Homeখবরদেশআজ শুরু বাদল অধিবেশন, মণিপুরের পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদ

আজ শুরু বাদল অধিবেশন, মণিপুরের পরিস্থিতি নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদ

প্রকাশিত

নয়াদিল্লি: মণিপুর পরিস্থিতি নিয়ে ক্ষোভের মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু সংসদের বাদল অধিবেশন (Parliament’s monsoon session)। ধারণা করা হচ্ছে, মণিপুরের পরিস্থিতি (Manipur situation) নিয়ে উত্তপ্ত হতে পারে সংসদ।

ইতিমধ্যে ১৫ জন বিরোধী সাংসদ মণিপুরে চলমান হিংসার ঘটনা নিয়ে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন। সংসদের সমস্ত কাজ স্থগিত করে এবং আলোচনা করার আবেদন জানিয়েছেন তাঁরা।

বিরোধীরা দাবি করেছে, মণিপুরের বিষয়ে সংসদে একটি বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গত ৩ মে থেকে জাতিগত হিংসায় উত্তপ্ত মণিপুর। দুই আদিবাসী মহিলাকে নগ্ন করে হাঁটানোর একটি ভিডিও সামনে আসায় এবং ব্যাপকভাবে প্রচারিত হওয়ায় আজ ক্ষোভ আরও বেড়ে যায়। উঠেছে গণধর্ষণের অভিযোগ। রাজ্য পুলিশ জানিয়েছে তদন্ত চলছে।

পুরো ঘটনা নিয়ে সংসদের উভয় কক্ষে প্রধানমন্ত্রী মোদীর বিবৃতির দাবি করে, তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি ভিডিও বার্তায় বলেন, “প্রধানমন্ত্রী যদি কথা না বলেন, তা হলে যে বিঘ্ন ঘটবে তার জন্য তিনি দায়ী থাকবেন। …’মন কি বাত’ যথেষ্ট হয়েছে, এখন ‘মণিপুর কি বাতে’র সময়”।

অন্য দিকে, মণিপুর নিয়ে আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে কেন্দ্র। সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, মণিপুরে দু’মাস ধরে চলছে হিংসা। সেখানে ৮০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মণিপুর-সহ সংসদে সমস্ত বিষয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার।

এ বারের বাদল অধিবেশন চলাকালীন ৩১টি বিল নিয়ে আসার কথা জানিয়েছে কেন্দ্র। সেগুলির মধ্যে এমন একটি বিল রয়েছে, যা অর্ডিন্যান্সকে প্রতিস্থাপনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে । এতে দিল্লিতে পোস্ট করা আমলাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেতে পারে কেন্দ্র।

এই বিলের বিরুদ্ধে বেশ কয়েক দিন ধরেই ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বিরোধী দলগুলির সমর্থন আদায়ের জন্য প্রচার চালিয়ে আসছেন। এই বিল নিয়ে রাজ্যসভায় সরকার এবং বিরোধীদের মধ্যে প্রবল বিতণ্ডা বাঁধতে পারে বলে অনুমান করা হচ্ছে। বলে রাখা ভালো, বিরোধী দলে ১০৫ জন সদস্য এই বিলের বিপক্ষে।

আরও পড়ুন: ‘আগে বালতি উল্টে দেখাক, তার পর সরকার’, বিজেপির দাবি নিয়ে কড়া জবাব মমতার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।