Homeখবরদেশফের সুপ্রিম-ধাক্কা কেজরিওয়ালের! অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনে দ্রুত শুনানিতে নারাজ সর্বোচ্চ...

ফের সুপ্রিম-ধাক্কা কেজরিওয়ালের! অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনে দ্রুত শুনানিতে নারাজ সর্বোচ্চ আদালত

প্রকাশিত

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের দ্রুত শুনানিতে নারাজ বিচারপতি এএস ওকের নেতৃত্বাধীন একটি বেঞ্চ।

কেজরিওয়ালের স্বাস্থ্য পরীক্ষার জন্য অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও সাত দিন বাড়ানোর আবেদনের শুনানি করতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, দেরিতে আবেদন জমা দেওয়ার বিষয়েও প্রশ্ন তুলেছে বেঞ্চ।

বিচারপতি এএস ওকের বেঞ্চ জানায়, মূল বিষয়ে আদেশ ১৭ মে সংরক্ষিত ছিল। ওই বেঞ্চের একজন সদস্য বিচারপতি গত সপ্তাহে অবকাশকালীন বেঞ্চে ছিলেন। তখন কেন কেজরিওয়ালের আইনজীবী এই দাবি করলেন না? অবকাশকালীন বেঞ্চ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভিকে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন করতে বলেছে।

প্রসঙ্গত, দিল্লির আবগারি নীতি মামলায় অন্তর্বর্তী জামিনের মেয়াদ ৭ দিন বাড়ানোর দাবি জানিয়ে আদালতে আবেদন করেছিলেন কেজরিওয়াল। এই মামলায়, নির্বাচনী প্রচারের জন্য কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত শর্তসাপেক্ষ অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

দিল্লির শাসক দল আপ সূত্রে জানা গিয়েছে, অরবিন্দ কেজরিওয়াল গুরুতর কোনও অসুখে ভুগছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাঁর একাধিক উপসর্গ রয়েছে। যেগুলি অবিলম্বে চিকিৎসার প্রয়োজন। ফলে অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও সাতদিন বাড়িয়ে দেওয়ার আর্জি জানিয়ে তাঁর পক্ষ থেকে দেশের শীর্ষ আদালতে একটি আবেদন করা হয়েছিল।

কেজরিওয়াল নিজের পিটিশনে দাবি করেছিলেন যে গ্রেফতারের পর তাঁর ওজন কমে গিয়েছে ৭ কেজি। শুধু তাই নয়, তাঁর কিটোনের মাত্রাও বেড়েছে। এমন পরিস্থিতিতে, এই লক্ষণগুলি গুরুতর হতে পারে। ম্যাক্সের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেছেন। এখন পিইটি-সিটি স্ক্যান এবং অনেক পরীক্ষা করা দরকার। এমন পরিস্থিতিতে এই সব পরীক্ষা করতে ৭ দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

গত ২১ মার্চ তথাকথিত দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে অর্থ পাচারের অভিযোগে ইডি গ্রেফতার করেছিল দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে। এরপর তাঁকে তিহাড় জেলে পাঠানো হয়। নিজের গ্রেফতারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেন তিনি। সম্প্রতি, লোকসভা নির্বাচনে প্রচারের জন্য ১০ মে থেকে ১ জুন পর্যন্ত কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। ২ জুন তাঁকে আত্মসমর্পণ করতে হবে।

আরও পড়ুন: দিল্লি-বারাণসী উড়ানে বোমা-হুমকি, যাত্রীরা নিরাপদ  

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিউটি পার্লারে চুল ধোয়াই ডেকে আনতে পারে স্ট্রোক! জানুন বিপদ

বিউটি পার্লারে চুল ধোওয়া বা বিউটি ট্রিটমেন্টের সময় ভুল ভঙ্গিতে ঘাড় রাখলে হতে পারে ‘বিউটি পার্লার স্ট্রোক সিনড্রোম’। কী এই রোগ, উপসর্গ কী, কারা বেশি ঝুঁকিতে—জানুন বিস্তারিত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে আসছে ৩ নতুন ফিচার, বদলাবে ব্যবহার

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটে যোগ হচ্ছে তিনটি নতুন ফিচার—মেম্বার ট্যাগ, টেক্সট স্টিকার ও ইভেন্ট রিমাইন্ডার। ধাপে ধাপে এই আপডেট সব ব্যবহারকারীর কাছে পৌঁছবে বলে জানাল WhatsApp।

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

আরও পড়ুন

এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল সাংসদ ডেরেক, সময়সীমা বাড়ানোর আর্জি

বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সময়সীমা বাড়ানোর আর্জি, নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক পদ্ধতিগত অনিয়মের অভিযোগ।

কর্নাটকে প্রথম বার ধরা পড়ল বিরল ‘স্যান্ডালউড লেপার্ড’, ট্র্যাপ ক্যামেরায় চন্দনরঙা চিতাবাঘ

দক্ষিণ আফ্রিকা ও তাঞ্জানিয়ার পরে এবার কর্নাটকের বিজয়নগর জেলায় প্রথম বার দেখা মিলল বিরল চন্দনরঙা বা ‘স্যান্ডালউড লেপার্ড’-এর। জিনগত কারণেই লালচে গোলাপি রঙ, মত বিজ্ঞানীদের।

উমর খালিদের জামিন নাকচ: ‘এটাই বিকশিত ভারত—প্রতিবাদ করলেই জেল’, কংগ্রেসের তীব্র কটাক্ষ

দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদ ও শারজিল ইমামের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট। পাঁচ অভিযুক্ত পেলেন জামিন। রায় ঘিরে কংগ্রেস-বিজেপির তীব্র প্রতিক্রিয়া।