Homeখবরদেশইজরায়েল-হামাস সংঘাতে তেল সরবরাহে ব্যাঘাত ঘটবে কি? খোলসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী

ইজরায়েল-হামাস সংঘাতে তেল সরবরাহে ব্যাঘাত ঘটবে কি? খোলসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী

প্রকাশিত

ইজরায়েল-হামাস বিরোধের কারণে বিশ্বব্যাপী অপরিশোধিত তেল ও গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটার কোনো সম্ভাবনা নেই। এমনটাই জানালেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী।

বৃহস্পতিবার দ্বাদশতম সিজিডি টেন্ডার রাউন্ডের সূচনা উপলক্ষে আয়োজিত সংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি যাই হোক না কেন, তার প্রভাব অপরিশোধিত তেলের দামে প্রভাব ফেলেনি। তবে সরকার সম্পূর্ণ সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, “অভ্যন্তরীণ বাজারে জনসাধারণের কাছে যে দামে জ্বালানি সরবরাহ করা হচ্ছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা পুরো পরিস্থিতির উপর নজর রাখছি এবং আশা করি আর কোনো সমস্যা হবে না”।

উল্লেখযোগ্য ভাবে, এক দিন আগেই মন্ত্রী বলেছিলেন, ইজরায়েল-প্যালেস্তাইন বিরোধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। যা ভারতের সমগ্র অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। তবে, বৃহস্পতিবার তাঁর মন্তব্যে অনেকটাই আশ্বস্ত হওয়া গেল। কারণ, বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও প্রায় ৩ শতাংশ কমেছে।

তাঁর মতে, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি বিশ্ব অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টার উপর বিরূপ প্রভাব ফেলবে। ইজরায়েল এবং হামাসের মধ্যে বিরোধ ছাড়া, সৌদি আরব এবং রাশিয়ার সরবরাহ হ্রাসের কারণে অপরিশোধিত তেলের দামও ঊর্ধ্বমুখী হয়েছে। তেলের অত্যধিক দাম অর্থনৈতিক অস্থিরতার কারণ হতে পারে। যেমন ঘটনার সাক্ষী হয়েছিল ২০০৮ সাল। যখন দাম বৃদ্ধির কারণে চাহিদা কমে গিয়েছিল।

এখন বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা বলেছে, ইজরাইল-হামাস যুদ্ধ সীমিত থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে খুব একটা পরিবর্তন হবে না। কিন্তু যদি ইস্যুটি বিস্তৃত হয় এবং মিশর বা অন্যান্য দেশ সংঘাতে জড়িয়ে পড়ে, তা হলে ছবিটা উল্লেখযোগ্য ভাবে বদলে যেতে পারে। কারণ, গত শনিবার প্যালেস্তেনীয় সশস্ত্র সংগঠন হামাস ইজরায়েলে রকেট নিক্ষেপের পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছিল ৪ শতাংশ। সংঘাত দীর্ঘস্থায়ী হলে প্রভাব এড়ানো কঠিন হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধে ভারত কি কোনো ভাবে লাভবান হতে পারে?

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

মহারাষ্ট্রের মুম্বইয়ের লালবাগছা রাজার গণেশ পুজো বিশাল আকৃতির গণপতি বাপ্পার আরাধনা করে। মরাঠা বীর ছত্রপতি শিবাজির হাত ধরে জনপ্রিয় হওয়া এই পুজো আজ দেশের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে গেছে।

এয়ার ইন্ডিয়ার বিমানেও এবার মাঝ আকাশেও ওয়াইফাই পরিষেবা 

এয়ার ইন্ডিয়ার পাশাপাশি চলন্ত বিমানে মাঝ আকাশে ওয়াইফাই পরিষেবা দেয় জেটব্লু, নরওয়েইয়ান এয়ার, ফিলিপিন এয়ারলাইনস, এয়ার নিউজিল্যান্ড, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, ভার্জিন অ্যাটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফৎহানসার মতো অসামরিক বিমান পরিবহণ সংস্থা।

উত্তরপ্রদেশে নেকড়ের হানায় একের পর এক মৃত্যু, কেন মানববসতিতে ঢুকে আক্রমণ?

উত্তরপ্রদেশের বেহরাইচে নেকড়ের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষুব্ধ নেকড়েরা প্রতিশোধ নিচ্ছে তাদের আবাস বা শাবকদের ক্ষতির কারণে। আতঙ্কে গ্রামবাসীরা সন্ধ্যার পর বাইরে বেরোচ্ছেন লাঠি ও লোহার রড নিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?