নয়া দিল্লি : রাতে পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন প্রতিবেশী। প্রতিবেশীর বাড়ির সামনে আসতেই ঘটে গেল দুর্ঘটনা।পোষ্য কুকুর নিয়ে বচসা। প্রতিবেশীর মুখে অ্যাসিড ছুড়ে মারলেন অন্য আরেক প্রতিবেশী। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য দিল্লির উত্তম নগর এলাকায়। জানা যাচ্ছে, যে যুবকের ওই পোষ্য কুকুর তার বাবা বচসা থামাতে আসলেই প্রতিবেশী বাথরুম পরিষ্কার করার অ্যাসিড জাতীয় তরল তাঁর মুখে ছুঁড়ে মারেন। আহত ওই ব্যক্তিকে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স বা এইমসের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারী ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, হামলাকারী ব্যক্তির নাম রাজেশ্বর। তিনি দিল্লির উত্তম নগরের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শনিবার রাত ১০টা নাগাদ থানায় ফোন আসে। জানানো হয়, দুই প্রতিবেশীর মধ্যে তুমুল বচসা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।সেখানে গিয়ে দেখা যায়, এক ব্যক্তির মুখে অ্যাসিড জাতীয় পদার্থ ছুড়ে মারা হয়েছে। তড়িঘড়ি তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত ঐ ব্যক্তির ছেলে অভিষেক তাদের পোষ্য কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন রাত্রে। প্রতিবেশীর বাড়ির কাছে পৌঁছতেই গালিগালাজ শুরু করেন প্রতিবেশী। শুরু হয় বচসা। এরপরেই ঘটে গেল বড়সড় ঘটনা। অ্যাসিড ছোঁড়ার ঘটনায় মুখের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে ওই ব্যাক্তির। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।