Homeখবরদেশ‘আমার আর একটা পরিবার’, সফলভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে বললেন সুনীতা উইলিয়ামস 

‘আমার আর একটা পরিবার’, সফলভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে বললেন সুনীতা উইলিয়ামস 

প্রকাশিত

ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর বৃহস্পতিবার সফলভাবে বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফ্টের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছলেন। ৫৯ বছর বয়সী সুনীতা উইলিয়ামস নতুন ক্রুড স্পেসক্রাফ্টের প্রথম মহাকাশযাত্রী হিসেবে এই কাজটি সম্পন্ন করলেন।

সুনীতা উইলিয়ামস এর আগে মহাকাশে ভগবদ্গীতা এবং গণেশ মূর্তি নিয়ে গিয়েছিলেন। এটি তাঁর তৃতীয় মহাকাশ ভ্রমণ এবং আইএসএসে পৌঁছে তিনি আনন্দে নেচে ওঠেন এবং স্টেশনে থাকা সাতজন মহাকাশচারীকে আলিঙ্গন করেন। এটি আইএসএসের একটি পুরনো ঐতিহ্য হিসেবে ঘণ্টা বাজিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। সুনীতা উইলিয়ামস সফর সম্পর্কে বলেন, “এভাবেই শুরু করতে হয়।”

তিনি তাঁর ক্রুমেটদেরকে “আরেকটি পরিবার” হিসেবে উল্লেখ করে তাঁদেরকে এমন দারুণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান।

সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর প্রথম ক্রু যাঁরা বোয়িং স্টারলাইনারে মহাকাশে ভ্রমণ করেছেন। তাঁরা ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণের ২৬ ঘণ্টা পরে সফলভাবে স্টারলাইনারকে আইএসএসের সঙ্গে যুক্ত করান। এই সময়ে তাঁরা স্টারলাইনারের স্বয়ংক্রিয় ম্যানুভার পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা, যেমন হালকা হিলিয়াম লিকের কারণে ডকিং প্রায় এক ঘণ্টা দেরি হয়।

আইএসএসে পৌঁছানোর পথে ক্রু সদস্যরা স্টারলাইনারের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করেন, যার মধ্যে প্রথমবার মহাকাশে স্পেসক্রাফ্টটি ম্যানুয়ালি পরিচালনা করা অন্যতম। তাঁরা মহাকাশে প্রায় এক সপ্তাহ থাকবেন এবং বিভিন্ন পরীক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহায়তা করবেন।

তাঁদের প্রত্যাবর্তনেও স্টারলাইনারে হবে এবং তাঁরা সাগরে নয়, স্থলে অবতরণ করবেন।

নাসা বরাবরই স্পেসএক্স ক্রু মডিউলের বিকল্প হিসেবে আরেকটি ক্রুড স্পেসক্রাফ্ট চেয়েছিল এবং বোয়িং স্টারলাইনার এই বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অংশ হিসেবে সেই চাহিদা পূরণে এগিয়ে আসে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।