কোলোম্বিয়া: ১ (খেফেরসন লেরমা) উরুগুয়ে: ০
খবর অনলাইন ডেস্ক: প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন দানিয়েল মুনোজ। এর পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের আরও ৪ মিনিট, দ্বিতীয়ার্ধের নির্ধারিত ৪৫ মিনিট এবং দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের ৮ মিনিট অর্থাৎ ৫৭ মিনিট ১০ জনে খেলে গেল কোলোম্বিয়া। কিন্তু ম্যাচের ফল অপরিবর্তিতই থাকল। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল কলোম্বিয়া। ফাইনালে তারা লিওনেল মেসির আর্জেন্তিনার মুখোমুখি হবে।
বৃহস্পতিবার সকালে (ভারতীয় সময়) নর্থ ক্যালোরিনার শার্লটে ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে কোলোম্বিয়া ও উরুগুয়ের মধ্যে খেলায় একটাই তফাত ছিল এবং তা হল ম্যাচের ৩৯ মিনিটে কোলোম্বিয়ার গোল করে এগিয়ে যাওয়া। এর পর দুটি দল সমানে সমানে খেলেছে – উরুগুয়ের ১১ জন বনাম কোলোম্বিয়ার ১০ জন। ফলের কোনো পরিবর্তন হয়নি।
প্রথমার্ধেই জয়সূচক গোল কোলোম্বিয়ার
দুটি দলই গোড়া থেকে আক্রমণাত্মক ফুটবল শুরু করে। তবু তারই মধ্যে উরুগুয়েকে একটু বেশি বিপজ্জনক মনে হচ্ছিল। কিন্তু ম্যাচের ১১ ও ১৫ মিনিটে গোল করার সুযোগ পান কোলোম্বিয়ার ইভান কোরদোবা ও দানিয়েল মুনোজ। দুটি ক্ষেত্রেই সাহায্য করেছিলেন লুই দিয়াজ। কিন্তু কাজে আসেনি। ১৬ মিনিটে সুযোগ আসে উরুগুয়ের কাছে। কিন্তু সেই সুযোগ মিস করেন দারউইন নুনেজ।
এ ভাবেই খেলা চলতে থাকে। ইতিমধ্যে ৩১ মিনিটে উরুগুয়ের রোনাল্ড আরাউখোকে বিশ্রী ভাবে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন মুনোজ। ৮ মিনিট পরেই গোল পেয়ে যায় কোলোম্বিয়া। কর্নার থেকে দুর্দান্ত ক্রস বাড়ান খামেশ রদরিগুয়েজ। সেই ক্রসে হেড করে কোলোম্বিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন খেফেরসন লেরমা। এই নিয়ে এবারের কোপা টুর্নামেন্টে দলের হয়ে ৬টি গোলের ক্ষেত্রে মুখ্য সহযোগিতার ভূমিকা পালন করলেন রদরিগুয়েজ এবং তিনি এ ব্যাপারে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন।
দানিয়েল মুনোজের দ্বিতীয় হলুদ কার্ড
ম্যাচে এর পরের ঘটনা দানিয়েল মুনোজের দ্বিতীয়বার হলুদ কার্ড দেখা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ১ মিনিটে উরুগুয়ের মানুয়েল ইউগার্তের বুকে কনুই দিয়ে ধাক্কা মারেন মুনোজ। ফলে আবার হলুদ কার্ড দেখে তাঁকে মাঠ ছেড়ে চলে যেতে হয়। কোলোম্বিয়া ১০ জনে হয়ে যায়। ম্যাচের বাকি সময়টা ১০ জনে লড়াই চালিয়ে উরুগুয়ের বিরুদ্ধে জয় ধরে রাখে কোলোম্বিয়া।
আরও পড়ুন
ইউরো কাপ ২০২৪: ওয়াটকিন্সের গোলে এল জয়, ডাচদের হারিয়ে ফাইনালে স্পেনের মুখোমুখি ইংল্যান্ড
কোপা আমেরিকা: এবারের টুর্নামেন্টে মেসির প্রথম গোল, কানাডাকে হারিয়ে আর্জেন্তিনা ফাইনালে