Homeখবরদেশ৩০ দিনের মধ্যে বন্ধ হবে ১০ অঙ্কের মোবাইল নম্বর থেকে প্রচারমূলক বার্তা...

৩০ দিনের মধ্যে বন্ধ হবে ১০ অঙ্কের মোবাইল নম্বর থেকে প্রচারমূলক বার্তা পাঠানো, কড়া পদক্ষেপ ট্রাই-এর

প্রকাশিত

টেলিকম রেগুলেটরি অথরিটি অর্থাৎ ট্রাই (TRAI)-এর নতুন নির্দেশ। টেলিমার্কেটিং সংস্থাগুলিকে লাগাম টানার কড়া পদক্ষেপ। মোবাইল ফোন ব্যবহারকারীদের হয়রানি করে এমন প্রচারমূলক বার্তা পাঠানোর বিরুদ্ধে কঠোর হয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

১০ সংখ্যার মোবাইল নম্বর

ট্রাই স্পষ্ট করে জানিয়েছে, প্রচারমূলক উদ্দেশে বার্তা পাঠাতে অনিবন্ধিত ১০ অঙ্কের মোবাইল নম্বরগুলি ব্যবহার করা উচিত নয়। টেলিমার্কেটিং সংস্থাগুলিকে সাধারণ কল এবং প্রচারমূলক কলগুলির মধ্যে পার্থক্য করার জন্য একটি বিশেষ নম্বর জারি করা হয়। যাতে ব্যবহারকারীরা একটি সাধারণ কল এবং একটি প্রচারমূলক কলের মধ্যে পার্থক্য বুঝতে পারেন।

তবে, অনেক টেলিকম সংস্থার নিয়মের বিরুদ্ধে গিয়ে সাধারণ ১০ অঙ্কের নম্বর থেকে প্রচারমূলক মেসেজ বা কল করে থাকে অনেক টেলিমার্কেটিং সংস্থা। এক কথায় যা নিয়মের পরিপন্থী।

৩০ দিনের সময়সীমা

এই নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ট্রাই। একটি নতুন নির্দেশিকা জারি করে বলা হয়েছে, টেলিমার্কেটিং সংস্থাগুলিকে ৩০ দিনের মধ্যে এই ধরনের ১০ অঙ্কের নম্বর থেকে প্রচারমূলক কল এবং মেসেজ পাঠানো বন্ধ করতে হবে। আরও বলা হয়েছে, টেলিমার্কেটিং সংস্থার কর্মীদের ব্যক্তিগত মোবাইল নম্বরের পরিবর্তে সংস্থার নিবন্ধিত মোবাইল নম্বর থেকে প্রচারমূলক কল করা উচিত।

এর পরেও যদি নিয়ম লঙ্ঘন করা হয় তবে টেলিমার্কেটিং সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ট্রাই সমস্ত টেলিকম পরিষেবা প্রদানকারীকে ৩০ দিনের মধ্যে এই নিয়মগুলি কার্যকর করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে অ্যাডিনো ভাইরাস, মেনে চলুন বেশ কিছু নিয়ম

সাম্প্রতিকতম

চাঁদিফাটা রোদে ত্বকের জেল্লা গায়েব, নিমেষে ফিরবে জেল্লা যদি করেন এই ৪ কাজ

এই দাবদহে বাড়ি থেকে বেরোতে হচ্ছে অনেককেই। আর তাতেই চেহারার হাল হচ্ছে যাতা। ঝলসে যাচ্ছে ত্বক।

সি বিচে প্লাষ্টিক কুড়াচ্ছেন মিমি চক্রবর্তী, দেখে হতবাক নেটবাসি, হঠাৎ কী হল অভিনেত্রীর?

এভাবেই একের পর এক আবর্জনা তুলে যাচ্ছেন সমুদ্রতট থেকে। এরপর জমা করছেন একটি বাস্কেটে। কিন্তু কেন এমন হাল অভিনেত্রীর? হঠাৎ আবর্জনা তুলছেন কেন?

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।

২০১৬-র নিয়োগ প্রক্রিয়া বাতিল, হাইকোর্টের নির্দেশে চাকরি গেল প্রায় ২৬ হাজারের

কলকাতা: রাজ্য সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ২০১৬ সালে রাজ্যস্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা...

আরও পড়ুন

টাকা নিয়ে যোগশিক্ষা, দেননি পরিষেবা কর, অবিলম্বে মিটিয়ে দিতে রামদেবের সংস্থাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সময়টা ভাল যাচ্ছে না যোগগুরুর। আগে বিভ্রান্তি কর বিজ্ঞাপন দেওয়া জন্য সুপ্রিম কোর্টের রোষে...

দূরদর্শনের লোগো হল গেরুয়া, প্রতিবাদ মমতার, ভোটের সময় কেন? কমিশনের হস্তক্ষেপ দাবি

শনিবার সমাজ মাধ্যমে মমতা লিখেছেন, 'নির্বাচনের সময় হঠাৎ লোগোর গেরুয়াকরণে আমি স্তম্ভিত।

জার্মানি, সুইৎজারল্যান্ডে নেই, ভারতের সেরেল্যাকে অত্যধিক চিনি, তদন্তের নির্দেশ

এ নিয়ে একটি আন্তর্জাতিক রিপোর্ট সামনে আসার সঙ্গে  তৎপর হল কেন্দ্র। ইতিমধ্যে নেসলে কোম্পানির শিশুখাদ্য নিয়ে তদন্ত শুরু করছে  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীন খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক (এফএসএসএআই)।