Homeখবরদেশপরীক্ষার একদিন আগেই নেট প্রশ্নপত্র ফাঁস হয়েছিল কী ভাবে? বিস্ফোরক তথ্য উদ্ধার...

পরীক্ষার একদিন আগেই নেট প্রশ্নপত্র ফাঁস হয়েছিল কী ভাবে? বিস্ফোরক তথ্য উদ্ধার করল সিবিআই

প্রকাশিত

পরিচয় গোপন রাখতে ডার্কওয়েবে আপলোড করা হয়েছিল নেট-এর প্রশ্নপত্র, দাবি সিবিআইয়ের।

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ইতিমধ্যেই ইউজিসি-নেট (UGC-NET) পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এই পরীক্ষা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-এর মাধ্যমে পরিচালিত হয়। এ বিষয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। শিক্ষামন্ত্রক জানিয়েছে, তারা স্বরাষ্ট্রমন্ত্রকের মাধ্যমে পরীক্ষায় অনিয়মের তথ্য পেয়েছিল, তারপরে পরীক্ষা বাতিল করা হয়েছে। একইসঙ্গে এই মামলার তদন্তকারী সংস্থা সিবিআই-এর কাছে চাঞ্চল্যকর তথ্য এসেছে। তদন্তের পর সিবিআই-এর মতেও, এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার আগে ডার্কনেটে পেপার আপলোড করা হয়েছিল।

প্রশ্নপত্র বাতিল করার পর তদন্তের দায়িত্ব সিবিআই-এর হাতে তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্ত চলাকালীন, ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র কোথা থেকে ফাঁস হয়েছে তা খুঁজে বের করছে সিবিআই। প্রাথমিক তদন্তে জানা গেছে যে প্রশ্নপত্রটি সোমবার (১৭ জুন) ফাঁস হয়েছিল, তারপরে এটি একটি এনক্রিপ্ট করা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছিল। যাতে না ধরা পড়ে যায়, সেদিকে খেয়াল রেখেই অভিযুক্তরা ফাঁস হওয়া প্রশ্নপত্র ডার্কনেটে পোস্ট করেছিল। প্রশ্নফাঁসের পরেই তা ডার্ক ওয়েবে বিক্রি করা হয়েছিল ৬ লক্ষ টাকার বিনিময়ে।  সিবিআই মামলার বিবরণ সংগ্রহের জন্য এনটিএ এবং অন্যান্য সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।

গত মঙ্গলবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) পরিচালিত ইউজিসি-নেট পরীক্ষায় প্রায় ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেয়। কিন্তু মাত্র একদিন পরেই, বুধবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে পরীক্ষা বাতিলের ঘোষণা করা হয়। বিবৃতিতে জানানো হয়, স্বরাষ্ট্রমন্ত্রকের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিট থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে গরমিলের অভিযোগ এসেছে। প্রাথমিক তদন্তে পরীক্ষায় বেনিয়মের প্রমাণ পাওয়া গেছে।

ইউজিসি-নেট পরীক্ষার গরমিলের অভিযোগ তদন্ত করবে সিবিআই। পুনঃপরীক্ষার দিনক্ষণ এখনও নির্ধারণ করা হয়নি। পরবর্তীকালে পরীক্ষার নতুন তারিখ জানানো হবে। প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি-নেট পরীক্ষা আয়োজিত হয়। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

নেট পরীক্ষা বাতিলের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে জানিয়েছিলেন, নিট (NEET) প্রশ্নপত্র ফাঁস এবং নেট-এর সঙ্গে জড়িত এনটিএ আধিকারিক-সহ দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, সরকার এখন এনটিএ-র কার্যক্রম তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। তিনি আরও বলেন, কোনো ধরনের অনিয়ম ছাড়াই পরীক্ষা আয়োজনে পূর্ণ অঙ্গীকারবদ্ধ সরকার ।

আরও পড়ুন: পরীক্ষার একদিন পরেই ইউজিসি-নেট বাতিল, সিবিআই তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রকের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

এসএসসি-র নতুন বিজ্ঞপ্তি, ১৯৪১ জন ‘স্পেশাল এডুকেটর’ নিয়োগ, অনলাইনে আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত

স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করল নতুন বিজ্ঞপ্তি। ১৯৪১ জন স্পেশাল এডুকেটর নিয়োগ হবে নতুন প্রার্থীদের মধ্যে থেকে। কর্মরতদের থেকে নিয়োগ হবে আরও ৮০০ জন। আবেদনপত্র জমা নেওয়া হবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।