Homeখবরদেশকেরলে মোদীর জনসভায় আত্মঘাতী বোমা হামলার হুমকি, শুরু তদন্ত

কেরলে মোদীর জনসভায় আত্মঘাতী বোমা হামলার হুমকি, শুরু তদন্ত

প্রকাশিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় আত্মঘাতী বোমা হামলার হুমকি। কেরলের বিজেপি প্রধান কে সুরেন্দ্রনের অভিযোগ, তিনি গত সপ্তাহে একটি চিঠি পেয়েছেন, যাতে প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কেরল পুলিশ ও নিরাপত্তা এজেন্সিগুলি।

সুরেন্দ্রন বলেছেন, মালয়ালম ভাষায় লেখা যে চিঠিটি তিনি পেয়েছেন তা কেরলের ডিজি-র হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তাঁর কথায়, “আসলে, আমরা ডিজি, পুলিশ, এসপিজি এবং ইন্টেলিজেন্স ব্যুরোকে (আইবি) চিঠি দিয়েছিলাম। প্রত্যেকেই এর তদন্ত করছে।” অন্য দিকে, প্রধানমন্ত্রী সফরের আগে এভাবে নিরাপত্তা বিঘ্নিত হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রকের রাজ্য প্রতিমন্ত্রী এম মুরলিধরণ। এ ব্যাপারে তিনি দোষারোপ করেছেন রাজ্য পুলিশকেই।

কে পাঠিয়েছে হুমকি চিঠি

বিজেপি নেতা বলেন, “স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) হল বিশ্বের সবচেয়ে দক্ষ নিরাপত্তা সংস্থা। তারা সবসময় প্রধানমন্ত্রীর জীবন রক্ষা করে। বিভিন্ন চরমপন্থী সংগঠন এবং শহুরে নকশালরা এ ধরনের হুমকি দিতে পারে। মানুষ অবশ্যই প্রধানমন্ত্রী মোদীর সফরের সময় এসপিজি-র নিয়ম মেনে চলবেন।”

তদন্তে নেমে প্রাথমিক ভাবে এনকে জনি নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জনি কোচির বাসিন্দা। জানা যায়, চিঠিটির প্রেরকের জায়গায় তাঁরই ঠিকানা রয়েছে। তবে হুমকি চিঠি লেখার বিষয়টি অস্বীকার করেন তিনি। তাঁর অভিযোগ, বিরোধী গোষ্ঠীর কেউ তাঁর বদনাম করার জন্য এই চিঠি বিজেপি দফতরে পাঠিয়েছে।

একাধিক প্রকল্প উদ্বোধন ও শিলান্যাস

আগামী ২৫ এপ্রিল তিরুঅনন্তপুরম এবং কাসারগোড়ের মধ্যে চলা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। তিরুঅনন্তপুরম সেন্ট্রাল স্টেশনে কেরলের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের পতাকা উন্মোচন করবেন তিনি। এই ট্রেনটি তিরুঅনন্তপুরম, কোল্লাম, কোট্টায়ম, এর্নাকুলাম, ত্রিশুর, পলক্কড়, পাঠানামথিট্টা, মলপ্পুরম, কোঝিকোড়, কন্নুর এবং কাসরগোড়-সহ ১১টি জেলাকে কভার করবে।

সবমিলিয়ে ৩,২০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী। তিনি কোচি ওয়াটার মেট্রো দেশকে উৎসর্গ করবেন। এর মাধ্যমে কোচির আশেপাশের ১০টি দ্বীপকে যুক্ত করা সম্ভব হবে।

কোচি ওয়াটার মেট্রো ছাড়াও, ডিন্ডিগুল-পালানি-পালক্কড় সেকশনের রেল বিদ্যুদয়নও প্রধানমন্ত্রী উৎসর্গ করবেন। অনুষ্ঠান চলাকালীন, তিরুঅনন্তপুরম, কোঝিকোড় এবং ভারকালা শিবগিরি রেলওয়ে স্টেশনগুলির পুনর্নির্মাণ-সহ বিভিন্ন রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ‘কারও প্ররোচনায় পা দেবেন না’, খুশির ইদে বার্তা মুখ্যমন্ত্রীর

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

‘লালবাগছা রাজা’-র সামনে নতমস্তক ধনকুবের শিল্পপতি থেকে বলিউডের সেলেব

মহারাষ্ট্রের মুম্বইয়ের লালবাগছা রাজার গণেশ পুজো বিশাল আকৃতির গণপতি বাপ্পার আরাধনা করে। মরাঠা বীর ছত্রপতি শিবাজির হাত ধরে জনপ্রিয় হওয়া এই পুজো আজ দেশের প্রায় প্রতিটি কোণায় ছড়িয়ে গেছে।

এয়ার ইন্ডিয়ার বিমানেও এবার মাঝ আকাশেও ওয়াইফাই পরিষেবা 

এয়ার ইন্ডিয়ার পাশাপাশি চলন্ত বিমানে মাঝ আকাশে ওয়াইফাই পরিষেবা দেয় জেটব্লু, নরওয়েইয়ান এয়ার, ফিলিপিন এয়ারলাইনস, এয়ার নিউজিল্যান্ড, চায়না ইস্টার্ন এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস, ভার্জিন অ্যাটলান্টিক, ব্রিটিশ এয়ারওয়েজ ও লুফৎহানসার মতো অসামরিক বিমান পরিবহণ সংস্থা।

উত্তরপ্রদেশে নেকড়ের হানায় একের পর এক মৃত্যু, কেন মানববসতিতে ঢুকে আক্রমণ?

উত্তরপ্রদেশের বেহরাইচে নেকড়ের হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষুব্ধ নেকড়েরা প্রতিশোধ নিচ্ছে তাদের আবাস বা শাবকদের ক্ষতির কারণে। আতঙ্কে গ্রামবাসীরা সন্ধ্যার পর বাইরে বেরোচ্ছেন লাঠি ও লোহার রড নিয়ে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?