গতকাল (বুধবার) ভারতের শেয়ারবাজারে ব্যাপক ধস নেমেছিল। বৃহস্পতিবার সকালে বাজার খুলতেই দেখা যায় চূড়োয় বসে আছে সেনসেক্স – নিফটির মতো সূচকগুলো। তবে কিছুক্ষনের মধ্যেই আবারও পতন।
আজ সকালে উত্থান ফিরতে দেখা গিয়েছিল স্টক মার্কেটে। এনএসই নিফটি শুরুর মিনিটের মধ্যে ২৪ হাজারের গুরুত্বপূর্ণ স্তর অতিক্রম করে এবং বিএসই সেনসেক্স ৮০১৭০ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পায়। এনএসই-এর ক্রমবর্ধমান এবং পতনশীল শেয়ারগুলির মধ্যে, ২৬৬৪টি শেয়ার বেড়েছিল এবং ৩৩৪টি শেয়ার পতন দেখা যায়।
বিশ্লেষকদের মতে, টিসিএসের ত্রৈমাসিক ফলাফলের কারণে আজ বাজারে আইটি সূচকও বেড়েছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতিও বদলে যায়।
বিএসই-র মার্কেট ক্যাপ বর্তমানে ৪৫১.৭৪ লক্ষ কোটি টাকায় এসেছে, যেখানে গতকাল একটি বড় পতন দেখা ,গিয়েছিল। বিএসইতে মোট ৩২০৬টি শেয়ারের লেনদেন হচ্ছে, যার মধ্যে ২১১৩টি শেয়ার তেজি। ৯৮২টি শেয়ারে একটি পতন দেখা যায় এবং ১১১টি শেয়ারে কোন পরিবর্তন ছাড়াই লেনদেন দেখা যায়। কিন্তু বাজার খোলার সময় এই ছবি থাকলেও পরে তা বদলাতে শুরু করে।
উল্লেখযোগ্য ভাবে, বিএসই – র ১৪০টি শেয়ার ৫২ সপ্তাহের উচ্চ পর্যায়ে এবং ১১টি শেয়ার নিম্ন পর্যায়ে রয়েছে। ১১২টি শেয়ারের উপর আপার সার্কিট এবং ৬৩টি শেয়ার লোয়ার সার্কিট ছুঁয়ে ফেলেছে।
বুধবার দিনশেষে শেয়ার বাজারের দুটি প্রধান সূচকেই লাল রং দেখা গিয়েছিল। বুধবার বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্সে ৪২০ পয়েন্টেরও বেশি পতন দেখা গিয়েছিল। অপরদিকে নিফটির সূচকটিও ১০০ পয়েন্টের বেশি নেমে গিয়েছিল। এ দিন, বৃহস্পতিবার বাজার খোলার সময় ভোলবদলের ইঙ্গিত দিয়েছিল বাজার। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফের পতন। বিশ্লেষকদের মতে, একে তো এখন বুল মার্কেট, সংশোধন হওয়াটাই স্বাভাবিক। তার উপর সামনে রয়েছে কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট পেশ। ফলে বিনিয়োগকারীদের উদ্দেশে সাবধানে পা ফেলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ‘কোর্টে টেনে নিয়ে যাব’, ব্রোকারেজ ফার্ম জিরোধার সিইও-কে আইনি হুমকি