Homeখবরদেশমণিপুরের ইম্ফলে হাজারো মানুষের প্রতিবাদ মিছিল, আফস্পা অপসারণের দাবি

মণিপুরের ইম্ফলে হাজারো মানুষের প্রতিবাদ মিছিল, আফস্পা অপসারণের দাবি

প্রকাশিত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মঙ্গলবার (১০ ডিসেম্বর) মণিপুরের ইম্ফলে হাজারো মানুষ রাস্তায় নেমে আফস্পা (আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট), ১৯৫৮ বাতিলের দাবি জানায়। পাশাপাশি তারা মানবাধিকার সুরক্ষা এবং রাজ্যের সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিও তোলে।

ইম্ফল ওয়েস্ট জেলার থাঙ্গমেইবান্দ থাউ গ্রাউন্ড থেকে শুরু হয়ে মিছিলটি ইম্ফল সিটি মার্কেট, খোয়াইরামবান্দ কৈথেল হয়ে খুমান লম্পাক পর্যন্ত যায়। মিছিল থেকে স্লোগান ওঠে, “আফস্পা অপসারণ করো, বাতিল করো” এবং “স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার”, ইত্যাদি।

জানা গিয়েছে, এই প্রতিবাদ মিছিলটি পাঁচটি নাগরিক সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়, যার নেতৃত্ব দেয় অল মণিপুর ইউনাইটেড ক্লাব অর্গানাইজেশন (এএমইউসিও)। অংশগ্রহণকারী অন্যান্য সংগঠনের মধ্যে ছিল পোইরেই লেইমারোল মেইরা পাইবি আপুনবা মণিপুর, অল মণিপুর উইমেন ভলান্টারি অ্যাসোসিয়েশন, কমিটি অন হিউম্যান রাইটস (সিওএইচআর) এবং মণিপুর স্টুডেন্ট ফেডারেশন।

মিছিল চলাকালীন এএমইউসিও-র সভাপতি নান্দো লুওয়াং সাংবাদিকদের জানান, এই প্রতিবাদ মূলত মণিপুরের পাঁচটি জেলার ছয়টি পুলিশ স্টেশন এলাকার মধ্যে এএফএসপিএ প্রয়োগের বিরুদ্ধেই আয়োজিত হয়।

গত বছরের মে মাস থেকে ইম্ফল ভ্যালি-কেন্দ্রিক মেইতেই এবং পার্শ্ববর্তী পাহাড়ি এলাকার কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষে মণিপুরে আড়াইশোর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং হাজারো মানুষ গৃহহীন হয়েছে।

এরই মধ্যে, গত সেপ্টেম্বর মাস থেকেই মণিপুরে মেইতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। দফায় দফায় সংঘর্ষ চলছে মণিপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে। বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ ও আধাসেনার যৌথ দল।

উল্লেখ্য, গত অক্টোবর মাসের শুরুতেই মণিপুরে ছ’মাসের জন্য বর্ধিত হয়েছিল আফস্পা-র মেয়াদ। ইম্ফল, বিষ্ণুপুর, জিরিবাম-সহ ১৯টি থানা এলাকা বাদ দিয়ে গোটা রাজ্যেই এই আইনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। নভেম্বরে স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম ইম্ফলের সেকমাই ও লামসাং, পূর্ব ইম্ফলের লামলাই, বিষ্ণুপুরের মইরাং, কাংপোকপির লেইমাখং এবং জিরিবাম থানা এলাকায় নতুন করে আফস্পা চালু করা হয়েছে। 

আরও পড়ুন: মেগা প্রতিরক্ষা চুক্তি! চিনকে ঠেকাতে রাশিয়ার সঙ্গে কয়েকশো কোটি ডলারের চুক্তি করতে চলেছে ভারত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।