Homeখবরদেশরাষ্ট্রপতির ভাষণে শুরু, এ বারের বাজেট অধিবেশনে ৩৬টি বিল আনতে পারে কেন্দ্র

রাষ্ট্রপতির ভাষণে শুরু, এ বারের বাজেট অধিবেশনে ৩৬টি বিল আনতে পারে কেন্দ্র

প্রকাশিত

নয়াদিল্লি: মঙ্গলবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। শুরু হবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে। তিনি যৌথ ভাবে উভয় কক্ষে ভাষণ দেবেন। কেন্দ্রীয় সরকারও একই দিনে নিজের অর্থনৈতিক সমীক্ষা পেশ করবে। ১ ফেব্রুয়ারি পেশ করা হবে সাধারণ বাজেট। সেই বাজেটের ইঙ্গিত দিতে পারে এই অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট।

জানা গিয়েছে, নতুন সংসদ ভবন প্রায় প্রস্তুত হয়ে গেলেও এ বারের অধিবেশনের বৈঠকগুলো হবে পুরনো সংসদ ভবনে। নতুন ভবনে সংসদের পরবর্তী বৈঠক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামী বছর লোকসভা ভোট। ফলে এটাই হবে বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এমতাবস্থায় সরকার এই বাজেটে কিছু গুরুত্বপূর্ণ ঘোষণাও করতে পারে। পাশাপাশি প্রায় ২৭ দিন ধরে চলা এই অধিবেশনে সরকার নিজের যাবতীয় কাজ সেরে ফেলতে পারে, যেগুলি ইতিমধ্যেই ঘোষণা করেছে। এর মধ্যে ভারতের উচ্চশিক্ষা কমিশন-সহ নির্বাচনী সংস্কারের বেশ কয়েকটি বিল অন্তর্ভুক্ত থাকতে পারে।

সূত্রের খবর, সরকারের পক্ষ থেকে মোট ৩৬টি বিল আনার সম্ভাবনা রয়েছে। বিশেষ বিষয় হল সংসদের এই বাজেট অধিবেশন ৩১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৬ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে প্রায় এক মাস ছুটি থাকবে। প্রস্তাবিত তফসিল অনুযায়ী, বাজেট অধিবেশনের প্রথম পর্ব চলবে ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় অধিবেশন ১৩ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলবে। প্রায় ৬৬ দিনের এই পুরো অধিবেশনে মোট ২৭টি বৈঠক হবে।

বিশেষজ্ঞদের ধারণা, দেশের বড়ো অংশের মধ্যবিত্তকে স্বস্তি দেওয়ার জন্য আয়কর স্ল্যাব পরিবর্তন করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গ্রামীণ কর্মসংস্থান, স্থানীয় উৎপাদন শিল্পের জন্য আর্থিক বরাদ্দ বাড়াতে পারে কেন্দ্র।

আরও পড়ুন: বাংলা বইমেলা দিল্লিতে হবে, কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।