Homeখবরদেশপহেলগাঁওয়ে জঙ্গি হামলা, রাষ্ট্রপুঞ্জের কড়া নিন্দা, ট্রাম্পের ফোন, দেশে ফিরে জরুরি বৈঠক...

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, রাষ্ট্রপুঞ্জের কড়া নিন্দা, ট্রাম্পের ফোন, দেশে ফিরে জরুরি বৈঠক মোদীর

প্রকাশিত

গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরান উপত্যকায় পর্যটকদের উপর চালানো জঙ্গি হামলায় অন্তত ২৮ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন ভারতীয় নাগরিক এবং ১ জন নেপালের নাগরিক। এই হামলাকে ২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারতের সবচেয়ে ভয়াবহ বেসামরিক হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।​

এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF), যা পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তইবার একটি শাখা সংগঠন। তারা অভিযোগ করেছে, কাশ্মীরে ৮৫,০০০-এর বেশি বহিরাগত বসবাসকারীদের স্থায়ীভাবে বসতি স্থাপন করানো হচ্ছে, যা অঞ্চলের জনসংখ্যার গঠন পরিবর্তন করছে।

রাষ্ট্রপুঞ্জের তীব্র নিন্দা

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তীব্র ভাষায় হামলার নিন্দা করেছেন। রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, “নাগরিকদের উপরে এই ধরনের সন্ত্রাসী হামলা কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না। মহাসচিব নিহতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।”


বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা, বাড়ানো হয়েছে চেকপোস্টে নজরদারি

পহেলগাঁওয়ে ঘটনার পর দেশের একাধিক রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উত্তরপ্রদেশ, দিল্লি ও মহারাষ্ট্রের মতো রাজ্যে পর্যটনকেন্দ্র ও সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। উত্তরপ্রদেশে ধর্মীয় স্থানগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। চেকপোস্টে বাড়ানো হয়েছে নজরদারি, চলছে গাড়ি ও ব্যক্তিগত তল্লাশি।


ঘটনায় নিহত কলকাতার বিতান, ঘরে ফিরল শোকবার্তা

পহেলগাঁওয়ে হামলায় প্রাণ হারিয়েছেন দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা বিতান। ৪০ বছরের বিতান কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। স্ত্রী সোহিনী ও তিন বছরের ছেলে হৃদানকে নিয়ে ছুটিতে দেশে এসেছিলেন। ১৬ এপ্রিল তাঁরা জম্মু-কাশ্মীর বেড়াতে যান। ২৫ এপ্রিল বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু মঙ্গলবার এল মৃত্যুর খবর।


কর্নাটকের পর্যটক মঞ্জুনাথ রাও নিহত, স্ত্রী-ছেলে অল্পের জন্য বেঁচে গেলেন

জঙ্গিদের হামলায় মৃত্যু হয় কর্নাটকের শিবমোগ্গার বাসিন্দা মঞ্জুনাথ রাওয়ের। তাঁর স্ত্রী পল্লবী এবং ছেলে কোনওরকমে প্রাণে বেঁচে যান। পল্লবীর বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা পরিচয় জেনে গুলি চালায়। হামলার পর এক জঙ্গি তাঁকে বলে, “তোকেই বাঁচালাম, মোদীকে গিয়ে বল।”


IB অফিসার, নববিবাহিত দম্পতিও নিহত

ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন হায়দরাবাদের গোয়েন্দা সংস্থার অফিসার মনীশ রঞ্জন। বিহারের বাসিন্দা মনীশ পরিবার নিয়ে জম্মু-কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হয় তাঁর।

তবে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে নবদম্পতি শোভম দ্বিবেদীর ক্ষেত্রে। বিয়ের মাত্র দু’মাস পর স্ত্রীকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়ে প্রাণ হারান কানপুরের যুবকটি।


মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা, অভিষেকের তোপ বিজেপির বিরুদ্ধে

ঘটনার কড়া ভাষায় নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই সন্ত্রাস ভীষণভাবে নিন্দনীয়। দোষীরা কোনওভাবেই যেন ছাড়া না পায়।” অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, “বিজেপির ভ্রান্ত নীতি ও মিথ্যা প্রচারই এই হামলার কারণ।”


PM মোদী সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর পাওয়ার পরই সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বিমানবন্দরে নেমেই নিরাপত্তা সংক্রান্ত একটি জরুরি বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিদেশমন্ত্রী, বিদেশ সচিব সহ একাধিক শীর্ষ আধিকারিক।


অমিত শাহ ছুটে গেলেন কাশ্মীরে, উচ্চ পর্যায়ের বৈঠক

হামলার খবর পাওয়ার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু-কাশ্মীর রওনা হন। সেখানে পৌঁছে তিনি রাজ্যের ডিজি নলিন প্রভাতের থেকে ঘটনাক্রমের বিস্তারিত বিবরণ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন ও গোয়েন্দা প্রধান তপন ডেকা।


রাহুল গান্ধীর ক্ষোভ, “বিচার চাই”

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও জম্মু-কাশ্মীর কংগ্রেস সভাপতির সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, “নিহতদের পরিবার ন্যায়ের দাবি রাখে এবং আমরা তাঁদের পাশে আছি।”


জঙ্গি হামলার দায় স্বীকার TRF-এর, পাকিস্তান যোগ

পাকিস্তান ভিত্তিক লস্কর-এ-তইবার একটি শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা TRF এই হামলার দায় স্বীকার করেছে। ২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর থেকেই এই সংগঠনটি সক্রিয় হয়ে ওঠে। ২০২৩ সালে TRF-কে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার।


LOC-তে অনুপ্রবেশ রুখল সেনা

ঘটনার পরদিন বারামুল্লার উরি নালায় ২-৩ জন সন্ত্রাসবাদী অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় সেনা তাঁদের বাধা দেয়। সেনা জানায়, গুলির লড়াই হয় এবং সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।


পর্যটকদের ফিরিয়ে আনতে অতিরিক্ত বিমান পরিষেবা

কাশ্মীরের পরিস্থিতি বিবেচনা করে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো চারটি অতিরিক্ত ফ্লাইট ঘোষণা করেছে। শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বাইগামী এই ফ্লাইটগুলির পাশাপাশি টিকিট বাতিল ও পুনঃনির্ধারণে ছাড় ঘোষণা করেছে সংস্থাগুলি।

অমিত শাহ জম্মু-কাশ্মীরে, উচ্চপর্যায়ের নিরাপত্তা পর্যালোচনা

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবারই জম্মু ও কাশ্মীরে পৌঁছান এবং সেখানে রাজ্যের পুলিশ মহাপরিচালক নলিন প্রভাত, লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন এবং গোয়েন্দা প্রধান তপন ডেকার সঙ্গে বৈঠক করেন।


রাষ্ট্রপুঞ্জের তীব্র নিন্দা

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তীব্র ভাষায় হামলার নিন্দা করেছেন। রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, “নাগরিকদের উপরে এই ধরনের সন্ত্রাসী হামলা কোনও অবস্থাতেই মেনে নেওয়া যায় না। মহাসচিব নিহতদের পরিবারকে আন্তরিক সমবেদনা জানিয়েছেন।”


বিভিন্ন রাজ্যে কড়া নিরাপত্তা, বাড়ানো হয়েছে চেকপোস্টে নজরদারি

পহেলগাঁওয়ে ঘটনার পর দেশের একাধিক রাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উত্তরপ্রদেশ, দিল্লি ও মহারাষ্ট্রের মতো রাজ্যে পর্যটনকেন্দ্র ও সংবেদনশীল এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। উত্তরপ্রদেশে ধর্মীয় স্থানগুলিতে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। চেকপোস্টে বাড়ানো হয়েছে নজরদারি, চলছে গাড়ি ও ব্যক্তিগত তল্লাশি।


ঘটনায় নিহত কলকাতার বিতান, ঘরে ফিরল শোকবার্তা

পহেলগাঁওয়ে হামলায় প্রাণ হারিয়েছেন দক্ষিণ কলকাতার পাটুলির বাসিন্দা বিতান। ৪০ বছরের বিতান কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন। স্ত্রী সোহিনী ও তিন বছরের ছেলে হৃদানকে নিয়ে ছুটিতে দেশে এসেছিলেন। ১৬ এপ্রিল তাঁরা জম্মু-কাশ্মীর বেড়াতে যান। ২৫ এপ্রিল বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু মঙ্গলবার এল মৃত্যুর খবর।


কর্নাটকের পর্যটক মঞ্জুনাথ রাও নিহত, স্ত্রী-ছেলে অল্পের জন্য বেঁচে গেলেন

জঙ্গিদের হামলায় মৃত্যু হয় কর্নাটকের শিবমোগ্গার বাসিন্দা মঞ্জুনাথ রাওয়ের। তাঁর স্ত্রী পল্লবী এবং ছেলে কোনওরকমে প্রাণে বেঁচে যান। পল্লবীর বর্ণনা অনুযায়ী, হামলাকারীরা পরিচয় জেনে গুলি চালায়। হামলার পর এক জঙ্গি তাঁকে বলে, “তোকেই বাঁচালাম, মোদীকে গিয়ে বল।”


IB অফিসার, নববিবাহিত দম্পতিও নিহত

ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন হায়দরাবাদের গোয়েন্দা সংস্থার অফিসার মনীশ রঞ্জন। বিহারের বাসিন্দা মনীশ পরিবার নিয়ে জম্মু-কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদীদের গুলিতে মৃত্যু হয় তাঁর।

তবে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে নবদম্পতি শোভম দ্বিবেদীর ক্ষেত্রে। বিয়ের মাত্র দু’মাস পর স্ত্রীকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়ে প্রাণ হারান কানপুরের যুবকটি।


মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দা, অভিষেকের তোপ বিজেপির বিরুদ্ধে

ঘটনার কড়া ভাষায় নিন্দা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “এই সন্ত্রাস ভীষণভাবে নিন্দনীয়। দোষীরা কোনওভাবেই যেন ছাড়া না পায়।” অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, “বিজেপির ভ্রান্ত নীতি ও মিথ্যা প্রচারই এই হামলার কারণ।”


PM মোদি সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার খবর পাওয়ার পরই সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি বিমানবন্দরে নেমেই নিরাপত্তা সংক্রান্ত একটি জরুরি বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিদেশমন্ত্রী, বিদেশ সচিব সহ একাধিক শীর্ষ আধিকারিক।


রাহুল গান্ধীর ক্ষোভ, “বিচার চাই”

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও জম্মু-কাশ্মীর কংগ্রেস সভাপতির সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, “নিহতদের পরিবার ন্যায়ের দাবি রাখে এবং আমরা তাঁদের পাশে আছি।”


জঙ্গি হামলার দায় স্বীকার TRF-এর, পাকিস্তান যোগ

পাকিস্তান ভিত্তিক লস্কর-এ-তইবার একটি শাখা সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা TRF এই হামলার দায় স্বীকার করেছে। ২০১৯ সালে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর থেকেই এই সংগঠনটি সক্রিয় হয়ে ওঠে। ২০২৩ সালে TRF-কে নিষিদ্ধ ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার।


LOC-তে অনুপ্রবেশ রুখল সেনা

ঘটনার পরদিন বারামুল্লার উরি নালায় ২-৩ জন সন্ত্রাসবাদী অনুপ্রবেশের চেষ্টা করলে ভারতীয় সেনা তাঁদের বাধা দেয়। সেনা জানায়, গুলির লড়াই হয় এবং সেই চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়।


পর্যটকদের ফিরিয়ে আনতে অতিরিক্ত বিমান পরিষেবা

কাশ্মীরের পরিস্থিতি বিবেচনা করে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো চারটি অতিরিক্ত ফ্লাইট ঘোষণা করেছে। শ্রীনগর থেকে দিল্লি ও মুম্বাইগামী এই ফ্লাইটগুলির পাশাপাশি টিকিট বাতিল ও পুনঃনির্ধারণে ছাড় ঘোষণা করেছে সংস্থাগুলি।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

চেরাপুঞ্জির বৃষ্টিতে প্রযুক্তির পাঠ: 5G ও 6G নেটওয়ার্ক উন্নয়নে এনআইটি–নেসাকের গবেষণা অভিযান

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: বিশ্বের সর্বাধিক বৃষ্টিপ্রবণ অঞ্চল সোহরায়, যা একসময় চেরাপুঞ্জি নামে পরিচিত ছিল,...