উত্তরপ্রদেশ : উত্তরাখণ্ডের ঘটনার পুনরাবৃত্তি এবার উত্তরপ্রদেশে। উত্তর প্রদেশের আলিগড়ে বেশ কয়েকটি বাড়িতে ধরেছে ফাটল। আতঙ্কে ঘুম উড়েছে সাধারণ মানুষের। জানা গিয়েছে, যোগী রাজ্যের আলিগড়ের কানওয়াড়িগঞ্জ এলাকায় একাধিক বাড়িতে ফাটল ধরেছে। স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক দিন ধরেই এলাকার বেশ কিছু বাড়িতে এই ফাটল দেখা দিয়েছে। পুরসভাকে একাধিকবার জানানো হলেও কোনরকম পদক্ষেপ নেয়নি পুরসভা। যে কোনো মুহূর্তে বাড়ি ভেঙ্গে পড়ার আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের।
দেবভূমি উত্তরাখণ্ডের অন্যতম পর্যটন কেন্দ্রিক ও গুরুত্বপূর্ণ শহর জোশীমঠ। শীতকালে বদ্রীনাথের ঠিকানা হয় এই ছোট্ট পাহাড়ি শহর। কিন্তু সেই শহরেরই অস্তিত্ব আজ সঙ্কটের মুখে। ধীরে ধীরে বসে যাচ্ছে সেখানের মাটি, ফাটল ধরছে বাড়ি-রাস্তায়। সরকারের তরফে বৈঠক করে জোশীমঠকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। সেখানের বাসিন্দাদের দ্রুত স্থানান্তর করার ব্যবস্থা করতে বলা হয়েছে। এই পরিস্থিতির মাঝেই এবার উত্তর প্রদেশেও ফাটলের আতঙ্ক দেখা দিল।