Homeখবরদেশদিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কী বলল বিদেশ মন্ত্রক?

দিল্লিতে তালিবান বিদেশমন্ত্রীর সাংবাদিক বৈঠকে নিষিদ্ধ মহিলা সাংবাদিকরা, কী বলল বিদেশ মন্ত্রক?

প্রকাশিত

দিল্লিতে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সাংবাদিক বৈঠক ঘিরে তীব্র বিতর্ক ছড়িয়েছে। শুক্রবার আফগান দূতাবাসে আয়োজিত ওই সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়, এবং শুধুমাত্র কয়েকজন পুরুষ সাংবাদিককেই অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।

এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ঠিক কয়েক ঘণ্টা আগে মুত্তাকির ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর। কিন্তু যা নজর কাড়ল, তা তাঁর বক্তব্য নয়—বরং সাংবাদিক বৈঠকে মহিলাদের সম্পূর্ণভাবে বাদ দেওয়া। এই দৃশ্য যেন তালিবান শাসনের পুরনো বাস্তবকেই মনে করিয়ে দিল, যেখানে নারীর উপস্থিতি বারবার অস্বীকার করা হয়েছে।

সূত্রের খবর, আমন্ত্রণ তালিকা তৈরি করেছিলেন মুত্তাকির সঙ্গে থাকা তালিবান কর্মকর্তারা। ভারতের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছিল, যাতে মহিলা সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়, কিন্তু সেই প্রস্তাব তালিবান প্রতিনিধিদল প্রত্যাখ্যান করে।

এর পর থেকেই দেশজুড়ে প্রতিক্রিয়ার ঝড়।

প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদম্বরম এক্সে লেখেন, “আমি হতবাক যে মহিলা সাংবাদিকদের ওই বৈঠক থেকে বাদ দেওয়া হয়েছে। আমার মতে, পুরুষ সাংবাদিকদের উচিত ছিল প্রতিবাদে সেই বৈঠক ত্যাগ করা।”

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে লেখেন, “প্রধানমন্ত্রী @narendramodiজি, দয়া করে ব্যাখ্যা করুন, কেন তালিবান প্রতিনিধির সাংবাদিক বৈঠক থেকে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়া হল। যদি আপনার নারী-অধিকার স্বীকৃতি শুধুই ভোটের সময়কার প্রতিশ্রুতি না হয়, তবে কীভাবে এই অপমান ভারতে ঘটল? এই দেশ তার নারীদের গর্ব করে, আর আজ তাঁদেরই অপমান করা হল।”

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও তীব্র ভাষায় নিন্দা করেন, “তালিবান মন্ত্রীকে মহিলা সাংবাদিক বাদ দিতে দিয়ে ভারত সরকার দেশের প্রতিটি মহিলাকে অপমান করেছে। একেবারে লজ্জাজনক ও কাপুরুষোচিত আচরণ।”

ঘটনার পর ভারতের বিদেশ মন্ত্রক (MEA) স্পষ্ট করে জানায়, “মুত্তাকির ওই সাংবাদিক বৈঠক আফগান দূতাবাসে অনুষ্ঠিত হয়েছিল, তাতে ভারতের কোনও ভূমিকা ছিল না।”

যখন মুত্তাকিকে আফগানিস্তানে মহিলাদের অধিকার নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, “প্রতিটি দেশের নিজস্ব রীতি, আইন ও মূল্যবোধ আছে। সেগুলির প্রতি সম্মান থাকা উচিত।”

তিনি আরও দাবি করেন, “তালিবান ক্ষমতায় আসার আগে প্রতিদিন ২০০ থেকে ৪০০ জন মারা যেত। এখন সেই অবস্থা নেই। দেশে আইন চলছে, সবাই তাদের অধিকার পাচ্ছে। যারা ভ্রান্ত প্রচার করছে, তারা ভুল করছে।”তালিবান সরকারের সমালোচকরা বলছেন, মুত্তাকির এই বক্তব্য আফগান নারীদের উপর চলা নিপীড়নের বাস্তবতা ঢাকতে ব্যর্থ। একদিকে তিনি শান্তি ও উন্নতির দাবি তুলেছেন, অন্যদিকে তাঁর নিজস্ব প্রেস কনফারেন্স থেকেই মহিলা সাংবাদিকদের বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রমাণ করে দিয়েছে, আফগানিস্তানে “শান্তি” মানে এখনো নারী-নিঃশব্দ এক সমাজ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: দুরন্ত ইংল্যান্ড! শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে

মহিলাদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ জিতে শীর্ষে উঠল ইংল্যান্ড। কলম্বোয় শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারাল তারা। শতরান করলেন ন্যাট শিভার-ব্রান্ট, চার উইকেট নিয়ে বিধ্বংসী সোফি একলেস্টোন।

দুর্গাপুর গণধর্ষণ নিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রীর বার্তা মমতাকে, পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের

দুর্গাপুরে ওড়িশার এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কড়া পদক্ষেপের আবেদন ওড়িশার মুখ্যমন্ত্রীর। পাল্টা তৃণমূল বলল— বিজেপি এক বছরেও অপরাজিতা বিল পাশ করেনি, নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ পেয়েছে।

আগামী দু-তিন দিনের মধ্যেই বর্ষা বিদায় শুরু, বৃষ্টি কি আর হবে?

এখনও রাজ্য থেকে পুরোপুরি বিদায় নেয়নি বর্ষা। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে।

আরও পড়ুন

‘ক্লাস নাইনে নয়, আরও আগে থেকেই যৌন শিক্ষা জরুরি’— গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

শিশুদের জন্য ক্লাস নাইনের পর নয়, বরং আরও অল্প বয়স থেকেই যৌন শিক্ষা চালুর পরামর্শ সুপ্রিম কোর্টের। কৈশোরে হরমোনজনিত পরিবর্তন সম্পর্কে সচেতন করাই লক্ষ্য, জানাল আদালত।

বিহার নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ পিকের দলের! নাম নেই কিশোরের, তবে রয়েছে চমক

বিহার নির্বাচনের আগে জন সুরাজ পার্টির প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলেন প্রশান্ত কিশোর। তালিকায় গণিতবিদ কেসি সিন্‌হা, প্রাক্তন আমলা, পুলিশ অফিসার ও চিকিৎসকসহ ৫১ জন প্রার্থী। এখনই নিজের নাম ঘোষণা করলেন না প্রশান্ত কিশোর।

এআই–চালিত পদ্মফুলের মতো ভাসমান টার্মিনাল! নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর (NMIA)। প্রথম ধাপে বছরে ২ কোটি যাত্রী পরিবহনের লক্ষ্য, ২০৩৬ সালের মধ্যে ৯ কোটি যাত্রী সক্ষমতা—ভারতের বিমান চলাচলে নতুন অধ্যায়।