Homeখবরদেশ১২ হাজার ছাঁটাইয়ে তোলপাড়! টিসিএস–এর সিদ্ধান্তে বিক্ষোভ, রাস্তায় নামল আইটি কর্মীদের সংগঠন

১২ হাজার ছাঁটাইয়ে তোলপাড়! টিসিএস–এর সিদ্ধান্তে বিক্ষোভ, রাস্তায় নামল আইটি কর্মীদের সংগঠন

টি সি এস–এর ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘোষণা। প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্তে উত্তাল দেশজুড়ে আইটি শহরগুলি। বিক্ষোভ সংগঠিত করছে ইউনাইট ও সিটু।

প্রকাশিত

ভারতের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (TCS) সম্প্রতি ঘোষণা করেছে যে তারা প্রায় ১২ হাজার কর্মীকে ছাঁটাই করবে। এই সিদ্ধান্তকে সংস্থার ইতিহাসে সবচেয়ে বড় কর্মী ছাঁটাই হিসেবে দেখা হচ্ছে। সংaস্থার বক্তব্য, ভবিষ্যতমুখী সংগঠন গড়ে তুলতে তারা কর্মীসংখ্যা কমাতে বাধ্য হচ্ছে। তবে কর্মী সংগঠনগুলির দাবি, এই ছাঁটাই কোনও প্রয়োজনের কারণে নয়, বরং মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে করা হচ্ছে।

ইউনিয়ন অফ আইটি অ্যান্ড আইটিইএস এমপ্লয়িজ (UNITE) এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে আন্দোলনে নেমেছে। চেন্নাই–সহ একাধিক শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে। সিটিও (CITU) এই আন্দোলনে ইউনাইট–এর পাশে দাঁড়িয়েছে। ইউনাইটের বক্তব্য, “কর্মীরা কেবল ব্যালেন্স শিটের সংখ্যা নন। এই অবৈধ ছাঁটাই কর্মসংস্থানের উপর সরাসরি আঘাত।”

সংগঠনের অভিযোগ, অভিজ্ঞ মধ্য ও উচ্চস্তরের কর্মীদের নিশানা করা হচ্ছে। এমনকি যাঁদের কর্মদক্ষতা ও নেতৃত্বের রেকর্ড যথেষ্ট শক্তিশালী, তাঁদেরও ছাঁটাইয়ের তালিকায় রাখা হয়েছে। ইউনাইটের হুঁশিয়ারি, সরকারের পক্ষ থেকে যদি দ্রুত হস্তক্ষেপ না আসে, তাহলে এই আন্দোলনকে আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেওয়া হবে।

অন্যদিকে, টি সি এস–এর তরফে জানানো হয়েছে, এই পরিবর্তন পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে পরিষেবার মান কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। সংস্থা জানিয়েছে, “আমরা বুঝতে পারছি এটি কর্মীদের কাছে অত্যন্ত কঠিন সময়। তাই উপযুক্ত সুবিধা, নোটিস পিরিয়ড ক্ষতিপূরণ, সেভারেন্স বেনিফিট, আউটপ্লেসমেন্ট, কাউন্সেলিং ও সহায়তা দেওয়া হবে।”

তবুও, সংস্থার এই সিদ্ধান্ত ঘিরে আইটি শিল্পের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়েছে। বিশেষত যারা বহু বছর ধরে এই ক্ষেত্রে কাজ করছেন, তাঁদের মধ্যে অনিশ্চয়তা বেড়ে গিয়েছে।

আরও পড়ুন: ফিউশন সিএক্স -এর নতুন ডেলিভারি সেন্টার শিলিগুড়িতে, ই-কমার্স ও রিটেল গ্রাহক সেবায় জোর

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে বন্ধ থাকবে হাওড়ার পানীয় জল সরবরাহ

পদ্মপুকুর ইনটেক পয়েন্টে পাম্প মেরামতির জন্য শনিবার দুপুরে হাওড়া পুরসভার সব ওয়ার্ডে বন্ধ থাকবে জল সরবরাহ। সন্ধ্যা থেকে ফের স্বাভাবিক পরিষেবা।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।