Homeখবরদেশবেকারত্ব ১৬ মাসের সর্বোচ্চ, নতুন বছরের প্রথম দিনেই উদ্বেগজনক রিপোর্ট

বেকারত্ব ১৬ মাসের সর্বোচ্চ, নতুন বছরের প্রথম দিনেই উদ্বেগজনক রিপোর্ট

প্রকাশিত

নয়াদিল্লি: ডিসেম্বরে দেশে বেকারত্ব (unemployment) বেড়ে ৮.৩০ শতাংশ। যা গত ১৬ মাসের সর্বোচ্চ। রবিবার প্রকাশিত একটি রিপোর্টে এমনটাই দাবি করেছে সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি (CMIE)।

সিএমআইই-র দাবি

প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ভারতের বেকারত্বের হার গত নভেম্বরে ছিল ৮.০০ শতাংশ। সেটাই সদ্য শেষ হওয়া ডিসেম্বরে আরও কিছুটা বৃদ্ধি পেয়েছে। উল্লেখযোগ্য ভাবে, শহরাঞ্চলে বেকারত্বের হার আগের মাসের ৮.৯৬ শতাংশ থেকে ডিসেম্বরে বেড়ে ১০.০৯ শতাংশে দাঁড়িয়েছে, যেখানে গ্রামীণ এলাকায় এই হার ৭.৫৫ শতাংশ থেকে কমে ৭.৪৪ শতাংশে দাঁড়িয়েছে।

সিএমআইই-এর ম্যানেজিং ডিরেক্টর মহেশ ব্যাসের মতে, বেকারত্বের এই হার বৃদ্ধি যতটা উদ্বেগজনক মনে হতে পারে। তবে ডিসেম্বরে আরও বেশি শ্রমিক কারখানার কাজে অংশগ্রহণ করেছেন। শ্রমিকদের অংশগ্রহণের হার ৪০.৪৮ শতাংশ। যা ২০২২ সালের জানুয়ারি মাসের পর সর্বোচ্চ।

সংবাদ সংস্থা রয়টার্সের কাছে ব্যাস জানান, “সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে, ডিসেম্বরে কর্মসংস্থানের হার বেড়েছে ৩৭.১০ শতাংশ। যা আবার গত বছরের জানুয়ারির পর থেকে সর্বোচ্চ। যদিও এই বিষয়টি কিছুটা আশাব্যঞ্জক হলেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং আরও বেশি সংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থানের বন্দোবস্ত করাই এখন মূল চ্যালেঞ্জ”।

সরকারি দাবি

সরকারি পরিসংখ্যানের সঙ্গে সিএমআইই-র রিপোর্টে সামান্য হলেও ব্যবধান থাকছে। গত নভেম্বরে জাতীয় পরিসংখ্যান কার্যালয় (NSO)-এর প্রকাশিত পৃথক একটি প্রতিবেদনে জানানো হয়েছিল, জুলাই-নভেম্বর ত্রৈমাসিকে বেকারত্বের হার ছিল ৭.২ শতাংশ। যা আগের ত্রৈমাসিকে ছিল ৭.৬ শতাংশ। অর্থাৎ, এনএসও-র শেষ রিপোর্টে বেকারত্ব হ্রাসের দাবি করা হয়েছিল।

সিএমআইই-র তথ্য অনুযায়ী, উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় বেকারত্বের হার ডিসেম্বরে ৩৭.৪ শতাংশ বেড়েছে, যেখানে রাজস্থান এবং দিল্লিতে এই হার যথাক্রমে ২৮.৫ শতাংশ এবং ২০.৮ শতাংশ।

আরও পড়ুন: কৃষি কাজে ড্রোনের ব্যবহার, পরীক্ষামূলক প্রয়োগ হয়ে গেল নিমপীঠে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

আরও পড়ুন

ভারতের ৩ কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক, সতর্ক করল WHO

মধ্যপ্রদেশে শিশুদের মৃত্যুর পর তদন্তে নেমে ভারতের তিনটি কফ সিরাপে মারাত্মক বিষাক্ত রাসায়নিক শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। তামিলনাড়ুর সংস্থা ‘স্রেসন ফার্মাসিউটিক্যালস’-এর ‘কোল্ডরিফ’ কফ সিরাপ নিয়ে উদ্বেগ বাড়ছে।

সমালোচনার মুখে পড়ে দ্বিতীয় প্রেস কনফারেন্সে নারী সাংবাদিকদের আমন্ত্রণ আফগান বিদেশমন্ত্রীর

ভারতে নারী সাংবাদিকদের বাদ দিয়ে প্রেস কনফারেন্স করায় বিতর্কে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তীব্র সমালোচনার পর রবিবার আবার আয়োজন করেন অন্তর্ভুক্তিমূলক সাংবাদিক বৈঠকের। কেন্দ্র জানাল, তাদের কোনও ভূমিকা ছিল না ওই অনুষ্ঠানে।

অনলাইনে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো প্রকাশ বন্ধে কেন্দ্রের নতুন নির্দেশিকা, ২৪ ঘণ্টার মধ্যেই মুছে ফেলতে হবে কনটেন্ট

অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিয়ো অনলাইনে প্রকাশ রুখতে কেন্দ্রের নতুন এসওপি জারি। অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্ট সরাতে হবে। হেল্পলাইন ও আইনি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে।