Homeখবরদেশতিরুপতি মন্দিরের লাড্ডুতে চর্বি ব্যবহার নিয়ে তদন্তে বিশেষ দল, ঘোষণা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর

তিরুপতি মন্দিরের লাড্ডুতে চর্বি ব্যবহার নিয়ে তদন্তে বিশেষ দল, ঘোষণা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর

প্রকাশিত

হায়দরাবাদ: তিরুপতি মন্দিরের লাড্ডু তৈরিতে ব্যবহৃত ঘিতে প্রাণীর চর্বি মেশানোর অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি তিরুপতি মন্দির ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠনের ঘোষণা করেছেন।

নিজের উন্দাভল্লী বাসভবনে মুখ্যমন্ত্রী নাইডু সাংবাদিকদের জানান, “একজন ইন্সপেক্টর জেনারেল (আইজি) বা তাঁর চেয়ে উচ্চপদস্থ কর্মকর্তার নেতৃত্বে এই এসআইটি গঠিত হবে। এই দল সমস্ত অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং অন্যান্য কারণগুলো খতিয়ে দেখবে এবং রিপোর্ট জমা দেবে। সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। কোনও রকমের আপস হবে না।”

এর আগে তেলগু দেশম পার্টি (টিডিপি) অভিযোগ করেছিল যে, তিরুমালা তিরুপতি দেবস্থানমস (টিটিডি) ট্রাস্টের প্রাক্তন চেয়ারম্যান ভূমনা করুণাকর রেড্ডি এবং প্রাক্তন নির্বাহী কর্মকর্তা এভি ধর্মা রেড্ডি গত পাঁচ বছরে মন্দির ব্যবস্থাপনার ক্ষেত্রে একাধিক অনিয়ম করেছেন। দলটি জানিয়েছিল যে, তাঁদের এই অনিয়মের দায়ভার নিতে হবে।

তিরুপতি মন্দিরের লাড্ডুতে চর্বি বিতর্ক: মন্দিরগুলিতে নন্দিনী ঘি ব্যবহার বাধ্যতামূলক করল কর্নাটক সরকার

মুখ্যমন্ত্রী নাইডু অভিযোগ করেন যে, তৎকালীন ওয়াইএসআর কংগ্রেস পার্টি (ওয়াইএসআরসিপি) সরকারের শাসনকালে এই অনিয়মগুলো ঘটে। তিনি বলেন, “অনেক অশুভ কাজ তিরুমালায় গত পাঁচ বছরে হয়েছে।” তিনি আরও দাবি করেন যে, তিরুপতি মন্দির ব্যবস্থাপনার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রী নাইডু আরও বলেন, তার পূর্বসূরি ওয়াইএস জগনমোহন রেড্ডি, তিরুপতি দেবস্থানমস বোর্ডে নিজের ঘনিষ্ঠদের নিয়োগ করেছিলেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে মন্দির ব্যবস্থাপনাকে ব্যবহার করেছেন।

গত সপ্তাহে মুখ্যমন্ত্রী নাইডু দাবি করেন যে, তিরুপতি মন্দিরের প্রসাদ হিসেবে ব্যবহৃত লাড্ডু তৈরিতে প্রাণীর চর্বি ব্যবহার করা হয়েছে। এই অভিযোগ ওঠার পর, ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড (এনডিডিবি)-এর একটি পরীক্ষাগারের রিপোর্ট প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় যে, তিরুপতির লাড্ডুতে ব্যবহৃত ঘিয়ের নমুনায় মাছের তেল, গরুর মাংসের চর্বি এবং শূকরের চর্বির উপস্থিতি পাওয়া গেছে। উল্লেখযোগ্যভাবে, এই অনিয়মগুলো ওয়াইএস জগনমোহন রেড্ডির শাসনকালে ঘটেছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

অন্ধ্রপ্রদেশ সরকার এই লাড্ডু কেলেঙ্কারির ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং মুখ্যমন্ত্রী নাইডু স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি মন্দির ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। তিনি আরও বলেন, তাঁর সরকার অনিয়ম রোধে শক্ত পদক্ষেপ গ্রহণ করবে এবং মন্দিরের পবিত্রতা রক্ষা করবে।

রিপোর্টে যে অভিযোগগুলো উঠে এসেছে, সেগুলির তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্ত দলকে দ্রুত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তিরুপতি মন্দিরের মতো একটি পবিত্র স্থানে এ ধরনের অনিয়মের অভিযোগ ওঠায় ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।