Homeখবরদেশ‘আধার নাগরিকত্বের একমাত্র নথি নয়’— বিহারের রাজনৈতিক দলগুলির দাবি খারিজ সুপ্রিম কোর্টে

‘আধার নাগরিকত্বের একমাত্র নথি নয়’— বিহারের রাজনৈতিক দলগুলির দাবি খারিজ সুপ্রিম কোর্টে

বিহারের রাজনৈতিক দলগুলির দাবি খারিজ করে সুপ্রিম কোর্ট জানাল, আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারে না। ভোটার তালিকা থেকে বাদ পড়া ৬৫ লক্ষ নামের মামলা শুনানিতে এই পর্যবেক্ষণ।

প্রকাশিত

আধার কার্ড নাগরিকত্বের একমাত্র প্রমাণ হতে পারে না— সোমবার স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিহারের রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনকে এ বিষয়ে নির্দেশ দেওয়ার দাবি তুললেও সেই আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।

বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ জানায়, আধারের আইন অনুযায়ী যে মর্যাদা নির্ধারিত হয়েছে, তার বাইরে গিয়ে কোনও নির্দেশ দেওয়া সম্ভব নয়। বেঞ্চ পর্যবেক্ষণ করে বলেছে, “যাচাইয়ের জন্য অনেক নথির মধ্যে আধারও একটি নথি হতে পারে। কিন্তু নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে আধারকে ধরা যাবে না।”

বিহারের খসড়া ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে এই মামলা শুরু হয়। আদালত আগেই জানিয়েছিল, ১ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ জানাতে পারবেন ভোটাররা। বিরোধী দলগুলির পক্ষ থেকে অভিযোগ জানানোর সময়সীমা বাড়ানোর আর্জি জানানো হয়। লালুপ্রসাদ যাদবের দল আরজেডি-র হয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ সওয়াল করে জানান, আধারকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হলে এই সমস্যার সমাধান হতে পারে।

তবে আদালত স্পষ্ট জানায়, আধার আইনের ৯ নম্বর ধারায় বলা আছে— আধার কার্ড কোনওভাবেই নাগরিকত্ব বা বাসস্থলের প্রমাণ নয়। একইসঙ্গে ২০১৮ সালে পুত্তস্বামী মামলায় পাঁচ বিচারপতির বেঞ্চও জানিয়ে দিয়েছিল, আধার নম্বরের সঙ্গে নাগরিকত্বের অধিকার যুক্ত করা যাবে না।

নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী আদালতে বলেন, ভোটার তালিকায় আধার নম্বর ব্যবহার করা হচ্ছে মূলত ভুয়ো ভোটার রুখতে। বিহারের কিছু জেলায় আধারের সম্পৃক্ততা ১৪০ শতাংশ ছাড়িয়েছে। কেন্দ্রের তরফেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা অবৈধভাবে আধার কার্ড সংগ্রহ করেছে।

এদিন সুপ্রিম কোর্ট রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছে, খসড়া তালিকা থেকে যাঁদের নাম ভুলভাবে বাদ পড়েছে তাঁদের খুঁজে বের করতে এবং অভিযোগ জানাতে সাহায্য করতে হবে।

আরও পড়ুন: পাকিস্তানে পরিবারের ব্যবসার স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন ট্রাম্প! বিস্ফোরক প্রাক্তন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: গোলশূন্য ডার্বি, মোহনবাগানকে আটকে সেমিফাইনালে ইস্টবেঙ্গল

ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে আয়োজিত এআইএফএফ সুপার কাপের গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে...

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

আরও পড়ুন

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে ইতিহাস! মুক্তি পেল জুবিন গার্গের স্বপ্নের ছবি ‘রৈ রৈ বিনালে’

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: কখনও কখনও কোনো শিল্পী শুধুমাত্র মানুষ নন, হয়ে ওঠেন এক অনুভূতি,...

বিহার নির্বাচনের ইস্তাহার প্রকাশ এনডিএ-র, ১ কোটি চাকরি ও চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, আর কী প্রতিশ্রুতি?

বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএ প্রকাশ করল তাদের ইস্তাহার। এক কোটি চাকরি, চারটি আন্তর্জাতিক বিমানবন্দর, সাতটি এক্সপ্রেসওয়ে, এবং এক কোটি ‘লক্ষপতি দিদি’-র প্রতিশ্রুতি। মহিলাদের ক্ষমতায়ন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ জোর।

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।