শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে রবিবার ভারতে পৌঁছেছেন তাঁর তিন দিনের প্রথম বিদেশ সফরে। দিল্লি বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান।
সফরের প্রথম দিনেই তিনি ভারতের বিদেশ মন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন। প্রেসিডেন্ট দিসানায়েকে এক্স-এ (পূর্ববর্তী টুইটার) এক পোস্টে জানান, ‘আজ রাতে এস. জয়শঙ্কর এবং অজিত ডোভালের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হলো।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিসানায়েকের বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং সমুদ্র নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ককে আরও গভীর করতে এবং কৌশলগত অংশীদারিত্ব বাড়াতে এই আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ।
ভারত তার প্রতিশ্রুতি আবার জানিয়ে দেবে জানা গিয়েছে। শ্রীলঙ্কার অর্থনীতিকে মজবুত করতে সব ধরনের সহযোগিতা করা হবে ভারত বলবে। তাছাড়া, বৈঠকে শ্রীলঙ্কার তামিল সম্প্রদায়ের চাহিদা পূরণ এবং ১৩তম সংশোধনী বাস্তবায়ন নিয়েও আলোচনা হতে পারে।
তামিল সম্প্রদায়ের প্রত্যাশা
ভারত দীর্ঘদিন ধরেই তামিল সম্প্রদায়ের জন্য ১৯৮৭ সালের ইন্দো-শ্রীলঙ্কা চুক্তি অনুযায়ী ১৩তম সংশোধনী কার্যকর করার আহ্বান জানিয়ে আসছে। এই সংশোধনী তাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি দেবে।
অন্য কার্যক্রম
প্রেসিডেন্ট দিসানায়েকে এই সফরে একটি বাণিজ্য সম্মেলনে অংশ নেবেন, যা ভারত-শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়েছে। এছাড়াও তিনি ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিহারের বৌদ্ধ তীর্থস্থান বোধগয়া পরিদর্শন করবেন।
উষ্ণ সম্পর্কের প্রতিশ্রুতি
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স-এ লিখেছেন, ‘এই সফর ভারত-শ্রীলঙ্কা সম্পর্ককে আরও গভীর করতে এবং মানুষকেন্দ্রিক অংশীদারিত্বে গতি আনতে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।’
প্রেসিডেন্ট দিসানায়েকে এবং ভারতীয় নেতৃত্বের মধ্যে এই বৈঠকগুলি দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

