।”

হাথরস পদপিষ্ট-কাণ্ডে মৃত বেড়ে ১২১, এফআইআর-এ নাম নেই ভোলে বাবার

মোদী বলেন, “মণিপুরে স্বাভাবিকতা ফেরাতে সরকার ক্রমাগত কাজ করে চলেছে। মণিপুরে এ পর্যন্ত ১১ হাজার এফআইআর দায়ের হয়েছে, গ্রেফতার করা হয়েছে ৫০০ জনকে। ধীরে ধীরে হিংসাত্মক ঘটনা কমছে মণিপুরে। স্কুল-কলেজ খুলছে এবং কিছু দিন আগে যখন দেশের সমস্ত স্কুল-কলেজে পরীক্ষা হয়েছে, তখন মণিপুরেও পরীক্ষা নেওয়া হয়েছে।”

মণিপুর নিয়ে বিরোধীদের সমালোচনার নিন্দা করে মোদী বলেন, “মণিপুরে যা হচ্ছে, তার শিকড় অনেক গভীরে। কংগ্রেসের মনে রাখা উচিত, মণিপুরে ১০ বার রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছিল। কিছু তো কারণ ছিল, যার জন্য এমন করতে হয়েছিল। অথচ কংগ্রেসই এখন ওই বিষয়ে রাজনীতি করতে ব্যস্ত।” তিনি আরও বলেন, “১৯৯৩ সালে মণিপুরে একই ঘটনা হয়েছিল এবং পাঁচ বছর ধরে সেই অশান্তি চলেছিল। তাই আমি বলব, এখন মণিপুরের পরিস্থিতি সমাধানে যদি কেউ আমাদের পাশে দাঁড়াতে চান, আমি তাঁদের সাদরে অভ্যর্থনা জানাব। কিন্তু যাঁরা মণিপুরের আগুনে ঘি ঢালার চেষ্টা করছেন, তাঁদের সতর্ক করব, কারণ মণিপুরই একদিন ওঁদের প্রত্যাখ্যান করবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।