Homeখবরদেশতেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪,...

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

প্রকাশিত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় সোমবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ভারী পাথর বোঝাই একটি দ্রুতগামী লরি রাজ্য পরিবহন নিগমের (RTC) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে লরির বোঝাই করা নুড়ি-পাথর বাসের উপরে পড়ে যায়, এবং মুহূর্তের মধ্যেই বাসের সামনের অংশ পুরোপুরি চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান RTC বাসের চালক এবং লরির চালক, সঙ্গে আরও বেশ কয়েকজন যাত্রী। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। পুলিশ ও দুর্যোগ ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছে পৃথিবীমুভার (earthmover) দিয়ে ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের কাজ চালায়।

আহতদের প্রথমে নিয়ে যাওয়া হয় চেভেল্লা সরকারি হাসপাতালে, এবং যাঁদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের স্থানান্তর করা হয় গান্ধী হাসপাতাল ও উসমানিয়া হাসপাতালে। মুখ্যমন্ত্রী এ. রেবন্ত রেড্ডির নির্দেশে সেখানে বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন এবং দ্রুত উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দেন। তিনি রাজ্যের মুখ্যসচিবকে সংশ্লিষ্ট সমস্ত দফতরের সঙ্গে সমন্বয় রেখে সচিবালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন, যাতে পরিস্থিতির ওপর নজর রাখা যায়।

রাজ্যের পরিবহন মন্ত্রী পোন্নম প্রভাকর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি রঙ্গা রেড্ডি জেলার জেলা প্রশাসককে আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে বলেন এবং RTC-র আধিকারিকদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা তদারকির নির্দেশ দেন।

দুর্ঘটনার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এক্স-এ পোস্ট করে প্রধানমন্ত্রী বলেন, “এই ভয়াবহ দুর্ঘটনায় যাঁরা প্রভাবিত হয়েছেন এবং তাঁদের পরিবারকে আমি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেছেন, মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, অতিরিক্ত গতি ও ভারী বোঝাই লরির ভারসাম্য হারানোর ফলেই এই বিপর্যয় ঘটে।

রঙ্গা রেড্ডির এই দুর্ঘটনা গোটা তেলঙ্গানায় শোকের ছায়া ফেলেছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

বিশ্বকাপজয়ী রিচা ও দীপ্তিকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল! বাংলার গর্বকে অভিনন্দন ক্লাবের

মহিলাদের বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য রিচা ঘোষ ও দীপ্তি শর্মাকে সংবর্ধনা দেবে ইস্টবেঙ্গল ক্লাব। বাংলার মহিলাদের ক্রিকেটে তাঁদের অবদানকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত।

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

আরও পড়ুন

বেঙ্গালুরু থানায় নির্যাতন! চুরির অভিযোগে বাংলার পরিযায়ী গৃহকর্মী দম্পতিকে ৩ ঘণ্টা ধরে মারধরের অভিযোগ

বেঙ্গালুরুর ভারথুর থানায় পশ্চিমবঙ্গের গৃহকর্মী ও তাঁর স্বামীকে নৃশংসভাবে মারধরের অভিযোগ। তিন ঘণ্টা ধরে চলে নির্যাতন, অভিযোগ দায়ের মানবাধিকার কমিশনে। রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী রিপোর্ট তলব করেছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

শ্রীকাকুলামে বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১০, মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা

খবর অনলাইন ডেস্ক: অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে এক ভয়াবহ পদদলিত হওয়ার...