Homeখবরদেশটুইটারে করেছিলেন রাজ্যসভার ভিডিও, কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন উপরাষ্ট্রপতি

টুইটারে করেছিলেন রাজ্যসভার ভিডিও, কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করলেন উপরাষ্ট্রপতি

প্রকাশিত

নয়া দিল্লি : চলতি বাজেট অধিবেশন থেকে সাসপেন্ড করা হল কংগ্রেস সাংসদ রজনী অশোকরাও পাতিলকে। অভিযোগ, রাজ্যসভার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন তিনি। আর সেই কারণেই সাসপেন্ড হতে হল কংগ্রেস সাংসদকে। অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মতামত গ্রহণ করে কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

জগদীপ ধনখড় বলেন, “গতকাল পাবলিক ডোমেনে, টুইটারে, এই কক্ষের কার্যপ্রণালী সম্পর্কিত একটি ভিডিয়োর প্রচার করা হয়েছে। রজনী অশোকরাও পাতিল এই অস্বস্তিকর কর্মকাণ্ডে জড়িত ছিলেন। আমি এই ঘটনাটিকে গুরুতর ঘটনা হিসেবেই দেখেছি এবং প্রয়োজনীয় সবকিছু করেছি। নীতিগত দিক থেকে এবং সংসদের পবিত্রতা রক্ষার জন্য বাইরের কোনও সংস্থার সহায়তা নেওয়া যাবে না। এক সংসদীয় বিশেষাধিকার কমিটি এই বিষয়টির তদন্ত করবে। সেই কমিটি তাদের রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত রজনী পাতিল সাসপেন্ড থাকবেন।”

রাজ্যসভা থেকে সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পর রজনী পাটিল বলেন, “আমরা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাব বারবার থামিয়ে দিয়েছি। এর জন্য ওরা ভয় পেয়ে গিয়েছে। এটা তাদের তৈরি কর্মসূচি। আমি এরকম কিছুই করিনি। কিন্তু, আমি কিছু না করা সত্ত্বেও আমাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। আমি স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে এসেছি। আমার সংস্কৃতি আমায় কোনওদিন আইন লঙ্ঘন করার শিক্ষা দেয়নি”।

উল্লেখ্য, বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ চলাকালীন বিরোধী সাংসদরা ওয়েলে নেমে স্লোগান দিচ্ছিলেন। রজনী অশোকরাও পাতিল রাজ্যসভার ভিতর থেকেই সেই ঘটনার ভিডিয়ো রেকর্ড করে টুইট করেছিলেন। বিষয়টি মোটেই ভালভাবে নেননি রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আর সে কারণেই সাসপেন্ড করা হল কংগ্রেস সাংসদকে।

সাম্প্রতিকতম

সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধার করে মুন্না, ফিরোজরা মনে করিয়ে দিলেন জন হেনরিকে – ‘শ্রমিকের জয়গান কান পেতে শোন ওই…’

পঙ্কজ চট্টোপাধ্যায় ‘মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না,...

কলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন দেশ-বিদেশের অনেকেই। ৫ ডিসেম্বর শুরু হচ্ছে...

কেটেছে উত্তরকাশীর সুড়ঙ্গ সংকট, এ বার ছবি তৈরির জন্য দৌড়াদৌড়ি বলিউডে

দর্শকের আবেগ স্পর্শ করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল বাস্তবের কাহিনি বা সত্য ঘটনা। কালজয়ী...

চিনে বেড়েছে ‘রহস্যময় নিউমোনিয়া’-র প্রকোপ, কেন্দ্রের নির্দেশের পর সতর্ক একাধিক রাজ্য

কয়েক মাস আগে করোনা মহামারি থেকে স্বস্তি পেয়েছে গোটা বিশ্ব। এখন আবারও নতুন এক...

আরও পড়ুন

চিনে বেড়েছে ‘রহস্যময় নিউমোনিয়া’-র প্রকোপ, কেন্দ্রের নির্দেশের পর সতর্ক একাধিক রাজ্য

কয়েক মাস আগে করোনা মহামারি থেকে স্বস্তি পেয়েছে গোটা বিশ্ব। এখন আবারও নতুন এক...

‘ইঁদুর-গর্ত’ প্রক্রিয়ায় উদ্ধার করা হল আটকে থাকা শ্রমিকদের, জেনে নিন কী সেই প্রক্রিয়া

দেহরাদুন: যন্ত্র নয়, শেষ পর্যন্ত মানুষের কায়িক পরিশ্রমই সাফল্য এনে দিল উত্তরকাশীর সিলকিয়ারা সুড়ঙ্গে...

রাজ্যের ৩ জন-সহ সব শ্রমিককেই নিরাপদে বাইরে আনা হল, উদ্ধার অভিযানের প্রশংসায় প্রধানমন্ত্রী    

দেহরাদুন: সমস্ত উৎকণ্ঠা, উদ্বেগ, প্রতীক্ষার অবসান হল। ১৭ দিন ধরে উত্তরকাশীর কাছে সুড়ঙ্গে আটকে...