Homeখবরদেশট্রেনি আমলা পূজার বিরুদ্ধে তদন্ত শুরু, দোষ প্রমাণে বরখাস্ত, আর কী শাস্তি?

ট্রেনি আমলা পূজার বিরুদ্ধে তদন্ত শুরু, দোষ প্রমাণে বরখাস্ত, আর কী শাস্তি?

প্রকাশিত

নয়াদিল্লি/মুম্বই: ট্রেনি আইএএস অফিসার পুজা খেড়কড়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে। আইএএস অফিসার হিসাবে দায়িত্ব নেওয়ার আগেই তাঁর নানা কীর্তিকলাপ নিয়ে এখন সংবাদ শিরোনামে তিনি। সেই পূ়জার বিরুদ্ধে এবার তদন্ত শুরু করল কেন্দ্র।  

কেন্দ্রীয় সরকার এই তদন্ত শুরু করার পর পুজা খেড়কড় আরও বড় সমস্যায় পড়েলেন। তাঁর বেসরকারি অডিতে সাইরেন ব্যবহার করা এবং আলাদা বাড়ি ও গাড়ির দাবি তোলার কারণে তিনি প্রথমে বিতর্কে জড়ান। কিন্তু ২০২৩ ব্যাচের এই আইএএস অফিসার এখন আরও গুরুতর অভিযোগের সম্মুখীন হচ্ছেন, যা তার সিভিল সার্ভিসেস নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন তোলে। তাঁর বিরুদ্ধে ভুয়ো শংসাপত্র দাখিলের অভিযোগ রয়েছে।

ডিপার্টমেন্ট অব পার্সোনেল অ্যান্ড ট্রেনিং (ডিওপিটি) এর অতিরিক্ত সচিব মনোজ দ্বিবেদী তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন, যা দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে বলে জানা গেছে।

সূত্রের খবর, পুজা খেড়কড় দোষী প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা হতে পারে। যদি অভিযোগগুলো সত্য প্রমাণিত হয়, তবে তিনি ফৌজদারি আইনের মুখোমুখিও হতে পারেন।

পুজা খেড়কড়কে এ বিষয়ে সংবাদমাধ্যম প্রশ্ন করলে তিনি অভিযোগ সম্পর্কে চুপ থেকেছেন এবং জানান যে তিনি এ বিষয়ে কথা বলার জন্য ‘অনুমোদিত’ নন।

পুনে সহকারী কালেক্টর হিসেবে পোস্টেড থাকা অবস্থায় পুজা খেড়কড়কে পুনে কালেক্টর প্রধান সচিবের কাছে অভিযোগ জানানোর পর ওয়াশিমে বদলি করা হয়।

তিনি তাঁর ব্যক্তিগত বিলাসবহুল গাড়িতে সাইরেন এবং ‘মহারাষ্ট্র সরকার’ স্টিকার ব্যবহার করছিলেন। এছাড়া, পুনে অতিরিক্ত কালেক্টর অজয় মোরের অফিস ব্যবহার করছিলেন। সেই সময় তিনি অফিসে অনুপস্থিত ছিলেন। তিনি অফিসের আসবাবপত্র সরিয়ে ফেলেছিলেন এবং এমনকি লেটারহেড এবং ভিআইপি নম্বর প্লেটেরও দাবি করেছিলেন। এই সুবিধাগুলি জুনিয়র অফিসারদের দেওয়া হয় না, যারা ২৪ মাসের জন্য প্রোবেশনে থাকেন।

খবরে বলা হয়েছে, তার অবসরপ্রাপ্ত প্রশাসনিক অফিসার পিতা পূজার দাবিগুলি পূরণের জন্য চাপ দিয়েছিলেন।

তাঁর পদে যোগ দেওয়ার আগেও বিভিন্ন দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি ইউপিএসসি নির্বাচনের প্রক্রিয়ায় ছাড় পাওয়ার জন্য বিভিন্ন প্রতিবন্ধকতার দাবি করেছিলেন, কিন্তু তা নিশ্চিত করতে বাধ্যতামূলক মেডিকেল পরীক্ষা দিতে অস্বীকার করেছিলেন।

কম যান না পূজার মাও। একটি পুরানো ভিডিয়োতে তাঁর মা একটি বন্দুক হাতে নিয়ে  হুমকি দিচ্ছেন, যা অনলাইনে প্রকাশের পর নতুন একটি বিতর্ক তৈরি করেছে। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি খবর অনলাইন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।