ভোট মিটতেই ফের জঙ্গি হামলা জম্মু-কাশ্মীরে। গান্দেরবাল জেলার গাগাঙ্গির এলাকায় একটি নির্মাণস্থলে জঙ্গিরা হামলা চালিয়ে এক ডাক্তার ও পাঁচজন শ্রমিককে হত্যা করেছে। সরকারি সূত্রে রবিবার এই তথ্য জানানো হয়েছে। সূত্র আরও জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্থানীয় এবং বহিরাগত শ্রমিক রয়েছেন।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলাকে “কাপুরুষোচিত ও নিন্দনীয়” বলে অভিহিত করেছেন। তিনি এক্স-এ পোস্ট করে বলেন, “গাগাঙ্গির হামলায় আহত শ্রমিকদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। গুরুতর আহতদের শ্রীনগরের এসকেআইএমএস-এ পাঠানো হচ্ছে।”
জঙ্গিরা একটি নির্মাণাধীন টানেলের কাজ করছিল এমন শ্রমিকদের ক্যাম্পে হামলা চালায়। পুলিশ ও সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং হামলাকারীদের সন্ধানে অভিযান চলছে।
জম্মু-কাশ্মীর পুলিশের এক্স হ্যান্ডেল থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, “গাগাঙ্গির, গান্দেরবাল এলাকায় জঙ্গি হামলা হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। বিস্তারিত পরে জানানো হবে।”
ঘটনার নিন্দা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এক্স-এ পোস্ট করেন, “গাগাঙ্গির, সোনামার্গ, জম্মু ও কাশ্মীরে নিরীহ শ্রমিকদের ওপর এই ভয়াবহ সন্ত্রাসী হামলাটি অত্যন্ত নিন্দনীয়। তারা একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পে কাজ করছিলেন।”