Homeখবরদেশ‘আমার আর একটা পরিবার’, সফলভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে বললেন সুনীতা উইলিয়ামস 

‘আমার আর একটা পরিবার’, সফলভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে বললেন সুনীতা উইলিয়ামস 

প্রকাশিত

ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর বৃহস্পতিবার সফলভাবে বোয়িং স্টারলাইনার স্পেসক্রাফ্টের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছলেন। ৫৯ বছর বয়সী সুনীতা উইলিয়ামস নতুন ক্রুড স্পেসক্রাফ্টের প্রথম মহাকাশযাত্রী হিসেবে এই কাজটি সম্পন্ন করলেন।

সুনীতা উইলিয়ামস এর আগে মহাকাশে ভগবদ্গীতা এবং গণেশ মূর্তি নিয়ে গিয়েছিলেন। এটি তাঁর তৃতীয় মহাকাশ ভ্রমণ এবং আইএসএসে পৌঁছে তিনি আনন্দে নেচে ওঠেন এবং স্টেশনে থাকা সাতজন মহাকাশচারীকে আলিঙ্গন করেন। এটি আইএসএসের একটি পুরনো ঐতিহ্য হিসেবে ঘণ্টা বাজিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। সুনীতা উইলিয়ামস সফর সম্পর্কে বলেন, “এভাবেই শুরু করতে হয়।”

তিনি তাঁর ক্রুমেটদেরকে “আরেকটি পরিবার” হিসেবে উল্লেখ করে তাঁদেরকে এমন দারুণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান।

সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর প্রথম ক্রু যাঁরা বোয়িং স্টারলাইনারে মহাকাশে ভ্রমণ করেছেন। তাঁরা ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণের ২৬ ঘণ্টা পরে সফলভাবে স্টারলাইনারকে আইএসএসের সঙ্গে যুক্ত করান। এই সময়ে তাঁরা স্টারলাইনারের স্বয়ংক্রিয় ম্যানুভার পর্যবেক্ষণ করেন এবং বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা, যেমন হালকা হিলিয়াম লিকের কারণে ডকিং প্রায় এক ঘণ্টা দেরি হয়।

আইএসএসে পৌঁছানোর পথে ক্রু সদস্যরা স্টারলাইনারের বিভিন্ন পরীক্ষা সম্পন্ন করেন, যার মধ্যে প্রথমবার মহাকাশে স্পেসক্রাফ্টটি ম্যানুয়ালি পরিচালনা করা অন্যতম। তাঁরা মহাকাশে প্রায় এক সপ্তাহ থাকবেন এবং বিভিন্ন পরীক্ষা ও বৈজ্ঞানিক গবেষণায় সহায়তা করবেন।

তাঁদের প্রত্যাবর্তনেও স্টারলাইনারে হবে এবং তাঁরা সাগরে নয়, স্থলে অবতরণ করবেন।

নাসা বরাবরই স্পেসএক্স ক্রু মডিউলের বিকল্প হিসেবে আরেকটি ক্রুড স্পেসক্রাফ্ট চেয়েছিল এবং বোয়িং স্টারলাইনার এই বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের অংশ হিসেবে সেই চাহিদা পূরণে এগিয়ে আসে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।