Homeখবরদেশকানোয়ার যাত্রারুটে খাবারের দোকানে মালিকের নাম ঝোলানোর নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

কানোয়ার যাত্রারুটে খাবারের দোকানে মালিকের নাম ঝোলানোর নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: কানোয়ার যাত্রারুটে যে সব খাবারের দোকান পড়ে সেখানে দোকানের মালিকের নাম ঝুলিয়ে রাখার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এ ব্যাপারে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি এবং মধ্যপ্রদেশ সরকারকে নোটিশ জারি করল শীর্ষ আদালত।

অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত বলেছে, উত্তরপ্রদেশ পুলিশ দোকানের মালিকদের এভাবে তাঁদের নাম ঝোলাতে বাধ্য করতে পারে না। তারা বরং খাবারের তালিকা ঝোলানোর কথা বলতে পারে।

শীর্ষ আদালত বলেছে, “কানোয়ার যাত্রার রুটে খাবারের দোকানের মালিকদের দোকানের বাইরে তাঁদের নাম ঝোলাতে বাধ্য করবেন না।” উত্তরপ্রদেশের নির্দেশের বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র-সহ আরও যাঁরা আবেদন জমা দিয়েছেন, সোমবার তাঁদের সেই সব আবেদনের শুনানি চলে বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি এস ভি এন ভাটকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে।

ওই সব আবেদনে বলা হয়েছে, রাজ্য সরকারের ওই নির্দেশ ধর্মনিরপেক্ষতার বিরোধী এবং এতে সংবিধানের ধারা লঙ্ঘিত হয়েছে। এ বিষয়ে জবাব চেয়ে ডিভিশন বেঞ্চ উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি এবং মধ্যপ্রদেশ সরকারের কাছে নোটিশ পাঠিয়েছে।

উত্তরপ্রদেশ সরকার ২০ জুলাই কানোয়ার যাত্রারুটে খাবারের দোকানে মালিকদের নাম ঝোলানোর নির্দেশ জারি করে। এই নির্দেশের বিরুদ্ধে শুধু বিরোধী দলগুলিই নয়, কেন্দ্রের জোট সরকারের শরিক বিজেপির তিন সহযোগী দলও আক্রমণ শানায়। ওই তিন দল হল লোক জনশক্তি পার্টি, রাষ্ট্রীয় লোকদল এবং জনতা দল (ইউনাইটেড)। তাদের দাবি, ওই নির্দেশ প্রত্যাহার করতে হবে।

ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ‘অ্যাসোসিয়েশন অফ প্রোটেকশন অফ সিভিল রাইটস’ (এপিসিআর), রাজনৈতিক ধারাভাষ্যকার অপূর্বানন্দ ও রাজনৈতিক কর্মী আকর পটেল এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে আবেদন পেশ করেন। এ ব্যাপারে ২৬ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

আরও পড়ুন

কানোয়ার যাত্রারুটে খাবারের দোকান নিয়ে নির্দেশের সমালোচনায় বিজেপির তিন শরিক, দাবি উঠল প্রত্যাহারের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।