Homeখবরদেশঅম্বেডকর-মন্তব্যে বিতর্ক, অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনলেন ডেরেক ও'ব্রায়েন

অম্বেডকর-মন্তব্যে বিতর্ক, অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনলেন ডেরেক ও’ব্রায়েন

প্রকাশিত

নয়াদিল্লি: রাজ্যসভায় শীতকালীন সংসদ অধিবেশনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য নিয়ে বিতর্কের জেরে তৃণমূল কংগ্রেস সাংসদ ডেরেক ও’ব্রায়েন স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনলেন।

ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেছেন যে, অমিত শাহের মন্তব্য সংবিধানের রূপকার ড. বিআর অম্বেডকরের উত্তরাধিকারকে ক্ষুণ্ণ করেছে এবং সংসদের মর্যাদাকে আঘাত করেছে। এই মন্তব্যকে সংসদের শিষ্টাচার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান নিয়ে বিতর্ক চলাকালীন অমিত শাহের বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখান বিরোধী সাংসদরা। কংগ্রেস এবং তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা সংসদ ভবনের ভিতরে এবং বাইরে বিক্ষোভ দেখান।

বিরোধীরা দাবি করেছেন, এই বক্তব্য শুধু ড. অম্বেদডরের ভাবমূর্তিকে আঘাত করেনি, পাশাপাশি তা গণতান্ত্রিক মূল্যবোধের বিরুদ্ধাচরণ। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং তাঁর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন কংগ্রেস নেতারা।

সংসদ ভবনের অভ্যন্তরে ‘জয় ভীম’ এবং ‘অমিত শাহ মাফি মাঙ্গো’ স্লোগান তুলে প্রতিবাদ জানিয়েছেন বিরোধীরা। ড. অম্বেডকরের ছবি নিয়ে রাজ্যসভার ভিতরে এবং বিভিন্ন রাজ্যের রাজভবনের বাইরে বিক্ষোভ দেখান কংগ্রেসের নেতারা।

ডেরেক ও’ব্রায়েনের আনা স্বাধিকারভঙ্গের প্রস্তাব নিয়ে এখন রাজ্যসভার চেয়ারম্যান কী পদক্ষেপ নেন, তা নিয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলে। বিরোধীরা এই বিষয়টিকে গণতন্ত্র এবং সংবিধানের মর্যাদার প্রশ্ন হিসেবে তুলে ধরতে চায়।

প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে শাহ বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর, অম্বেডকর। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

অক্টোবরে দেশজুড়ে শুরু ভোটার তালিকার নিবিড় সংশোধন, দুই দশকের পর ফের উদ্যোগ বাংলায়

পুজোর মরসুম শেষে অক্টোবরে শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR)। ২০০২ সালের পর ফের পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে বিশেষ সংশোধন প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড এবার পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য।

দেশের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ, শুভেচ্ছা জানালেন প্রাক্তন ধনখড়

৪৫২ ভোটে জয়ী হয়ে দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হলেন সি পি রাধাকৃষ্ণণ। বিরোধী প্রার্থী সুদর্শন রেড্ডি পেলেন ৩০০ ভোট। তামিলনাড়ুর তৃতীয় নেতা হিসেবে সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছলেন তিনি।