এনসিসির ৭৫ বছর পার, ৭৫ টাকার বিশেষ মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

নয়া দিল্লি : ৭৫ বছর সম্পন্ন হল ন্যাশনাল ক্যাডেট কর্পসের। ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হল বিশেষ মুদ্রা। মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, প্রতিবছরের ন্যায় চলতি বছরেও দিল্লির কারিয়াপ্পা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছিল এক বিশেষ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী।

এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ১৯ টি দেশের মোট ১৯৬ জন আধিকারিক এবং ক্যাডেট। এই অনুষ্ঠান থেকেই মুদ্রা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এদিন প্রথম মন্ত্রী বলেন,’ ৭৫ বছর উদযাপন করল এনসিসি। যারা ৭৫ বছর ধরে এনসিসির প্রতিনিধি ছিলেন তাঁরা সকলেই এর অংশ। দেশ গঠনে তাঁদের বিশেষ অবদান রয়েছে ‘।

প্রধানমন্ত্রীর কন্ঠে আরও একবার শোনা গেল দেশের তরুণদের প্রশংসা। প্রধানমন্ত্রী বলেন আগামীতে দেশ গঠন করবে তরুণরাই। এদিন তিনি বলেন,’ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে সংস্কারের ফলে দেশের যুবসমাজ উপকৃত হচ্ছে। সশস্ত্র বাহিনীর তিনটি শাখায় মোতায়ন করা হয়েছে নারীদের। সীমান্ত এলাকায় এবং উপকূলীয় এলাকা থেকে প্রায় ১ লক্ষ মানুষ মনোনীত হচ্ছে এনসিসির জন্য। যুব শক্তিরা যেভাবে দেশের উন্নতির জন্য এগিয়ে আসছে তাতে তাঁরা যথেষ্ট প্রশংসার যোগ্য ‘।

আরও পড়ুন : বাজেট ২০২৩: ‘ডিজিটাল রুপি’ নিয়ে বিশেষ প্রত্যাশা

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন