Homeখবরদেশবর্ষার রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা! গাড়ি নিয়ে বেরোলে অবশ্যই এই ১০টি বিষয় মাথায়...

বর্ষার রাস্তায় ভয়ঙ্কর দুর্ঘটনা! গাড়ি নিয়ে বেরোলে অবশ্যই এই ১০টি বিষয় মাথায় রাখবেন

প্রকাশিত

বর্ষাকাল শুরু হয়েছে। ক’দিন ধরে কলকাতা-সহ জেলায় জেলায় ঝিরঝিরে বৃষ্টি। এর পরে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েক দিনের মধ্যেই। এক নাগাড়ে বৃষ্টিতে অনেক রাস্তাই জলের তলীয় যায়। আটকে পড়ে যানবাহন। দুর্ঘটনার সম্ভাবনাও কম নয়।

বর্ষাকালে গাড়ি নিয়ে বাইরে বেরনোর সময় বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলির মধ্যেই অন্যতম কয়েকটি-

১. জল জমে যায় অথবা যানজ‌ট হয়, এমন রাস্তা এড়িয়ে চলুন। ট্রাফিক পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অথবা এফএম রেডিওতে এর আপডেট পেয়ে যাবেন।

২. যে রাস্তায় গভীর জল জমেছে, সেই রাস্তা এড়িয়ে চলুন। আবার কাদা রাস্তায় গাড়ি চালানোর সময়েও বাড়তি সতর্কতা দরকার।

৩. জলের তলায় চলে যাওয়া রাস্তায় গাড়ি চালানোর সময় ব্রেক রোটারগুলিতে তাপ উৎপন্ন করতে কয়েকবার ব্রেক কষে নিতে পারেন। এটি ব্রেক শুকিয়ে যেতে সাহায্য করে এবং যখন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন পর্যাপ্ত স্টপিং পাওয়ার দেয়।

৪. দৃশ্যমানতা হ্রাস এড়াতে উইন্ডস্ক্রিনে জল সরাতে ওয়াইপার সক্রিয় রাখুন। ওয়াইপার ব্লেডগুলি নিয়মিত পরীক্ষা করুন। সামান্য ত্রুটি দেখা দিলে বদলে নিন।

৫. গাছের নীচে গাড়ি পার্কিং করবেন না।

৬. রাস্তার গর্ত থেকে ইঞ্জিনের মধ্যে জল ছিটকে আসতে পারে, গাড়ি ধীরে চালান।

৭. জলে ড্রাইভিং করার পরে গাড়িটি সঠিক ভাবে পরীক্ষা করে নিন, দেখুন কোনও ক্ষতি হয়েছে কিনা। বিশেষ ভাবে নজর দিন গাড়ির টায়ারে।

৮. গাড়ির মেঝেতে জলরোধী ম্যাট ব্যবহার করুন। ভেজা সিট শুকানোর জন্য একটি বহনযোগ্য ভ্যাকুয়াম ক্লিনার সঙ্গে রাখতে পারেন।

৯. জানালা পরিষ্কার করতে ডিফ্রোস্টার ব্যবহার করুন। জানালা ও দরজার সিল যেন ভাঙা না থাকে সেদিকে খেয়াল রাখুন। এতে গাড়ির ভিতর জল ঢুকতে পারে।

১০. বৃষ্টিভেজা রাস্তায় গতি নিয়ন্ত্রণে রাখুন। বিশেষজ্ঞরা বলেন, শুষ্ক রাস্তার চেয়ে ভেজা রাস্তায় থামতে তিনগুণ বেশি সময় লাগে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা উঠল দু’ বছর পর, শ্রাবণীমেলায় জল্পেশ মন্দিরের গর্ভগৃহে ঢুকতে পারবেন পুণ্যার্থীরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

শুক্রবার প্রকাশ উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফল, দুপুর ২টো থেকে অনলাইনে দেখা যাবে ফলাফল

৩১ অক্টোবর প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ফলাফল। দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা করবে সংসদ। দুপুর ২টা থেকে অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখা যাবে ফল।

ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্ট শক্তির জেরে উত্তরবঙ্গে অতি প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

ঘূর্ণিঝড় মোন্থা স্থলভাগে আঘাত হানার পর দুর্বল হলেও তার প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে।

দ্বিতীয় ত্রৈমাসিকে ব্যান্ডন ব্যাংকের মুনাফা ৮৮% কমে ₹১১২ কোটি, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

আরও পড়ুন

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

মুম্বইয়ের স্টুডিয়োয় ২০ শিশুকে পণবন্দি করে খুনের হুমকি দেওয়া রোহিত আর্যকে? পুলিশের গুলিতে নিহত অপহরণকারী

মুম্বইয়ের পাওয়াই এলাকায় স্টুডিওতে ২০ জন শিশুকে জিম্মি করেন এক ব্যক্তি, রোহিত আর্য। এক ঘণ্টা টানা উদ্ধার অভিযানের পর তাঁকে গ্রেফতার করা হলেও পরে মৃত্যু হয় তাঁর। সমস্ত শিশু নিরাপদে পরিবারের কাছে ফেরানো হয়েছে।

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।